Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রাগিণী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-বাদ
(p. 29) anu-bāda বি. 1 ভাষান্তর, তরজমা, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর; 2 পুনঃ পুনঃ কথন (গুণানুবাদ); 3 অনুকরণ। [সং. অনু + √ বদ্ + অ]। ̃ ক বি. বিণ. ভাষান্তরকারী। অনূদিত বিণ. ভাষান্তরিত, অনুবাদ করা হয়েছে এমন। অনু-বাদিত (বাং. বর্ত. অপ্র.) বিণ. অন্যের দ্বারা অনুবাদ করিয়ে নেওয়া হয়েছে এমন। অনুবাদী (-দিন্) বিণ. 1 অনুবাদক, অনুবাদকারী, তরজমাকারী; 2 রাগরাগিণীতে বাদী সংবাদী বিবাদী ভিন্ন অন্য; 3 অনুরূপ। বি. (সংগীতে) বাদী সংবাদী ভিন্ন অন্য সূর। 21)
অনু-রাগ
(p. 31) anu-rāga বি. 1 প্রীতি, স্নেহ; প্রেম, আসক্তি (স্ত্রীর প্রতি অনুরাগ, স্বদেশানুরাগ, বিদ্যানুরাগ, ধর্মানুরাগ); 2 আদর, সোহাগ; 3 (অপ্র.) ক্রোধ, বিরক্তি; 4 (বৈ. শা.) প্রেম যখন প্রেমের বিষয়কে অনুক্ষণ নব নব করে তোলে তখন তাকে 'অনুরাগ' বলে ('সোই পীরিতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হোয়': বিদ্যা)। [সং. অনু + √ রন্জ্ + অ]। অনু-রাগী (-গিন্) বি. বিণ. আসক্ত বা অনুরাগযুক্ত (ব্যক্তি); প্রেমিক। বিণ. (স্ত্রী.) অনু-রাগিণী। 3)
আড়ানা
(p. 85) āḍ়ānā বি. কানাড়া গোষ্ঠীর রাগিণীবিশেষ, এই রাগিণী সাধারণত রাত্রি দ্বিতীয় প্রহরে গেয়। [দেশি]। 97)
আশা-বরি
(p. 108) āśā-bari বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [আ. আসারবী]। 22)
ককুভ
(p. 156) kakubha বি. 1 মার্গসংগীতের রাগিণীবিশেষ; 2 অর্জুন গাছ; 3 দিক। [সং. ক + √ স্কুভ্ + অ]। 20)
কর্ণাট
(p. 167) karṇāṭa বি. দাক্ষিণাত্যের অঞ্চলবিশেষ। [সং. কর্ণ + √ অট্ + অ]। ̃ ক 1 বি. কর্ণাটের অধিবাসী। বিণ. কর্ণাটের; কর্ণাটসম্বন্ধীয় (কর্ণাটক সংগীত)। কর্ণাটী বি. (স্ত্রী.) রাগিণীবিশেষ। 56)
কল্যাণ
(p. 172) kalyāṇa বি. 1 হিত, মঙ্গল; 2 কুশল; 3 সুখসমৃদ্ধি; 4 সংগীতের রাগিণীবিশেষ। বিণ. 1 সুখী; 2 শুভযুক্ত। [সং. কলা + √ অণ্ + অ]। কল্যাণী বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী। কল্যাণীয় বিণ. 1 কল্যাণযুক্ত; 2 যার কল্যাণ প্রার্থনা করা যায় বা উচিত; 3 কল্যাণাস্পদ। বিণ. (স্ত্রী.) কল্যাণীয়া। ̃ কর বিণ. কল্যাণ করে এমন; মঙ্গলকর, শুভকর। ̃ বর, ̃ বরেষু, কল্যাণীয়-বর, কল্যাণীয়েষু স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ। স্ত্রী. কল্যাণীয়াসু। ̃ বান (-বত্) বিণ. মঙ্গলযুক্ত। ̃ বতী বিণ. (স্ত্রী.) কল্যাণী; কল্যাণময়ী। 43)
কানাড়া
(p. 181) kānāḍ়ā বি. 1 রাগিণীবিশেষ, কর্ণাট রাগিণী; 2 কানড় খোঁপা। [সং. কর্ণাট]। 31)
কাফি2
(p. 181) kāphi2 বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [আ. কাফী]। 67)
কেদার2, কেদারা1
(p. 206) kēdāra2, kēdārā1 বি. সন্ধ্যাকালীন রাগবিশেষ (ব্যাকরণগতভাবে কেদারকে রাগ এবং কেদারাকে রাগিণী বলা হলেও সংগীতে এই দুটি রাগ অভিন্ন)। [সং. কেদার]। 18)
খাম্বাজ
(p. 226) khāmbāja বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ, খাম্বাবতী। [দেশি]। 76)
গুর্জর
(p. 253) gurjara বি. প্রাচীন গুজরাতের অধিবাসী। গুর্জরী বি. (স্ত্রী.) 1 প্রাচীন গুজরাতের অধিবাসিনী ; 2 সংগীতের রাগিণীবিশেষ। 32)
গৌড়
(p. 261) gauḍ় বি. বাংলাদেশের, বিশেষত উত্তরবঙ্গের প্রাচীন নাম। [সং. গুড় + অ]। গৌড়ী বি. 1 সংগীতের রাগিণীবিশেষ; 2 কাব্যের রীতিবিশেষ; 3 গুড় থেকে প্রস্তুত মদবিশেষ। বিণ. গৌড়সম্বন্ধীয়। গৌড়ীয় বিণ. 1 গৌড়দেশে উত্পন্ন ; 2 গৌড়দেশসম্বন্ধীয়; 3 গৌড়দেশের বা গৌড়দেশীয় (গৌড়ীয় মঠ)। 26)
জান2
(p. 322) jāna2 বি. 1 প্রাণ, জীবন (জান নিয়ে টানাটানি); 2 (বিরল) (সংগীতে) রাগরাগিণীর প্রধান সূর। [ফা. জান]। 7)
ঝিঁঝিট, ঝিঁঝোটি
(p. 336) jhin̐jhiṭa, jhin̐jhōṭi বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [হি. ঝিংঝোটী]। 56)
ঝুমরি
(p. 339) jhumari বি. সংগীতের শৃঙ্গাররসাত্মক রাগিণীবিশেষ। [সং. ঝুমরি-তু. হি. ঝুমরা]। 10)
টোড়ি, তোড়ি
(p. 348) ṭōḍ়i, tōḍ়i বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [সং. তুবরী]। 6)
ঠাট1
(p. 350) ṭhāṭa1 বি. 1 সৈন্যশ্রেণি ('ডাকে ঠাট, কাট কাট': ভা. চ.); 2 দল ('আতর কামিনী ঠাট': বিদ্যা.); 3 সংগীতের রাগ-রাগিণীর শ্রেণি। [হি. ঠাট, ঠাঠ]। 18)
তোড়ি, টোড়ি
(p. 387) tōḍ়i, ṭōḍ়i বি. (সংগীতে) প্রাতঃকালের রাগিণীবিশেষ। [দেশি]। 13)
দীপিকা
(p. 408) dīpikā বি. (স্ত্রী) 1 জ্যোত্স্না; 2 প্রদীপ; 3 সংগীতের রাগিণীবিশেষ; 4 গ্রন্হাদির টীকা বা ব্যাখ্যা যা গ্রন্হের বিষয়বস্তুর উপর আলোকপাত করে (সাংখ্যদীপিকা)। বিণ. (স্ত্রী.) দীপ্তকারিণী; প্রজ্বালিকা। [সং. দীপক + আ]। 63)
ধনশ্রী, ধনাশ্রী
(p. 430) dhanaśrī, dhanāśrī বি. সংগীতের রাগিণীবিশেষ, ধানশি। [সং. ধন + শ্রী (সমাসান্ত)]। 14)
ধানশ্রী
(p. 433) dhānaśrī বি. সংগীতের রাগিণীবিশেষ, ধনাশ্রী। [সং.]। 37)
ধামার
(p. 433) dhāmāra বি. 1 ধ্রুপদাঙ্গ সংগীতের তালবিশেষ ('চৌতালে ধামারে কে কোথায় ঘা মারে': রবীন্দ্র); 2 উচ্চাঙ্গ সংগীতের রাগিণীবিশেষ (ধামারে তান ধরেছে)। [তু. হি. ধমার]। 62)
নভ, নভঃ
(p. 447) nabha, nabhḥ (-ভস্) বি. আকাশ ('খেলা করে সাদা কালো উদার নভে': রবীন্দ্র)। [সং. √ নভ্ + অ, অস্]। নভশ্চক্ষু (-ক্ষুস্) বি. সূর্য। নভশ্চর বিণ. আকাশে বিচরণকারী। বি. 1 পাখি; 2 বায়ু; 3 মেঘ; 4 গ্রহ; 5 বিদ্যাধর, গন্ধর্ব প্রভৃতি; 6 মহাকাশচারী, astronaut. নভস্তল, নভস্হল বি. আকাশ, গগন, আকাশদেশ, গগনপৃষ্ঠ ('শরতের নীল নভস্তল': সু. দ.; 'উঠিতেছিল মধুর রাগিণী জলে স্হলে নভস্তলে': রবীন্দ্র)। ̃ স্হ, ̃ স্হিত বিণ. আকাশে অবস্হিত। নভস্পৃক (-স্পৃশ্) বিণ. আকাশস্পর্শী। নভস্বান বি. বায়ু। 28)
পরাগ
(p. 495) parāga বি. ফুলের রেণু, পুষ্পরজ, pollen [সং. পরা2 + √গম্ + অ]। ̃ কেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen. ̃ ধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)। ̃ মিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)। পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)। ̃ স্হলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577674
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185353
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026248
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901048
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620030

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us