Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিক্ষিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজ্ঞ
(p. 8) ajña বিণ. 1 যে জানে না, যার জ্ঞান নেই, অজ্ঞান; 2 মূর্খ, অশিক্ষিত। [সং. ন+√ জ্ঞা+অ]। ̃ তা বি. মূর্খতা, জ্ঞানের অভাব। অজ্ঞতা-প্রসূত বিণ. যা না জেনে করা হয়েছে, অজ্ঞতা বা জ্ঞানের অভাব থেকে সৃষ্ট। অজ্ঞতা-মূলক বিণ. মূর্খতা বা অজ্ঞতা থেকে উত্পন্ন। 130)
অজ্ঞান
(p. 8) ajñāna বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ̃ তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ̃ কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ̃ তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ̃ বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে। 132)
অনুপ-দিষ্ট
(p. 28) anupa-diṣṭa বিণ. 1 উপদেশ দেওয়া হয়নি বা পায়নি এমন; 2 অশিক্ষিত। [সং. ন + উপদিষ্ট]। বি. অনুপ-দেশ। 28)
অব্যুত্-পন্ন
(p. 50) abyut-panna 1 ব্যুত্পন্ন নয় এমন অর্থাত্ ব্যুত্পত্তিহীন (অব্যুত্পন্ন শব্দ); 2 পাণ্ডিত্যহীন; অশিক্ষিত। [সং. ন+ + ব্যুত্পন্ন]। 41)
অশিক্ষা
(p. 66) aśikṣā বি. শিক্ষার অভাব; লেখাপড়া অভাব; কুশিক্ষা। [সং. ন + শিক্ষা]। অশিক্ষিত বিণ. 1 শিক্ষা পায়নি এমন; বিদ্যাহীন; লেখাপড়া করেনি এমন; 2 মূর্খ; 3 দক্ষতা নেই এমন, অদক্ষ, অপটু। স্ত্রী. অশিক্ষিতা। অশিক্ষিত পটুত্ব বি. যথাবিধি শিক্ষাপ্রাপ্ত না হয়েও কোনো বিষয়ে নৈপুন্য। 3)
অহল্যা1
(p. 75) ahalyā1 বি. 1 পুরাণোক্ত গৌতমমুনির পত্নী, রামচন্দ্রের চরণস্পর্শে যাঁর শাপমুক্তি ঘটেছিল; 2 মারাঠা রাজা মলহর রাও হোলকারের পুত্রবধূ, যিনি সুশিক্ষিতা, দানশীলা ও রাজ্য পরিচালনায় অসীম দক্ষতাসম্পন্না। [সং. ন + হল্যা (=বিরূপা)]। 22)
আনাড়ি, (বর্জি.) আনাড়ী
(p. 94) ānāḍ়i, (barji.) ānāḍ়ī বিণ. অপটু; অনভিজ্ঞ, অশিক্ষিত; মূর্খ, অজ্ঞ। [হি. অনাড়ী]। 20)
আপড়া
(p. 95) āpaḍ়ā বিণ. 1 পড়া হয়নি এমন, অপঠিত, unread; 2 অশিক্ষিত ('আপড়া পো সভায় নিয়ে থো')। [বাং. অ + পড়া2]। 40)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কৃতাত্মা
(p. 204) kṛtātmā (-ত্মন্) বিণ. শুদ্ধিচিত্ত; শুদ্ধান্তঃকরণ; শিক্ষিতচিত্ত।[সং. কৃত + আত্মন]। 3)
কৃতাস্ত্র
(p. 204) kṛtāstra বিণ. অস্ত্রচালনা শিখেছে এমন।[সং. কৃত (=শিক্ষিত) + অস্ত্র]। 8)
কোয়াক
(p. 210) kōẏāka বি. 1 হাতুড়ে ডাক্তার; 2 অশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কারিগর বা মিস্ত্রী। [ইং. quack]। 31)
গড়া2
(p. 236) gaḍ়ā2 ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্হাপন করা (স্কুল গড়া)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ বাং. √গঠ্ √গড়্ + আ]। ̃ নো ক্রি. অপরের দ্বারা গড়া। বিণ. বি. উক্ত অর্থে। 38)
গেঁয়ে, গেঁয়ো
(p. 256) gēm̐ẏē, gēm̐ẏō বিণ. 1 গ্রাম্য; 2 গ্রামবিষয়ক; 3 গ্রামবাসী; 4 অশিক্ষিত ও অমার্জিত (গেঁয়ো স্বভাব, গেঁয়ো চালচলন)। [বাং. গাঁ + ইয়া এ, উয়া ও]। 17)
গোঁয়ার
(p. 256) gōm̐ẏāra বিণ. 1 একগুঁয়ে, জেদি; 2 হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন; 3 দুঃসাহসী; 4 অশিক্ষিত, অমার্জিত। [বাং. গাঁও + আর-তু. হি. গমার]। ̃ গোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী। ̃ তুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ। কাঠ-গোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে। 58)
গোলা৩
(p. 256) gōlā3 বিণ. অশিক্ষিত, একেবারে সাধারণ, বৈশিষ্ট্যহীন (গোলা লোক, গোলা পায়রা)। [ফা. গোল (দল, ভিড়) + বাং. আ]। 150)
চাষ2
(p. 281) cāṣa2 বি. 1 ভূমিকর্ষণ, কৃষিকর্ম; 2 উত্পাদন (মাছের চাষ); 3 চর্চা, অনুশীলন (বুদ্ধির চাষ)। [সং. √চষ্ + অ]। ̃ বাস বি. কৃষিকাজ। চাষা বি. 1 কৃষক; 2 মূর্খ, অভদ্র বা অমার্জিত লোক (চাষার মতো কথাবার্তা)। চাষাড়ে বিণ. 1 চাষার তূল্য; 2 অসভ্য; অশিক্ষিত বা অমার্জিত; 3 গোঁয়ার; গ্রাম্য। চাষা-ভুষা, (কথ্য) চাষা-ভুষো, চাষা-ভুসো বি. চাষা এবং ওই শ্রেণির লোক; অশিক্ষিত ও দরিদ্র গ্রাম্য লোক। চাষি বি. কৃষক, কৃষিজীবী। 184)
নিরক্ষর
(p. 461) nirakṣara বিণ. অক্ষরজ্ঞানহীন, বর্ণপরিচয়হীন, সম্পূর্ণ অশিক্ষিত (নিরক্ষর লোককে সাক্ষর করা)। [সং. নির্ (নিঃ) + অক্ষর]। বি. ̃ তা। 124)
বিতরি-বত
(p. 633) bitari-bata বিণ. 1 অশিক্ষিত; 2 কুশিক্ষাপ্রাপ্ত; 3 অভদ্র; 4 আদব-কায়দা জানে না এমন। [ফা. বে + বাং. তরিবত ফা. তরবীয়ত্]। 169)
বিদুষী
(p. 614) biduṣī বিণ. বি. উচ্চশিক্ষিতা; বিদ্যাবতী নারী। [সং. বিদ্বস্ + ঈ]। 22)
বিদ্বান, (বর্জি.) বিদ্বান্
(p. 614) bidbāna, (barji.) bidbān (-দ্বস্) বিণ. বি. 1 পণ্ডিত, সুশিক্ষিত; 2 জ্ঞানী। [সং. √ বিদ্ + বস্]। বিণ. (স্ত্রী.) বিদূষী। 35)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বিনীত
(p. 618) binīta বিণ. 1 বিনয়যুক্ত, বিনম্র (বিনীত অনুরোধ); 2 শান্ত; 3 সংযত (বিনীত আচরণ); 4 শিক্ষিত ('বনের অবিনীত পশু')। [সং. বি + √ নী + ত]। স্ত্রী. বিনীতা। 14)
মাষ্টার
(p. 703) māṣṭāra বি. 1 শিক্ষক বা গৃহশিক্ষক (ছেলের মাষ্টার এসেছে); 2 দক্ষ কারিগর, শিল্পী ইত্যাদি; 3 অধ্যক্ষ (পোস্টমাষ্টার, স্টেশনমাষ্টার)। [ইং. master]। তু. মাস্টার। ̃ নি বি. (স্ত্রী.) গৃহশিক্ষিকা। 23)
মূর্খ
(p. 712) mūrkha বিণ. 1 বোকা, নির্বোধ, বুদ্ধিহীন; 2 অশিক্ষিত; 3 অনভিজ্ঞ, অজ্ঞ। [সং. √ মূহ্ + খ]। স্ত্রী. মূর্খা। বি. ̃ তা। মুর্খামি বি. বোকামি, মূর্খতা। 69)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535108
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140613
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730922
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943110
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us