Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্যাম]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ক্রসিং
(p. 215) krasi বি. 1 দুটি বা ততোধিক পথের সংযোগস্হল (শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিং); 2 কোনো স্হানে দুই দিক থেকে দুটি রেলগাড়ির সাক্ষাত্ এবং একটি কর্তৃক অপরটিকে আগে রওনা করে দেবার ব্যবস্হা। [ইং. crossing]। 8)
অকীক
(p. 3) akīka বি. ঈষত্ নীলাভ, ঈষত্ শ্বেতাভ শ্যামল পাণ্ডুবর্ণ মূল্যবান ভারতীয় প্রস্তরবিশেষ, agate (বি.প.)। 11)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
অসিত
(p. 72) asita বি. কৃষ্ণবর্ণ, কালো রং। বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের; শ্যামল। [সং. ন + সিত]। স্ত্রী. অসিতা। ̃ নয়ন বিণ. কালো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ নয়না। অসিতাঙ্গ বিণ. কৃষ্ণাঙ্গ, কৃষ্ণবর্ণ দেহবিশিষ্ট, শ্যামাঙ্গ। স্ত্রী. অসিতাঙ্গী। অসিতাপাঙ্গ বিণ. কৃষ্ণবর্ণ নেত্রপ্রান্তবিশিষ্ট; চোখ বা চোখের প্রান্ত কালো এমন। স্ত্রী. অসিতাপাঙ্গী। 9)
এবং
(p. 148) ēba অব্য. (মূল সং. অর্থ) এই, এইপ্রকার, এমন (এবংবিধ, এবম্প্রকার); (বাং.) আর, অধিকন্তু (সচ. দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ ও বাক্যের মধ্যে সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয় (সে পরীক্ষায় পাশ করেছে এবং বৃত্তি পেয়েছে; রাম এবং শ্যাম; রামের ছেলে এবং শ্যামের ছেলে)। [সং. এবম্]। এবংবিধ, এবম্প্রকার বিণ. এইরকম (এবংবিধ ঘটনাবলি)। 6)
ও৩
(p. 152) ō3 অব্য. 1 আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ); 2 অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো); 3 মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)। [ফা. ঊঅ]। 4)
কতেক
(p. 160) katēka বিণ. কত ('কতেক মধু শ্যাম নামে আছে গো' চণ্ডী)। তু. যতেক। [বাং. কত + এক]। 7)
কাজল
(p. 178) kājala বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল প্রা. কজ্জল]। ̃ লতা বি. কাজল তৈরি করবার ও রাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ। 22)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
চিকন1, (বর্জি.) চিকণ
(p. 281) cikana1, (barji.) cikaṇa বিণ. 1 চকচকে, উজ্জ্বল ('চিকণ বরণী: চণ্ডী); 2 মসৃণ; 3 স্নিগ্ধ, সুশ্রী, সুন্দর (চিকনকালা)। [সং. চিক্কণ]। ̃ কালা বি. শ্রীকৃষ্ণ, শ্যামসুন্দর। 198)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
জম্বু
(p. 312) jambu বি. 1 জাম বা জামগাছ ('জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত': রবীন্দ্র); 2 পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম, এশিয়া মহাদেশ; 3 সুমেরু পর্বতের নদীবিশেষ। [সং. √ জম্ + উ, ব্ আগম]। ̃ দ্বীপ বি. পৌরাণিক দ্বীপবিশেষ, পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। 118)
তিলক-শ্যাম
(p. 375) tilaka-śyāma বি. ভারতীয় মার্গসংগীতের মিশ্র রাগবিশেষ। [সং. তিলক + শ্যাম]। 151)
তুঁ, তুঁহুঁ, তঁহু
(p. 375) tu, n̐tum̐hu, n̐tam̐hu সর্ব. (ব্রজ.) তুমি; (আদরে) তুই ('মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান': রবীন্দ্র)। [হি.]। 173)
তুয়া
(p. 375) tuẏā সর্ব. (ব্রজ. প্রা. বাং.) 1 তুমি ('নিপট কপট তুয়া শ্যাম': অ. দ.); 2 তোমাকে ('জীবনে মরণে তুয়া পাব': চণ্ডী.); 3 তোমার ('তুয়া অনুরূপ' এক পট লিখিয়া': যদু)। [সং. ত্বম্, তব]। 201)
দূর্বা
(p. 416) dūrbā বি. ছোটো ঘাসবিশেষ। [সং. √ দূর্ব্ + অ + আ (স্ত্রী.)]। ̃ দল বি. দূর্বাঘাসের পাতা। ̃ দল-শ্যাম বিণ. দূর্বাঘাসের পাতার মতো শ্যামবর্ণযুক্ত। ̃ ষ্টমী বি. ভাদ্র মাসের শুক্লাষ্টমী।
দেওয়ালি
(p. 419) dēōẏāli বি. দীপালি, দীপান্বিতা, কালীপূজার রাত্রে দীপ জ্বেলে সাজানোর উত্সব। [সং. দীপালি, দীপাবলি]। দেওয়ালি পোকা দেওয়ালির সময় আলোয় পড়ে পুড়ে মরে এমন পতঙ্গবিশেষ, শ্যামাপোকা। 6)
ধূসর
(p. 439) dhūsara বি. ঈষত্ পাংশুবর্ণ, ছাই রং। বিণ. 1 পাংশুল, পাঁশুটে, ছাইরঙা (ধূসর মাটি); 2 অনুজ্জ্বল; বৈচিত্র্যহীন ('ধূসর জীবনের গোধূলিতে': রবীন্দ্র)। [সং. ধূ + সর]। ধূসরিত বিণ. ধূসর হয়েছে এমন। ধূসরিমা (-মন্) বি. ধূসরতা; ধূসর বর্ণ ('এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়': রবীন্দ্র)। 40)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নিপট1
(p. 461) nipaṭa1 বিণ. বিণ-বিণ. অত্যন্ত, নিতান্ত, নিশ্চিত ('নিপট কপট তুয়া শ্যাম')। [হি. নিপট]। 44)
প্রবাল
(p. 548) prabāla বি. 1 সামুদ্রিক কীটবিশেষ থেকে জাত লালরঙের রত্ন, পলা; 2 উক্ত কীটের অস্হি ('নীলের কোলে শ্যামল সে দ্বীপ, প্রবাল দিয়ে ঘেরা': রবীন্দ্র); 3 কিশলয়, অঙ্কুর। [সং. প্র + √ বল্ + অ]। ̃ কীট বি. সামুদ্রিক কীটবিশেষ। ̃ দ্বীপ বি. প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি দ্বীপ। ̃ প্রাচীর বি. সমুদ্রের মধ্যে প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি প্রাচীর, coral reef. ̃ ফল বি. রক্তচন্দন। 6)
প্রাবৃট, (বর্জি.) প্রাবৃট্
(p. 554) prābṛṭa, (barji.) prābṛṭ (-বৃষ্) বি. বর্ষাকাল ('প্রাবৃটের নবঘনশ্যাম': মো. ম.)। [সং. প্র + √ বৃষ্ + ক্বিপ্]। প্রাবৃষিক, প্রাবৃষ্য বিণ. বর্ষাকালীন। প্রাবৃড়ত্যয় বি. শরত্কাল। 62)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535160
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us