Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমাজের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অশ্লীল
(p. 67) aślīla বিণ. 1 কুত্সিত; সুন্দর নয় এমন; জঘন্য; 2 কুরুচিপূর্ণ; 3 অশিষ্ট, ভদ্রসমাজে চলে না এমন। [সং. ন + শ্লীল]। ̃ তা বি. কুত্সিত, অসুন্দর বা কুরুচিপূর্ণ আচরণ; অশিষ্টতা। 18)
অসামাজিক
(p. 70) asāmājika বিণ. 1 সমাজের অন্তর্ভুক্ত নয় এমন, সমাজবহির্ভূত; 2 সমাজবিরোধী, সমাজের রীতিনীতির বিপরীত, anti-social (অসামাজিক ক্রিয়াকলাপ); 3 অমিশুক, unsociable; 4 অসভ্য; অভদ্র। [বাং. অ + সামাজিক]। 60)
আঁস্তা-কুড়, আঁস্তা-কুঁড়
(p. 80) ām̐stā-kuḍ়, ām̐stā-kun̐ḍ় বি. উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলবার স্হান। [দেশি]। আঁস্তাকুড়ের পাতা 1 যে পাতা খাওয়ার শেষে আঁস্তাকুড়ে ফেলা হয়; 2 আবর্জনা; 3 (আল.) হেয় ব্যক্তি। আঁস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না হেয় ও নীচ ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ হয় না; নীচ লোক ভদ্রসমাজে মিশতে পারে না। 18)
আওরত
(p. 77) āōrata (বর্জি.) আওরত্ বি. 1 নারী, স্ত্রীলোক; 2 স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। [আ. আওরত্]। 36)
আদব
(p. 89) ādaba বি. শিষ্টাচার, ভদ্রতা। [আ. আদব্]। ̃ কায়দা বি. ভদ্রতার রীতিনীতি, ভদ্রসমাজের রীতিনীতি। ̃ কায়দা.দুরস্ত, ̃কায়দা.দোরস্ত বিণ. ভদ্রতার রীতিসম্মত। 50)
গণ্ডি, গণ্ডী
(p. 236) gaṇḍi, gaṇḍī বি. বেষ্টনরেখা, সীমা (নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ, সমাজের গণ্ডি); মন্ত্রবলে যে স্হান নিরাপদ করা হয়েছে। [সং. √গণ্ড্ + ই, ঈ]।
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গোরু
(p. 256) gōru বি. 1 গাভিজাতীয় তৃণভোজী, সচ গৃহপালিত, পুরুষ বা স্ত্রী পশু (গোরুর দুধ, গোরুর শিং); 2 বৃষ, বলদ (গোরুর গাড়ি); 3 (বিদ্রুপে বা গালিতে) বোকা, মূর্খ (তুমি তো আচ্ছা গোরু!)। [সং. গোরূপ, প্রাকৃ. গোরুঅ]। ̃ খোঁজা বি. গোরু হারালে যেভাবে খোঁজা হয় সেইরকম সর্বত্র খোঁজাখুঁজি। ̃ চোর বি. 1 যে অন্যের গোরু চুরি করেহিন্দু সমাজে যা অত্যন্ত নীচ ও হীন কাজ বলে বিবেচিত; 2 যে ব্যক্তি মুখ বুজে সমস্ত পীড়ন সহ্য করে; 3 ভীতসন্ত্রস্ত ব্যক্তি। গোরু মেরে জুতো দান জঘন্য অন্যায়কর্মের প্রায়শ্চিত্তস্বরূপ অল্পকিছু ভালো কাজ করা। 135)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
চাচা
(p. 281) cācā বি. (বিশেষত মুসলমান সমাজে প্রচলিত) পিতৃব্য, কাকা। [হি. চাচা-তু. সং. তাত]। চাচি বি. (স্ত্রী.) কাকি, পিতৃব্যপত্নী। ̃ তো বিণ. খুড়তুতো বা জেঠতুতো। 78)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জাত৪
(p. 321) jāta4 বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ̃ পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা। ̃ ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া। 9)
দায়-বদ্ধ
(p. 405) dāẏa-baddha বিণ. কর্তব্য পালনের দায়িত্ব আছে এমন (সমাজের প্রতি দায়বদ্ধ)। [বাং. দায়2 + বদ্ধ]।
নীতি
(p. 475) nīti বি. 1 কর্তব্য নির্ধারণের উপায় বা রীতি (এ কাজ আমার নীতিবিরুদ্ধ); 2 ন্যায়সংগত বা সমাজের পক্ষে হিতকর বিধান; 3 হিতাহিতবিষয়ক উপদেশ (নীতিকথা); 4 ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য বিচার (নীতিশাস্ত্র); 5 শাস্ত্র, বিদ্যা (রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি); 6 প্রথা (দুর্নীতি); 7 প্রণালী, রীতি। [সং. √ নী + তি]। ̃ কথা, ̃ বাক্য বি. হিতোপদেশ। ̃ জ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ। ̃ জ্ঞান বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান। ̃ বাগীশ বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী। ̃ বিরোধী (-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়। ̃ শাস্ত্র বি. ন্যায়-অন্যায় ও কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। 79)
পতিত
(p. 488) patita বিণ. পড়ে বা ঝরে গেছে এমন (ভূপতিত, অধঃপতিত); 2 ভ্রষ্ট, স্খলিত; 3 অধোগত; 4 বর্ষিত (বৃষ্টিধারা ভূমিতে পতিত); 5 দুর্দশাপ্রাপ্ত; 6 সমাজে অবনত (পতিত জাতি); 7 পাপী (পতিতোদ্ধারিণী গঙ্গা); 8 অকর্ষিত, অনাবাদি (পতিত জমি); 9 উপস্হিত, হাজির (দৃষ্টিপথে পতিত)। [সং. √ পত্ + ত]। ̃ পাবন বিণ. পাপীদের ত্রাণকর্তা (পতিতপাবন হরি)। স্ত্রী. ̃ পাবনী। 15)
পরত
(p. 488) parata বি. ভাঁজ, স্তর (সমাজের পরতে পরতে দুর্নীতি)। [সং পত্র, তু. আ. ফর্দ্]। 123)
পরি-ব্যাপ্ত
(p. 499) pari-byāpta বিণ. সমস্ত দিকে ব্যাপ্ত বা বিস্তৃত (দুর্নীতি সমাজের সর্বস্তরে পরিব্যাপ্ত)। [সং. পরি + ব্যাপ্ত]। পরি-ব্যাপ্তি বি. চতুর্দিকে বিস্তৃতি। 34)
পুরস্কার
(p. 526) puraskāra বি. 1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ; 2 অভ্যর্থনা, পূজা ('বসাইলা আসনে তারে করি পুরস্কার': চৈ. ভা); 3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?); 4 সমাদর; সম্মান ('বণিক সমাজে তারে করে পুরস্কার': ক.ক.)। [সং. পুরস্ + √ কৃ + অ]। 28)
পোশাক
(p. 534) pōśāka বি. পরিচ্ছদ; সভ্য বা ভদ্র সমাজের উপযুক্ত জামাকাপড়। [ফা. পোশাক]। পোশাকি বিণ. 1 সভ্য সমাজের উপযুক্ত; 2 আটপৌরের বিপরীত, বিশেষত বিশেষ উপলক্ষ্যে বা অনুষ্ঠানে পরিধেয় (পোশাকি জামা); 3 সুরুচিসম্মত ও ভদ্রতাব্যঞ্জক; 4 (ব্যঙ্গে বাহ্য, আন্তরিকতাহীন (পোশাকি ভদ্রতা)। 30)
প্রতি-পত্তি
(p. 541) prati-patti বি. 1 সম্মান; 2 প্রতিষ্ঠা (সমাজে প্রতিপত্তি লাভ); 3 প্রভাব; 4 ক্ষমতা; 5 (বিরল) জ্ঞান। [সং. প্রতি + √ পদ্ + তি]। ̃ শালী, ̃ শীল বিণ. প্রতিপত্তি আছে এমন (প্রতিপত্তিশালী রাজনীতিবিদ)। 16)
প্রতিষ্ঠা
(p. 543) pratiṣṭhā বি. 1 সংস্হাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা); 2 (ব্রতাদি) উদ্ যাপন ; 3 উত্সর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা); 4 অবস্হান, যাতে স্হিতি লাভ হয় (কুলপ্রতিষ্ঠা); 5 প্রতিপত্তি, খ্যাতি, গৌরব (সমাজে প্রতিষ্ঠা লাভ)। [সং. প্রতি + √ স্হা + অ + আ]। ̃ তা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. ̃ ত্রী। ̃ ন বি. 1 সংস্হাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্হা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্হান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ। ̃ বান (-বত্) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিত্সাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)। প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)। 16)
বন্য
(p. 575) banya বিণ. 1 বুনো, বনজাত (বন্য বৃক্ষ); 2 বনচর, বনবাসী (বন্য প্রাণী, বন্য জাতি); 3 বনবাসীর উপযুক্ত বা যোগ্য; অসামাজিক, জনসমাজের অনুপযুক্ত (বন্য স্বভাব); 4 বনসম্বন্ধীয় (বন্য জীবন)। [সং. বন + য]। বি. ̃ তা। স্ত্রী. বন্যা। 105)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535214
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140682
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730989
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943172
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696751
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us