Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শোভাময় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খাস-গেলাস
(p. 229) khāsa-gēlāsa বি. 1 অভ্র থেকে প্রস্তুত কাচবিশেষ; 2 উক্ত কাচ থেকে গেলাসের আকারে তৈরি শোভাযাত্রাদিতে ব্যবহৃত বাতিদান। [ইং. cutglass]। 10)
গুল-জার
(p. 253) gula-jāra বিণ. 1 শোভাময়, জাঁকজমকপূর্ণ; 2 সরগরম, জমজমাট (নরক গুলজার)। [সং. গুলজার]। 38)
জাঁকা
(p. 320) jān̐kā ক্রি. 1 জমকালো হওয়া; 2 চেপে বসা (জেঁকে বসেছে); 3 এঁটে ধরা। বি. উক্ত সব অর্থে। [বাং. জাঁক + আ]। ̃ নো ক্রি. বি. শোভিত করা, শোভামণ্ডিত করা; 2 জমকালো হওয়া। বিণ. জমকালো, সরগরম; গুলজার। বি. জমকালো ভাব বা অবস্হা। 4)
তকত-নামা, তক্ত-নামা, তখত-নামা
(p. 363) takata-nāmā, takta-nāmā, takhata-nāmā বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]। 12)
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
দীপক
(p. 408) dīpaka বিণ. 1 শোভাকর, দীপ্তিদায়ক; 2 প্রজ্বালক; 3 উদ্দীপক, উত্তেজক; 4 প্রকাশক, প্রকাশিত করে এমন। বি. 1 প্রদীপ (রঘুকুলদীপক); 2 সংগীতের রাগবিশেষ। [সং. √ দীপ্ + অক]। 56)
দীপ্তি
(p. 408) dīpti বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা। [সং. √ দীপ্ + তি]। ̃ মান (মত্), (বর্জি.) ̃ মান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী ̃ মতী। ̃ হীন বিণ. দীপ্তি নেই এমন ('কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে': রবীন্দ্র)। দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল। 68)
প্রসাধন
(p. 552) prasādhana বি. 1 অঙ্গসজ্জাসম্পাদন, অঙ্গশোভাবর্ধন; 2 অলংকরণ; 3 বেশবিন্যাস; 4 চিত্রণ; 5 সুষ্ঠুভাবে বা প্রকৃষ্টভাবে সম্পাদন; 6 অঙ্গরাগ, অঙ্গশোভার উপকরণ। [সং. প্র + √ সাধ্ + অন]। প্রসাধক বিণ. প্রসাধনকারী। স্ত্রী. প্রসাধিকা। প্রসাধনী বি. 1 অঙ্গরাগ; প্রসাধনদ্রব্য; 2 চিরুনি। প্রসাধিত বিণ. প্রসাধন বা সম্পাদন করা হয়েছে এমন; সজ্জিত, সজ্জীকৃত। 8)
বর্ধন
(p. 580) bardhana বি. 1 বৃদ্ধিকরণ বা বৃদ্ধি (আনন্দবর্ধন করা, শোভা বর্ধন করা); 2 উন্নতি; 3 বৃদ্ধিপ্রাপ্তি। বিণ. বৃদ্ধিজনক, বৃদ্ধিকর (গৌরববর্ধন কার্য)। [সং. √ বর্ধি + অন]। বর্ধক বিণ. 1 বর্ধনকারী (শোভাবর্ধক); 2 ছেদক, ছেদনকারী। বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)। বর্ধিত বিণ. বাড়ানো হয়েছে এমন (বর্ধিত আয়)। 125)
বাহার
(p. 605) bāhāra বি. 1 শোভা, সৌন্দর্য, মনোহারিতা (শাড়ির বাহার, পোশাকের বাহার); 2 সংগীতের রাগিণীবিশেষ। [ফা. বহার্]। বাহারি বিণ. 1 সুন্দর, শোভাময়, মনোহর (বাহারি শাড়ি); 2 জমকালো, চটকদার (বাহারি রং)। বাহারে বিণ. সুন্দর; জমকালো। 42)
মিছিল
(p. 704) michila বি. 1 শোভাযাত্রা, কোনো উদ্দেশ্যে বহু লোকের পঙ্ক্তিবদ্ধভাবে কোনো দিকে যাওয়া; 2 (আদা. মোকদ্দমা বা তত্সংক্রান্ত নথিপত্র) [আ. মিস্ল]। 22)
যশোগাথা, যশোগান, যশোদগীতি, যশোদা, যশোভাক, যশোভাগ্য, যশোমতী, যশোলিপ্সা, যশোহানি
(p. 723) yaśōgāthā, yaśōgāna, yaśōdagīti, yaśōdā, yaśōbhāka, yaśōbhāgya, yaśōmatī, yaśōlipsā, yaśōhāni দ্র যশ। 51)
যাত্রা
(p. 726) yātrā বি. 1 গমন (তীর্থযাত্রা, পদযাত্রা); 2 প্রস্হান, নির্গমন, রওনা (বাড়ি থেকে যাত্রা করা); 3 অতিবাহন, যাপন, নির্বাহ (জীবনযাত্রা, সংসারযাত্রা); 4 দেবতার উত্সববিশেষ (ঝুলনযাত্রা, দোলযাত্রা); 5 (বাং.) দৃশ্যপটহীন চারদিক খোলা মঞ্চে নাটকাভিনয়বিশেষ (যাত্রার দল); 6 দফা, বার (এ যাত্রা বেঁচে গেলে); 7 মিছিল (শোভাযাত্রা)। [সং. √ যা + ত্র + আ]। ̃ .বদল বি. যে-স্হান থেকে যাত্রা আরম্ভ হয়েছিল সেইস্হানে ফিরে এসে নতুন করে যাত্রারম্ভ। 17)
রেসালা
(p. 749) rēsālā বি. 1 অশ্বারোহী সৈন্য; 2 (বাং.) বিবাহাদিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী। [আ. রিসালা]। 27)
লসিত
(p. 757) lasita বিণ. শোভিত, দীপ্ত, শোভাযুক্ত ('লসিত সুন্দর সর্ব গাত্র': জ্ঞান.) [সং. √ লস্ + ত]। 9)
শজিনা, (কথ্য) শজনে
(p. 769) śajinā, (kathya) śajanē বি. সরু ও লম্বা ফলযুক্ত বড়ো গাছবিশেষ, যার ফল ভোজ্য ডাঁটা হিসাবে ব্যবহৃত হয়। [সং. শোভাঞ্জন]। ̃ খাড়া বি. তরকারিরূপে ব্যবহৃত শজনে গাছের ফলরূপ ডাঁটা। 11)
শোভন
(p. 784) śōbhana বিণ. 1 সুন্দর, সুদৃশ্য, উপযুক্ত (শোভন আকৃতি, উক্তি বা আচরণ); 2 মানায় বা ভালো দেখায় এমন, শোভাজনক। [সং. √ শুভ্ + অন]। স্ত্রী. শোভনা। বি. ̃ তা যোগ্যতা, রমণীয়তা (শোভনতা রক্ষা করা)। 54)
শোভা
(p. 784) śōbhā বি. 1 সৌন্দর্য, কান্তি, বাহার; 2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ। [সং. √ শুভ্ + অ + আ]। শোভা পাওয়া ক্রি. বি. 1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা; 2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না); 3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)। ̃ কর বিণ. শোভাদায়ক। ̃ ঞ্জন বি. শজনেগাছ। ̃ ন্তরী অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ। ̃ ময় বিণ. শোভাপূর্ণ। স্ত্রী. ̃ ময়ী। ̃ যাত্রা বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল। ̃ যাত্রী (-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী। ̃ শূন্য, ̃ হীন বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য। শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত। স্ত্রী. শোভিতা। শোভী (-ভিন্) বিণ. 1 শোভাদানকারী; 2 শোভাযুক্ত, সুন্দর। স্ত্রী. শোভিনী। শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া ('লঙ্কাপুরী শোভিল সম্মুখে': মধু.)। 57)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
সংযাত্রা
(p. 795) saṃyātrā বি. 1 দলবদ্ধভাবে যাত্রা; 2 শোভাযাত্রা। [সং. সম্ + যাত্রা]। সংযাত্রিক, সংযাত্রী বিণ. 1 অনুগামী; 2 শোভাযাত্রাকারী। 18)
সমুদ্ভাসিত
(p. 814) samudbhāsita বিণ. সম্যক উদ্ভাসিত বা আলোকিত, উজ্জ্বলীকৃত। [সং. সম্ + উদ্ভাসিত]। সমুদ্ভাসন বি. দীপ্তি; শোভাধারণ। 23)
সু
(p. 834) su অব্য. শুভ সুন্দর মধুর উত্কৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। বিণ. ভালো (সুমতি, সুরুপা)। বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কুর দ্বন্দ্ব)। [সং.]। ̃ কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ̃ কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ̃ কবি বি. উত্কৃষ্ট কবি। ̃ কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ̃ কর্ম বি. 1 সত্কাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ̃ কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্হিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ̃ কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ̃ কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ̃ কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ̃ কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। বি. নবমল্লিকা। ̃ কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সত্কর্মের অনুষ্ঠাতা। বি. সুকৃতি। ̃ কৃত্ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সত্কর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ̃ কৃতি বি. 1 সত্কর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ̃ কৃতী (-তিন্) সুকৃত্ এর অনুরূপ। ̃ কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ̃ কেশা, (বাং.) &tilde কেশিনী। ˜ কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ̃ কৌশলে ক্রি-বিণ. চমত্কার কৌশলের দ্বারা। ̃ ক্রিয়া বি. সত্কর্ম, পুণ্য। ̃ খ্যাতি বি. প্রশংসা; যশ। ̃ গঠন বিণ. সুগঠিত। বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ̃ গঠনা। ̃ গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ̃ গত বিণ. সুন্দর গতিযুক্ত। বি. বুদ্ধদেব। ̃ গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ̃ গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধ-বহ বি. বায়ু। ̃ গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ̃ গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ̃ গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ̃ গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ̃ গম, ̃ গম্য বিণ. 1 (পথাদিসম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ̃ গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ̃ গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ̃ গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ̃ গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ̃ গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ̃ গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ̃ গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ̃ চন্দন বি. উত্কৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। বি. উত্তম চরিত্র; সত্ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ̃ চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ̃ চরিতাসু। ̃ চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ̃ চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ̃ চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ̃ চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ̃ চির বিণ. অতি দীর্ঘস্হায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। বি. সুদীর্ঘ কাল। ̃ চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ̃ ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। বি. সুন্দর ছাঁদ বা গঠন। ̃ জন বি. সত্ লোক; সজ্জন। ̃ জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ̃ জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাত্ জারজ নয়। স্ত্রী. ̃ জাতা। ̃ জেয় বিণ. সহজে জয়সাধ্য। ̃ ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ̃ ডোল, ̃ ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ̃ তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ̃ তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ̃ তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ̃ তার বিণ. সুস্বাদু। বি. উত্তম স্বাদ। ̃ তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ̃ তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ̃ তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ̃ দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ̃ দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ̃ দক্ষিণা। ̃ দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ̃ দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। বি. সুন্দর দাঁত। ̃ দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। বি. বিষ্ণুর চক্র। ̃ দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ̃ দুশ্চর বিণ. অতি দুর্গম। ̃ দূর, ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্হান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ̃ দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাত্ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ̃ দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ̃ দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ̃ দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ̃ দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ̃ ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ̃ নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ̃ নয়না, (বাং.) ̃ নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ̃ নয়ন। ̃ নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। বি. মৈনাক পর্বত। ̃ নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ̃ নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ̃ নিপুণা। ̃ নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্হা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ̃ নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ̃ নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্হিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ̃ নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। বিণ. (বাং.) সুনিশ্চিত। ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ̃ নীতি বি. উত্কৃষ্ট নীতি। বিণ. (বিরল) উত্কৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ̃ নীল বি. বিণ. চমত্কার বা গাঢ় নীল। ̃ নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ̃ পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ̃ পথ বি. উত্তম বা সত্ পথ। ̃ পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ̃ পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ̃ পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ̃ পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ̃ প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ̃ পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ̃ পাত্রী। ̃ পুত্র বি. গুণবান ছেলে। ̃ পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ̃ প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ̃ প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তানপ্রসবকারিণী। ̃ প্রতিষ্ঠ, ̃ প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্হাপিত। ̃ প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ̃ প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ̃ প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ̃ প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ̃ প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ̃ প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ̃ প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ̃ প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ̃ প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ̃ প্রসিদ্ধা। ̃ প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ̃ প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ̃ প্রিয়া। ̃ ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ̃ ফল-দায়ক, ̃ ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ̃ ফলা উত্তম ফলপ্রসবিনী। বি. কলা। ̃ বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ̃ বদনা, (বাং.) ̃ বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ̃ বদন। ̃ বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্হা। ̃ বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ̃ বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ̃ বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ̃ বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। বি. তেমন ব্যক্তি বা বিচারক। ̃ বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ̃ বিধান, ̃ বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ বিনয় বি. যথোচিত বিনয়। ̃ বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ̃ বিনীতা। ̃ বিন্যস্ত বিণ. যথাস্হানে সুন্দরভাবে স্হাপিত বা সজ্জিত। ̃ বিন্যাস বি. যথাস্হানে সুন্দরভাবে স্হাপন করা বা সাজানো। ̃ বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ̃ বিপুলা। ̃ বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ̃ বিশাল বিণ. অতি বিশাল। ̃ বিস্তীর্ণ, ̃ বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ̃ বিহিত বিণ. সঠিক ব্যবস্হার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। বি. উত্তম ব্যবস্হা বা প্রতিকার। ̃ বুদ্ধি বি. সত্ বুদ্ধি, সুমতি। বিণ. সত্ বুদ্ধিযুক্ত। ̃ বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাত্, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ̃ বৃহত্ বিণ. অতি বৃহত্, মস্ত বড়ো, প্রকাণ্ড। ̃ বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ̃ বেশা। ̃ বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গোবেচারা। বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ̃ বোধ্য বিণ. সহজে বোধগম্য। ̃ ব্যবস্হা বি. উত্কৃষ্ট ব্যবস্হা। ̃ ব্যবস্হিত বিণ. উত্কৃষ্ট ব্যবস্হাযুক্ত। ̃ ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ̃ ব্রতা। ̃ ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ̃ ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সত্ ব্রাহ্মণ। ̃ ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ̃ ভগা - সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ̃ ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ̃ ভদ্র। ̃ ভাষ বি. সুবচন। ̃ ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ̃ ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ ভিক্ষ বিণ. (স্হানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাত্ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ̃ মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ̃ মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ̃ মধুর বিণ. অতি মধুর। ̃ মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ̃ মন বি. ফুল। ̃ মনা বিণ. জ্ঞানবান; মহত্, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ̃ মন্ত্রণা বি. উত্তম বা সত্পরামর্শ। ̃ মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ̃ মহত্, ̃ মহান বিণ. অতি মহত্। স্ত্রী. ̃ মহতী। ̃ মিষ্ট বিণ. অতিমিষ্ট। ̃ মেধা (-ধস্) বিণ. উত্কৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ̃ যুক্তি বি. উত্তম পরামর্শ। ̃ যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ̃ যোগ্যা। ̃ রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ̃ রক্ষিতা। ̃ রঙ্গী বিণ. চমত্কার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ̃ রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ̃ রঞ্জিতা। ̃ রব বি. মধুর ধ্বনি। ̃ রম্য বিণ. অতি রমণীয়। ̃ রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। বি. মিষ্টি রস বা স্বাদ। ̃ রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ̃ রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ̃ রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ̃ রসিকা। ̃ রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। বিণ. সুরুচুসম্পন্ন। ̃ রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ̃ রূপা। ̃ লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ̃ লক্ষণা। ̃ লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ̃ লোচন। ̃ লোহিত বিণ. গাঢ় লাল। ̃ শাসক বিণ. বি. সুশাসনকারী। ̃ শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ̃ শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ̃ শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ̃ শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ̃ শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ̃ শিক্ষিতা। ̃ শীতল বিণ. অতিশয় শীতল; যেরকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ̃ শীল বিণ. সত্স্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ̃ শীলা। ̃ শৃঙ্খল বিণ. সুব্যবস্হাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ̃ শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্হা বা নিয়ম। ̃ শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ̃ শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ̃ শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ̃ শোভিতা। ̃ শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ̃ শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ̃ সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ̃ সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ̃ সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ̃ সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ̃ সংবৃতা। ̃ সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ̃ সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ̃ সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ̃ সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ̃ সজ্জিতা। ̃ সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ̃ সভ্যা। ̃ সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ̃ সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ̃ সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ̃ সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ̃ সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ̃ সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ̃ সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ̃ সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ̃ স্হিত বিণ. 1 সুস্হ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্হিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্হা সুস্হিত নয়)। ̃ স্হির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্হ; 3 স্হিরীভূত (সুস্হির পরিবেশ)। ̃ স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ̃ স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ̃ স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ̃ স্মিতা। ̃ স্বন বি. মধুর ধ্বনি। ̃ স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ̃ স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ̃ স্বাদ বি. উত্তম স্বাদ। বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ̃ স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ̃ হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ̃ হাসিনী। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us