Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঠাট1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঠাট1 এর বাংলা অর্থ হলো -

(p. 350) ṭhāṭa1 বি. 1 সৈন্যশ্রেণি ('ডাকে ঠাট, কাট কাট': ভা. চ.); 2 দল ('আতর কামিনী ঠাট': বিদ্যা.); 3 সংগীতের রাগ-রাগিণীর শ্রেণি।
[হি. ঠাট, ঠাঠ]।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঠান
(p. 350) ṭhāna বি. ঠাকুরানি (মাঠান)। [বাং. ঠাকরুন]। ̃ দিদি, (কথ্য) দি বি. ঠাকুরমা। 24)
ঠেঙা, ঠ্যাঙা
(p. 350) ṭhēṅā, ṭhyāṅā বি. লাঠি। ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। বিণ. উক্ত উভয় অর্থে। 60)
ঠুংরি
ঠাস2
(p. 350) ṭhāsa2 জোরে চড় মারার বা অনুরূপ আওয়াজ (ঠাস করে চড় মারল)। [ধ্বন্যা.]। ঠাস ঠাস বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠাস শব্দ; ক্রমাগত ঠাস শব্দ করে ('ঠাস ঠাস ভাঙিছে বাঁশ)। 31)
ঠাঁই2
(p. 350) ṭhām̐i2 বি. 1 স্হান (সে গেল কোন ঠাঁই?); 2 আহারে বসার স্হান (ঠাঁই করা হয়েছে, খাবে এসো); 3 খালি জায়গা ('ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী': রবীন্দ্র); 4 থই, তলদেশ (নদীতে ঠাঁই পাওয়া যায় না)। অনু. নিকট, কাছে ('চলেছে গৌরের ঠাঁই')। [সং. স্হান হি. ঠাঁও-তু. সাঁও ঠাঁই]। ঠাঁই ঠাঁই বিণ. পৃথক (ভাই ভাই ঠাঁই ঠাঁই)। 15)
ঠুলি
(p. 350) ṭhuli বি. গোরু ঘোড়া প্রভৃতি পশুর চোখে ঢাকনি পরানো হয়, চোখের ঢাকনি, চোখের খাপ ('খুলে দে মা চোখের ঠুলি': রা. প্র.)। [বাং. ঠোলা + ই]। 50)
ঠোনা
(p. 353) ṭhōnā বি. আঙুল দিয়ে গালে বা চিবুকে আঘাত। [তু. বাং. ঠোকনা]। 2)
ঠাণ্ডা
ঠুং
(p. 350) ṭhu বি. ঠং-এর চেয়ে মৃদুতর শব্দ। [ধ্বন্যা.]। ঠুং ঠুং বি. ক্রমাগত ঠুং শব্দ। 39)
ঠেঁটি2
(p. 350) ṭhēn̐ṭi2 বি. পাড়বিহীন ছোট কাপড়। [দেশি]। 54)
ঠাট্টা
ঠসক
(p. 350) ṭhasaka বি. 1 গর্বিত ভাবভঙ্গি, গুমর; 2 ছলাকলা, ঠমক, ঠাট। [হি. ঠসক্]। 12)
ঠকা
(p. 350) ṭhakā ক্রি. 1 প্রতারিত হওয়া (কেউ তোমাকে ঠকায়নি); 2 প্রাপ্যের কম পাওয়া (তিন টাকা ঠকেছ); 3 হেরে যাওয়া (এতটুকু ছেলের কাছে ঠকে গেলে?)। বি. উক্ত সব অর্থে। [সং. √ স্হগ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রতারণা বা বঞ্চনা করা; 2 হারানো; 3 অপ্রস্তুত বা অপ্রতিভ করা। ̃ মি, ̃ মো বি. প্রতারণা, ঠকের কাজ। 6)
ঠাওর, ঠাওরানো
(p. 350) ṭhāōra, ṭhāōrānō যথাক্রমে ঠাহর ও ঠাওরানো -র কথ্য রূপ। 13)
ঠমক
ঠুসা, ঠোসা
(p. 350) ṭhusā, ṭhōsā ক্রি. 1 ঠাসা, চেপে ঢুকানো; 2 অত্যধিক আহার করা (নিমন্ত্রণ বাড়িতে খুব ঠুসেছে); 3 তিরস্কার বা প্রহার করা (মাস্টারমশাই তাকে খুব ঠুসেছেন)। বি. উক্ত সব অর্থে। [হি. √ ঠুস্ + বাং. আ]। 52)
ঠুকা, ঠোকা
(p. 350) ṭhukā, ṭhōkā বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক ঠক]। ̃ ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র। 44)
ঠেকো
(p. 350) ṭhēkō দ্র ঠেক2। 59)
ঠেকা
(p. 350) ṭhēkā ক্রি. 1 ছোঁয়া লাগা, লাগা (বইটা পায়ে ঠেকছে); 2 বিপদে পড়া (ঠেকে শেখে, দায়ে ঠেকা); 3 বাধা পাওয়া, প্রতিহত হওয়া (বলটা দেওয়ালে ঠেকে ফিরে এসেছে); 4 গিয়ে থামা (নৌকোটা তীরে গিয়ে ঠেকল); 5 উপনীত হওয়া, পৌঁছানো (আয় শূন্যে এসে ঠেকেছে); 6 ধারণা হওয়া, (ব্যাপারটা ভালো ঠেকছে না)। বি. 1 সংকট (ঠেকার কাজ চালানো); 2 স্পর্শ (ঠেকা লাগা); 3 গানে তবলার সংগত; 4 ঠেক, ঠেকনা; 5 (আঞ্চ.) গরজ (আমার কী এমন ঠেকা পড়েছে?)। বিণ. 1 স্পৃষ্ট; 2 সংকটাপন্ন; 3 বাধাপ্রাপ্ত; 4 উপনীত; 5 বিবেচিত। [বাং. ঠেক + আ]। ̃ ঠেকি বি. পরস্পর স্পর্শ। ̃ নো ক্রি. বি. স্পর্শ করানো; দায়ে ফেলা; বাধা দেওয়া; আটকানো (হাঙামা ঠেকিয়ে রাখা, মৃত্যুকে ঠেকানো যায় না); উপনীত করানো (নৌকা তীরে ঠেকাও)। 57)
ঠ্যাং
(p. 353) ṭhyā বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2426519
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2037019
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1612242
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 838544
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 812592
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 802403
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 669784
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 587847

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us