Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লেখা1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লেখা1 এর বাংলা অর্থ হলো -

(p. 763) lēkhā1 বি. 1 লিখন; 2 রচনা (তাঁর প্রায় সব লেখাই আমি পড়েছি); 3 বিন্যস্ত অক্ষর (হাতের লেখা); 4 রেখা (চিত্রলেখা, পূর্বগগনের অরুণলেখা); 5 শ্রেণি (তরঙ্গ লেখা, ধূমলেখা); 6 চিহ্ন।
বিণ. লিখিত (তাঁর লেখা চিঠি, হাতে-লেখা পুঁথি)।
[সং. √ লিখ্ + অ + আ]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুতস্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠবয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
লাদা2
(p. 759) lādā2 ক্রি. ভার চাপানো, বোঝাই করা।[বাং. √ লাদ্ + আ]। ̃ ই বিণ. বোঝাই। 23)
লাইফ-বোট
লভ্য
লেটার
লক্ষ1
(p. 753) lakṣa1 বি. একশত সহস্র সংখ্যা, 1, সংখ্যা। বিণ. 1 শতসহস্র-সংখ্যক 2 বহু, অসংখ্য (লক্ষবার তাকে বারণ করেছি)। [সং. √ লক্ষ্ + অ]। ̃ .পতি বি. 1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; 2 ধনবান ব্যক্তি। লক্ষ লক্ষ বিণ. অসংখ্য। 19)
লাভ
(p. 760) lābha বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ̃ .জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ̃ .বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি। 2)
লেলানো
লুণ্ঠন
লক্ষ2
(p. 753) lakṣa2 ক্রি. দেখা (ব্যাপারটা ভালো করে লক্ষ করো)। [সং. √ লক্ষ্ + অ]। 20)
লগ্ন2
লব্জ
(p. 756) labja দ্র লব্জ। 10)
লয়-কারি
লাবণ
(p. 759) lābaṇa বিণ. 1 লবণসম্বন্ধীয়;। 2 নোনা, লবণাক্ত। [সং. লবণ + অ]। 30)
লাঙ্গুল
(p. 758) lāṅgula বি. লাঙ্গুল -এর মার্জিত রূপ। [সং. √ লঙ্গ্ + উল]। লাঙুলী (-লিন্), (চলিত) লাঙুলি বিণ. লেজবিশিষ্ট। বি. বাঁদর। 17)
লেড়কা
(p. 763) lēḍ়kā বি. বালক, ছেলে; পুত্রসন্তান। হি. লড়কা। স্ত্রী. লেড়কি।
লেবার
(p. 764) lēbāra বি. 1 শ্রম, খাটুনি; 2 শ্রমিক, মজুর (লেবার খাটানোই আমার কাজ)। [ইং. labour]। 16)
লুডো
(p. 760) luḍō বি সচ. কাগজের তৈরি ছকের উপর ঘন-আকৃতির ছক্কা নিয়ে খেলাবিশেষ। [ইং. ludo]। 79)
লীলা
(p. 760) līlā বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা')। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি। 64)
লক্ষণ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577941
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185734
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785828
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027083
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901176
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848155
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708635
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620330

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us