Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লিখন)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অদৃষ্ট
(p. 17) adṛṣṭa বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ̃ .চর, ̃ .পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ̃ .পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ̃ .পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা। ̃ .বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ̃ .বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ̃ .লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা। 16)
অনু-লিখন, অনু-লিপি, অনু-লেখ
(p. 31) anu-likhana, anu-lipi, anu-lēkha বি. 1 অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; 2 লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; 3 শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. [সং. অনু + লিখন, লিপি, লেখ]। 11)
চিহ্ন
(p. 290) cihna বি. 1 দাগ, কলঙ্ক, রেখা (কালির চিহ্ন, ক্ষতচিহ্ন); 2 ছাপ (পদচিহ্ন); 3 লক্ষণ (মৃত্যুর চিহ্ন দেখা যাচ্ছে); 4 নিদর্শন, পরিচায়ক (রাজচিহ্ন); 5 সংকেত, ইশারা; 6 স্মারক, প্রতীক (সধবার চিহ্ন); 7 সাংকেতিক লিখন। [সং. √চিহ্ন্ + অ]। চিহ্নিত বিণ. চিহ্নযুক্ত। 56)
নামা1
(p. 454) nāmā1 বি. 1 পত্রলিখন (ওকালতনামা); 2 প্রমাণপত্র, দলিল (চুক্তিনামা); 3 বিবরণ বা ইতিহাস (শাহনামা, বাবরনামা)। [ফা. নামহ্]। 48)
পর-গণা
(p. 488) para-gaṇā বি. গ্রামসমষ্টি, চাকলা, জেলার অংশ ('লিখন পাঠায়ে দিল পরগণা পরগণা') [ফা. পর্গনা]। 110)
প্রশংসা
(p. 551) praśaṃsā বি. সুখ্যাতি, সাধুবাদ, গুণকীর্তন। [সং. প্র + √ শন্স্ + অ + আ]। ̃ পত্র বি. প্রশংসা-সংবলিত লিখন, certificate. ̃ বাদ বি. প্রশংসাবাক্য। প্রশংসার্হ বিণ. প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। প্রশংসিত বিণ. প্রশংসা করা হয়েছে এমন, প্রশংসাপ্রাপ্ত। 6)
বরাবর
(p. 580) barābara ক্রি-বিণ. 1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল); 2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা); 3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)। বিণ. তুল্য ('সুধা বিষে বরাবর': ভা. চ.)। [হি. ফা. বরাবর]। বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)। 69)
বানান
(p. 599) bānāna বি. শব্দের বর্ণবিশ্লেষণ বা বর্ণের ক্রমিক বর্ণন বা লিখনপদ্ধতি, শব্দ লেখার সঠিক পদ্ধতি বা নিয়ম। [সং. বর্ণন]। 18)
বিধি
(p. 616) bidhi বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্থা (সরকারি বিধি, পূজাবিধি); 2 উপায়, প্রণালী, ক্রম (কার্যবিধি); 3 ভাগ্য, দৈব (বিধির বিধান, বিধির বিড়ম্বনা); 4 বিধানকর্তা, ঈশ্বর ('বিধির বাঁধন কাটবে তুমি': রবীন্দ্র)। [সং. বি + √ ধা + ই]। ̃ জ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্রীয় বিধি বা নিয়মাদি জানে এমন। ̃ নির্দিষ্ট বিণ. ভাগ্যের দ্বারা স্থিরীকৃত। ̃ নিষেধ বি. নিয়মের বন্ধন; নিয়মকানুন। ̃ বদ্ধ বিণ. নিয়মবদ্ধ, নির্দিষ্ট নিয়মানুযায়ী, যথাবিধি। ̃ বহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি। ̃ বিড়ম্বনা বি. ভাগ্যের ছলনা। ̃ ভঙ্গ বি. নিয়মভঙ্গ। ̃ মতো বিণ. বিধান বা নিয়ম-অনুযায়ী, যথাবিহিত (বিধিমতো শাস্তি)। ̃ লিপি বি. ভাগ্যের লিখন; ভাগ্য (বিধিলিপি কে খণ্ডাতে পারে?)। ̃ শাস্ত্র বি. 1 স্মৃতিশাস্ত্র; 2 ব্যবহারশাস্ত্র, আইন। ̃ সংগত, ̃ সম্মত বিণ. শাস্ত্রীয় বিধানানুযায়ী; নিয়মানুযায়ী। 20)
বিরচন
(p. 621) biracana বি. 1 লিখন; 2 রচনা, প্রণয়ন, নির্মাণ; 3 গ্রথন (মাল্যবিরচন)। [সং. বি + রচন]। বিরচিত বিণ. 1 লিখিত, প্রণীত (বাল্মীকি-বিরচিত); 2 গ্রথিত। 95)
বিলিখন
(p. 626) bilikhana বি. 1 খনন, বিদারণ; 2 আঁচড়ানো। [সং. বি + লিখন]। বিলিখিত বি. বিলিখন করা হয়েছে এমন। 4)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
লিখন
(p. 760) likhana বি. 1 লেখা (দ্রুত লিখন, শ্রুতলিখন); 2 লিপি, পত্র ('লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি': রবীন্দ্র); 3 অক্ষরবিন্যাস; 4 চিত্রণ; 5 অঙ্কন; 6 লিখিত বিষয় (ললাটের লিখন)। [সং. √ লিখ্ + অন]। ̃ .পদ্ধতি বি. লেখার বা রচনা করার ধারা। দেওয়ালের লিখন, দেওয়াল-লিখন বি. ভবিষ্যতের (পতন ও বিপর্যয়ের) আভাসদায়ক ঘটনা। [ইং. writing on the wall]-এর অনুবাদজাত]। 37)
লিখিয়ে
(p. 760) likhiẏē বিণ. বি. 1 লেখে এমন; 2 লেখক, রচনাকারী; 3 লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া ইয়ে]। 41)
লিপি
(p. 760) lipi বি. 1 চিঠি, পত্র; 2 লিখন (বিধিলিপি); 3 অক্ষর, ভাষার লেখ্যরূপ, বর্ণমালা (দেবনাগরী লিপি, ব্রাহ্মীলিপি) [সং. √ লিপ্ + ই]। ̃ .কর, ̃ .কার বি. 1 নকলবিশ; 2 লেখক। ̃ .কর-প্রমাদ বি. লেখার ভুল; নকলনবিশের লেখার ভুল। ̃ কা বি. ক্ষুদ্র পত্র; পত্র। ̃ .কুশল বিণ. পত্র রচনায় বা নকল করায় দক্ষ। ̃ .কৌশল বি. অক্ষরবিন্যাসের দক্ষতা; লেখার কায়দা। ̃ .চাতুর্য বি. পত্রাদি রচনায় পটুতা। ̃ .বদ্ধ, ̃ .ভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)। 51)
লিপ্যন্তর
(p. 760) lipyantara বি. এক ভাষার লিপি বা লেখ্যরূপকে অনয ভাষার লিপিতে বা অন্য লিপিতে লিখন, transliteration [সং. লিপি + অন্তর]। লিপ্যন্তরিত বিণ. লিপ্যন্তর করা হয়েছে এমন। 53)
লেখ
(p. 763) lēkha বি. লিখন, লিখিত বিষয় (তাম্রলেখ, অশোকের শিলালেখ)। [সং. √ লিখ্ + অ]। ̃ মালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ। 4)
লেখনীয়
(p. 763) lēkhanīẏa বিণ. 1 লিখতে হবে বা লেখা উচিত এমন, লিখিতব্য, লিখনযোগ্য; 2 লেখার বিষয়ীভূত। [সং. √ লিখ্ + অনীয়]। 8)
লেখা-পড়া
(p. 763) lēkhā-paḍ়ā বি. 1 বিদ্যাভ্যাস (ছেলেটি আজকাল লেখাপড়ায় মন দিয়েছে); 2 লিখন ও পঠন (লেখাপড়া জানা লোক); 3 বিদ্যা (লেখাপড়া শেখা); 4 আইনানুসারে লিখে সম্পাদন বা হস্তান্তর (জমিটা তিনি তাকে লেখাপড়া করে দিয়েছেন)। [বাং. লিখা2 + পড়া]। 12)
লেখা1
(p. 763) lēkhā1 বি. 1 লিখন; 2 রচনা (তাঁর প্রায় সব লেখাই আমি পড়েছি); 3 বিন্যস্ত অক্ষর (হাতের লেখা); 4 রেখা (চিত্রলেখা, পূর্বগগনের অরুণলেখা); 5 শ্রেণি (তরঙ্গ লেখা, ধূমলেখা); 6 চিহ্ন। বিণ. লিখিত (তাঁর লেখা চিঠি, হাতে-লেখা পুঁথি)। [সং. √ লিখ্ + অ + আ]। 9)
শ্রুত
(p. 786) śruta বিণ. 1 শোনা হয়েছে এমন; 2 প্রসিদ্ধ, বিখ্যাত (শ্রুতকীর্তি)। বি. (গুরুপররম্পরায় লব্ধ) জ্ঞান, বেদ। [সং. √ শ্রু + ত]। ̃ কীর্তি বিণ. বিখ্যাত, যশস্বী। ̃ ধর দ্র শ্রুতি। ̃ পূর্ব বিণ. পূর্বে শ্রুত। ̃ মাত্র ক্রি-বিণ. শোনামাত্র, শোনার সঙ্গে সঙ্গে। ̃ লিখন বি. শুনে শুনে লেখা।
সংখ্যা
(p. 792) saṅkhyā বি. 1 গণনা, হিসাব (সংখ্যা করা); 2 রাশি (পূর্ণ সংখ্যা); 3 অঙ্ক, রাশি লিখনে ব্যবহৃত 1, 2, 3 প্রভৃতি অঙ্ক (সংখ্যাপাত, দ্বিতীয় সংখ্যা, শেষ সংখ্যা); 4 বিচার ('সাংখ্যেতে কি হবে সংখ্যা': ভা. চ.)। [সং. সম্ + √ খ্যা + অ + আ]। ̃ গরিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে বড়ো এমন (সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়)। ̃ গুরু বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত বেশি এমন, majority, সংখ্যাগরিষ্ঠ (স. প.)। ̃ ত বিণ. 1 গণনা করা হয়েছে এমন; বিচারিত। ̃ তীত বিণ. সংখ্যা করা অর্থাত্ সংখ্যা নির্ণয় করা যায় না এমন, অসংখ্য, অগণিত। ̃ ন বি. গণনা। ̃ লঘিষ্ঠ বিণ. সংখ্যায় সবচেয়ে ছোটো এমন। ̃ লঘু, ̃ ল্প বিণ. সংখ্যায় অপেক্ষাকৃত কম, minority (স. প.)। 37)
সহি2, সই
(p. 820) sahi2, si বি. দস্তখত, স্বাক্ষর (সই করা, নামসহি); স্বাক্ষরের পরিবর্তে লিখন বা ছাপ (ঢেরাসই, টিপসই)। বিণ. স্বীকার্য (তাই সই)। [আ. সহীহ্]। ̃ সুপারিশ বি. সইযুক্ত সুপারিশ। 53)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535025
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730816
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943021
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883617
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us