Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লেখনীয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লেখনীয় এর বাংলা অর্থ হলো -

(p. 763) lēkhanīẏa বিণ. 1 লিখতে হবে বা লেখা উচিত এমন, লিখিতব্য, লিখনযোগ্য; 2 লেখার বিষয়ীভূত।
[সং. √ লিখ্ + অনীয়]।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লঙ্ঘা
(p. 755) laṅghā ক্রি. (কাব্যে) লঙ্ঘন করা ('এক লম্ফে সাগর লঙ্ঘে')। [সং. √ লন্ঘ্ + বাং. আ]। 5)
লটর-পটর
লাল-বাতি
লোক
(p. 764) lōka বি. 1 মানুষ, ব্যক্তি (বহু লোক); 2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?); 3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্; 4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন; 5 জগত্, ভুবন (মর্ত্যলোক, 'অলোকলোকে জন্ম নেব': রবীন্দ্র)। [সং. √ লোক্ + অ]। ̃ .ক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি। ̃ .গাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত। ̃ .গীতি বি. পল্লিসংগীত। ̃ .চক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি। ̃ .চরিত্র বি. মানবপ্রকৃতি। ̃ .জন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল। ধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ। নাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা। নিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা। নিরুক্তি বি. সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া। পরম্পরা বি. পরপর বহুলোক, লোকের ক্রম বা ধারা, পুরুষানুক্রম। পাল রাজা ইন্দ্রাদি অষ্ট দিকপাল। পিতামহ বি. ব্রহ্মা। প্রবাদ বি. জনশ্রুতি। প্রসিদ্ধ বিণ. বিখ্যাত। বল বি. জনবল সাহায্যকারী ব্যক্তিগণ। বহির্ভূত, বাহ্য বিণ. মনুষ্যসমাজের বহির্ভূত, মানুষের মধ্যে দেখা যায় না এমন। ব্যবহার বি. সামাজিক রীতিনীতি। মান্য বিণ. সকলের কাছে সম্মানিত। যাত্রা বি. সংসারযাত্রা। লজ্জা, (প্রধানত কাব্যে) লাজ বি. জনসাধারণের কাছে লজ্জা। লশকর, লস্কর বি. সৈন্যবাহিনীসংশ্লিষ্ট লোকজন, অনুচরবর্গ। লীলা বিণ. ভবলীলা, জীবদ্দশা। লৌকতা বি. সামাজিকতা। শিক্ষা বি. (যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে) আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা। সংগীত বি. (মুলত গ্রামের) সর্বসাধারণের মধ্যে প্রচলিচ গান, folksong. সংস্কৃতি বি. পল্লিজীবনের সংস্কৃতি, গ্রামের সংস্কৃতি। সভা বি. গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচিত দেশের সর্বোচ্চ আইনসভা। সমাজ বি. মনুষ্যসমাজ, মনুষ্যজাতি। সাহিত্য বি. পল্লিজীবনকে অবলম্বন করে রচিত সাহিত্য। স্হিতি বি. মনুষ্যসমাজের স্হায়িত্ব সমাজবন্ধন। হাসা-হাসি বি. জনসাধারণ কর্তৃক উপহাস। হিত বি. মনুষ্যজাতির কল্যাণ। হিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী। লোক-সান বি. 1 ক্ষতি 2 যে দরে কেনা হয়েছে তার চেয়ে কম মূল্য গ্রহণ (লোকসান দিয়ে বিক্রি করা)। আ. নুক্সান। লোক-সানি বিণ. যাতে লোকসান স্বীকার করতে হয় এমন (লোকসানি কারবার)। লোকাকীর্ণ বিণ. জনাকীর্ণ, বহু লোকের ভিড়ে পূর্ণ (লোকাকীর্ণ সভাগৃহ)। সং. লোক + আকীর্ণ। লোকাচার বি. মনুষ্যসমাজের রীতিনীতি, সামাজিক প্রথা। সং. লোক + আচার। লোকাতীত বিণ. অলৌকিক, অসাধারণ, মনুষ্যলোকে বা মনুষ্যজগতে যা ঘটে না (লোকাতীত মহিমা)। সং. লোক + অতীত। লোকাধিক্য বি. লোকজনের আতিশয্য বা ভিড়। সং. লোক + আধিক্য। লোকান্তর বি. 1 ভিন্ন জগত্ 2 পরলোক (লোকান্তরগমন)। সং. লোক + অন্তর। লোকান্তরিত বিণ. অন্য জগতে বা পরলোকে গমন করেছে এমন, মৃত। স্ত্রী. লোকান্তরিতা। লোকাপ-বাদ বি. জনসাধারণ কর্তৃক নিন্দা, অপবাদ। সং. লোক + অপবাদ। লোকাভাব বি. 1 লোকজনের ঘাটতি 2 সাহায্য করার মতো লোকের অভাব। সং. লোক + অভাব। লোকায়ত বিণ. 1 চার্বাকের মতাবলম্বী, নাস্তিক 2 ধর্মনিরপেক্ষ 3 লৌকিক। বি. চার্বাকের মত, নাস্তিক্যবাদ। সং. লোক + আয়ত। লোকায়তিক বিণ. চার্বাকের মতাবলম্বী বা নাস্তিক। বি. চার্বাক। লোকারণ্য বি. বহু অসংখ্য লোকের সমাবেশ (লোকে লোকারণ্য)। সং. লোক + অরণ্য। লোকাল বিণ. আঞ্চলিক। ইং. local। লোকাল বোর্ড কয়েকটি সন্নিহিত গ্রামের উন্নতিকল্পে গ্রামের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ। লোকালয় বি. নগর গ্রাম প্রভৃতি যেখানে মানুষজন বাস করে জনপদ। সং. লোক + আলয়। লোকিত বিণ. দৃষ্ট, দেখা বা লক্ষ করা হয়েছে এমন (অবলোকিত)। সং. লোক্ + ত। লোকেশ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 নৃপতি, রাজা। সং. লোক + ঈশ। লোকেশ্বর-লোকেশ-এর অনুরূপ। লোকোক্তি বি. 1 লোককথা, জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনি লোকশ্রুতি, জনশ্রুতি। সং. লোক + উক্তি। লোকোত্তর বিণ. 1 অলৌকিক 2 অসাধারণ (লোকোত্তর পুরুষ, লোকোত্তর প্রতিভা)। সং. লোক + উত্তর। লোচন বি. চক্ষু, নয়ন, নেত্র। সং. লোচ্ + অন। লোচ্চা বিণ. লম্পট, দুশ্চরিত্র (লোচ্চা ছেলে)। ফা. লুচ্চা। লোটন বি. 1 ভূমিতে গড়াগড়ি দেওয়া 2 ঝুঁটিওয়ালা পায়রাবিশেষ, নোটোন 3 ঢিলা করে বাঁধা খোঁপা। সং. লুঠ্ + বাং. অন। লোটা 1 বি. ঘটি। হি. লোটা। কম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম। লোটা 2, লোটানো, লোড়া যথাক্রমে লুটা, লুটানোনোড়া-র রূপভেদ। লোড-শেডিং বি. বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিদ্যুত্শক্তির সাময়িক ক্রিয়ালোপ গতিশীল বিদ্যুত্প্রবাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকা। ইং. load-shedding। লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। সং. রুধ্ + অ, র। রেণু বি. লোধ্রগাছের ছালের গুঁড়ো, যা প্রাচীনকালে প্রসাধনীরূপে ব্যবহৃত হত। লোনা বিণ. লবণাক্ত (লোনা জল)। বি. 1 লবণের অংশ বা লবণজাতীয় উপাদান (লোনা ধরা, দেওয়ালে লোনা লাগা) 2 মাটিতে বা জলে লবণের আধিক্য (লোনায় স্বাস্হ্যহানি হওয়া)। বাং. লুন + আ। লোপ বি. 1 বিনাশ, ধ্বংস (বংশলোপ) 2 অবসান (চৈতন্যলোপ)। সং. লুপ্ + অ। প্রাপ্ত বিণ. লোপ পেয়েছে বা ধ্বংস হয়েছে এমন। লোপ্ত্র বি. লুটের মাল, চুরির ধন। সং. লুপ্ + ষ্ট্রন্। লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)। সং. লুপ্ত লুপত লোপাট। লোপাপত্তি বি. লোপাট হওয়া বা করা বিলুপ্তি। তু. লোপাট। লোফা ক্রি. বি. মাটিতে পড়ার আগেই শূন্য থেকে ধরে নেওয়া। সং. লুফ + বাং. আ। লুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়ালোফা। লোবান বি. ধুনোর মতো গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ। আ. লুবান। লোভ বি. 1 পাবার জন্য বা লাভ করার জন্য তীব্র বাসনা, লিপ্সা (ধনলোভ, খ্যাতির লোভ) 2 পরদ্রব্য আত্মসাত্ করার প্রবৃত্তি 3 বিষয়বাসনা (লোভ জয় করা)। সং. লুভ্ + অ। ন বি. 1 প্রলুব্ধ করা (করেছে আমার নয়ন লোভন রবীন্দ্র) 2 প্রলোভন। বিণ. লোভজনক, লুব্ধ করে এমন (নয়নলোভন রূপ, লোভন গন্ধ)। নীয় বিণ. লোভজনক স্পৃহণীয়। স্ত্রী. নীয়া। লোভা বিণ. 1 লোভনীয় 2 (আঞ্চ.) লোভী (লোভা ছেলে)। লোভাতুর বিণ. অতিশয় লোলুপ হয়েছে এমন, লোভপীড়িত। স্ত্রী. লোভাতুরা। লোভিত বিণ. প্রলোভিত, লুব্ধ করা হয়েছে এমন। লোভী (-ভিন্) বিণ. লোভযুক্ত, লোলুপ। লোভা বিণ. 1 (আঞ্চ.) লোভী 2 (সমাসের উত্তরপদে) মোহজনক, মুগ্ধকর (মনোলোভা)। ক্রি. (কাব্যে) লোভ করা (শৃগাল হইয়া... লোভিলি সিংহীরে মধু.) সং. লুভ্ + বাং. আ। লোভাতুর, লোভী দ্র লোভ। লোম (-মন্) বি. 1 কেশ, রোম মাথা ও মুখমণ্ডল ব্যাতীত দেহের অন্যান্য অবয়বের চুল 2 পশম। সং. লূ + মন্। কূপ, জ, ফোঁড়া, রাজি, হর্ষ, হর্ষক যথাক্রমে রোমকূপ, রোমজ, রোমফোঁড়া, রোমরাজি, রোমহর্ষরোমহর্ষক-এর অনুরূপ। দ্র রোম। লোমাবলি, লোমোদগম যথাক্রমে রোমাবলিরোমোদগম-এর অনুরূপ। লোর বি. (প্রা. কা.) অশ্রু, চোখের জল (নয়নকো লোর গো. দা.) সং. লোত্র। লোল বিণ. 1 চঞ্চল, বিলোল (লোল কটাক্ষ) 2 লকলকে (লোল রসনা) 3 লোলুপ, সতৃষ্ণ (লোল দৃষ্টি) 4 শিথিল, ঢিলা (লোলচর্ম) 5 (আঞ্চ.) লালা, থুতু। সং. লুড্ + অ। লোলা বিণ. লোল-এর স্ত্রীলিঙ্গে। বি. জিহ্বা। নোলা দ্র। চর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন। জিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে। জিহ্বা বি. চঞ্চল বা লকলকে জিহ্বা। দৃষ্টি বি. সতৃষ্ণ বা লোভার্ত চাহনি। লোলায়-মান বিণ. লকলক করছে এমন, দোলায়মান। লোলিত বিণ. 1 কম্পিত, আন্দোলিত 2 চঞ্চল 3 ঝুলে পড়েছে এমন। লোলুপ বিণ. লোভাতুর, অত্যন্ত লোভী বা লুব্ধ (লোলুপ রসনা, লোলুপ দৃষ্টি)। সং. লুপ্ + যঙ্লুক্ + অ। বি. তা। লোষ্ট্র বি. ঢিল, শক্ত মাটি ইট পাথর প্রভৃতির টুকরো। সং. লোষ্ট্র + র। লোহ 1 বি. লৌহ 2 সবরকমের ধাতুদ্রব্য 3 রক্ত (লোহসহ মিশি অশ্রুধারা আর্দিল মহীরে মধু.)। সং. লোহ + অ। লোহ 2 বি. (প্র. কা.) চোখের জল (চক্ষে বহে লোহ ঘ.)। সং. লোত্র। লোহা বি 1 ধূসর বা কালচে রঙের শক্ত অতিপ্রয়োজনীয় ধাতুবিশেষ, লৌহ 2 হিন্দু এয়োতির চিহ্নস্বরূপ স্ত্রীলোকের ধারণীয় লোহার বালা, নোয়া। সং. লোহ + বাং. আ। লোহার কার্তিক দ্র কার্তিক। লক্কড় বি. লোহা কাঠ ইত্যাদি জিনিসের সমষ্টি। র বি. 1 কর্মকার 2 লৌহব্যবসায়ী 3 পদবিবিশেষ। লোহার দ্র লোহা। লোহি বি. পশমি চাদরবিশেষ, লুই। হি.। লোহিত বিণ. লাল, রক্তবর্ণ। বি. লাল রং। সং. লোহ + ইত। ক বি. 1 পদ্মরাগমণি 2 মঙ্গলগ্রহ। কণা, কণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে। সাগর বি. আফ্রিকাএশিয়ার মধ্যবর্তী রেড সি, Red Sea. লোহিতাঙ্গ বি. মঙ্গলগ্রহ। লোহু বি. (কাব্যে) রক্ত। বিণ. লাল, রক্তবর্ণ। সং. লোহ্। লৌকতা বি. লৌকিকতা (লৌকলৌকতা)। সং. লৌকিকতা। লৌকিক বিণ. 1 মানুষ বা পৃথিবীসম্বন্ধীয় 2 সমাজে প্রচলিত (লৌকিক শিষ্টাচার) 3 বৈদিক বা শাস্ত্রিয় নয় অথচ জনসাধারণের স্বীকৃত (লৌকিক দেবতা, লৌকিক ব্রত) 4 মানবিক 5 সাধারণ 6 সামাজিক (লৌকিক রীতিনীতি)। সং. লোক + ইক। তা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান। লৌল্য বি. 1 লোলতা, লোলুপতা (রসনালৌল) 2 চাঞ্চল্য। সং. লোল + য। লৌহ বি. লোহা। বিণ. লোহার তৈরি (লৌহকপাট)। সং. লোহ + অ। কণ্টক বি. নোঙর। কার বি. কামার, কর্মকার। বর্ত্ম বি. রেল ট্রাম প্রভৃতির লোহার তৈরি লাইন। মল বি. মরচে, মরিচা, জং। লৌহিত্য বি. 1 রক্তিমা, লাল রং 2 ব্রহ্মপুত্র নদ। সং. লোহিত + য। ল্যাং বি. 1 পা 2 পায়ে পা লাগিয়ে ফেলে দেওয়ার কায়দা। তু. হি. টাঙ্গ, বাং. ঠ্যাং। ল্যাং মারা ক্রি. বি. 1 পায়ে পা লাগিয়ে অর্থাত্ নিজের পা দিয়ে অন্যের পা জড়িয়ে চলায় বাধা দেওয়া বা ফেলে দেওয়া 2 (আল.) বেকায়দায় ফেলা। ল্যাংচা 1 বি. লম্বা আকারের পানতুয়াবিশেষ। দেশি। ল্যাংচা 2 ক্রি. খুড়িয়ে হাঁটা। বিণ. খোঁড়া, খঞ্জ। সং. লঙ্গ + বাং. চা। নো ক্রি. বি. খোঁড়ানো, খুঁড়িয়ে হাঁটা। ল্যাংটা বিণ. উলঙ্গ, নগ্ন, ন্যাংটা। তু. সং. নগ্নাট।
লুটেরা, লুঠেরা, লুটেল, লুঠেল
(p. 760) luṭērā, luṭhērā, luṭēla, luṭhēla বিণ বি. লুণ্ঠনকারী, জোরপূর্বক অপহরণকারী; দস্যু। [সং. √ লুঠ্ + বাং. এরা, এল]। 75)
লুডো
(p. 760) luḍō বি সচ. কাগজের তৈরি ছকের উপর ঘন-আকৃতির ছক্কা নিয়ে খেলাবিশেষ। [ইং. ludo]। 79)
লস্সি, লস্যি
(p. 757) lassi, lasyi বি. ঘোল চিনি বরফ প্রভৃতি দিয়ে তৈরি গ্রীষ্মের পানীয়বিশেষ। [হি. লস্সী]। 8)
লক আউট
(p. 753) laka āuṭa বি. তালাবন্ধ; কারখানা ইত্যাদি বন্ধ বা বন্ধ ঘোষণা। [ইং. lockout]। 7)
ল্যাঙট
লাগি, লাগিয়া
(p. 758) lāgi, lāgiẏā অনু. (কাব্যে) 1 জন্য ('সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু': চণ্ডী); 2 তরে ('কার লাগি হয়েছে বিরাগী': নজরুল)।[বাং. লাগ + ই, ইয়া প্রাকৃ. লগ্গই]। 12)
লালন
(p. 760) lālana বি. সযত্নে পালন (অতিলালনের ফলেই ছেলেটা নষ্ট হয়েছে)। [সং. √ লল্ + অন]। ̃ .পালন বি. প্রতিপালন। 13)
লাট৩
(p. 759) lāṭa3 বি. (বিরল) স্তম্ভ (অশোকলাট)।[হি. লাঠ্]। 12)
লক্ষপতি
(p. 753) lakṣapati দ্র লক্ষ1। 24)
লাইট
(p. 757) lāiṭa বি. 1 বাতি; 2 বৈদ্যুতিক বাতি। [ইং. light]। ̃ .হাউস বি. সমুদ্রে নাবিকদের সাহায্যের জন্য বা পথনির্দেশের জন্য বাতিঘর। 24)
লকার2
লাল-মোহন
লক্ষ2
(p. 753) lakṣa2 ক্রি. দেখা (ব্যাপারটা ভালো করে লক্ষ করো)। [সং. √ লক্ষ্ + অ]। 20)
লালায়িত
লেচি
(p. 763) lēci বি. লুচি পুরি প্রভৃতি বেলবার জন্য তৈরী জল দিয়ে মাখা আটা বা ময়দার ডেলা। [হি. লচ্ছী]। 19)
ললত্
(p. 756) lalat বিণ. 1 (বিরল) কম্পমান; 2 দোলায়মান; 3 লেহনকারী (তু. ললজ্জিহ্ব-কুকুর)। [সং. √ লড্ (লল্) + অত্]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534939
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140482
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730701
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696670
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us