Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমূলক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষৌহিণী
(p. 4) akṣauhiṇī বি. পুরাণ অনুসারে 1935 পদাতি, 6561 অশ্ব, 2187 হস্তী এবং 2187 রথ নিয়ে মোট 2187 চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী (কোনো কোনো প্রাচীন সাহিত্যে অক্ষৌহিণী বলতে কোনো বিশেষ সংখ্যা না বুঝিয়ে সাধারণভাবে উচ্চ সংখ্যা বোঝানো হয়েছে)। [সং. অক্ষ (রথগজাদি অর্থে) + ঊহিনী (সমূহবিশিষ্ট)]। 41)
অনু-রণন
(p. 30) anu-raṇana বি. 1 একটি ধ্বনির অনুবর্তী ক্রমশ বিলীয়মান ধ্বনিসমূহ; 2 প্রতিধ্বনি; 3 মৃদু প্রতিধ্বনিজাত ক্ষীণতর ধ্বনিসমূহ। [সং. অনু + √ রণ্ + অন]। অনু-রণিত বিণ. প্রতিধ্বনিত, ঝংকৃত। 26)
আঙ্গার1
(p. 82) āṅgāra1 বি. অঙ্গারসমূহ। বিণ. অঙ্গারসম্বন্ধীয়। [সং. অঙ্গার + অ]। 81)
আদি
(p. 89) ādi বি. 1 আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উত্পত্তিস্হান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। ̃ .অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ̃ .কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ̃ .কান্ড বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ̃ .কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ̃ .কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ̃ .কাল বি. প্রাচীন কাল। ̃ .দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ̃ নাথ বি. ঈশ্বর; মহাদেব। ̃ .পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ̃ .পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ̃ .বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ̃ .ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ̃ ভূতা। ̃ .রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ̃ .রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ̃ .রূপ বি. মূল আদর্শ, archetype. 65)
আসত্তি
(p. 108) āsatti বি. 1 মিলন; 2 নৈকট্য; 3 লাভ; 4 (ব্যাক.) পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্হান। [সং. আ + √ সদ্ + তি]। 50)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
উত্-খাত
(p. 123) ut-khāta বিণ. 1 খুঁড়ে তুলে ফেলা হয়েছে এমন; 2 সমূলে উত্পাটিত; 3 বিনষ্ট; 4 দূরীভূত (ভাড়াটে উত্খাত হয়েছে)। বি. উত্পাটন; বিনাশ; দূরীভূত করা। [সং. উত্ + √ খন্ + ত]। 17)
উত্-পাটন
(p. 123) ut-pāṭana বি. সমূলে উপড়ে ফেলা (মূলোত্পাটন)। [সং. উত্ + √ পট্ + ণিচ্ + অন]। উত্-পাটক বিণ. বি. উত্পাটনকারী। উত্-পাটনীয় বিণ. উত্পাটনের যোগ্য; উত্পাটন করতে হবে এমন। উত্-পাটিত বিণ উপড়ে ফেলা হয়েছে এমন। 25)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উন্মূল
(p. 130) unmūla বিণ. মূল উত্পাটিত হয়েছে এমন। [সং. উদ্ + মূল]। উন্মূলন বি. সমূলে উত্পাটন; উচ্ছেদ; বিনাশ। উন্মূলিত বি. সমূলে উত্পাটিত করা হয়েছে এমন। উন্মূলয়িতা (-তৃ) বিণ. উন্মূলনকারী। স্ত্রী. উন্মূলয়িত্রী। 24)
উপ-চয়
(p. 131) upa-caẏa বি. 1 সমূহ; সংগ্রহ; 2 উন্নতি, শ্রীবৃদ্ধি; 3 পুষ্টি; 4 সম্পত্তির মূল্যবৃদ্ধি; appreciation (বি. প.); 5 (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ স্হান। [সং. উপ + √ চি + অ]। বিপ. অপ-চয়। বিণ. উপ-চিত। 17)
কমলিনী
(p. 164) kamalinī বি. 1 পদ্মিনী; 2 শ্রীরাধিকা, রাইকমলিনী; 3 পদ্মসমূহ; পদ্মের ঝাড়। [সং. কমল + ইন্ (দেশ বা সমূহ অর্থে) + ঈ]। 52)
কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
কলাপ
(p. 172) kalāpa বি. 1 আভরণ, অলংকার; 2 ময়ূরপুচ্ছ (ময়ূর কলাপ মেলেছে); 3 সমূহ (কার্যকলাপ); 4 বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিশেষ। [সং. কল + √ আপ্ + অ]। 2)
কাণ্ড
(p. 179) kāṇḍa বি. 1 গাছের মূল থেকে শাখা পর্যন্ত অংশ, গুঁড়ি; 2 পর্ব, পাব; 3 গ্রন্হের অধ্যায় বা বিষয়বিভাগ (বেদের কর্মকাণ্ড, রামায়ণের সপ্তকাণ্ড); 4 ব্যাপার, ঘটনা (অবাক কাণ্ড, কত কাণ্ড ঘটে গেল); 5 (বিরল) বাণ, কাঁড় (ধনুষ্কাণ়্ড)। [সং. √ কন্ + ড]। ̃ কারখানা বি. ঘটনাসমূহ; কার্যাবলি। ̃ জ বিণ. কাণ্ড বা গুঁড়ি থেকে উত্পন্ন। ̃ জ্ঞান বি. সহজাত বুদ্ধি; অবস্হা অনুযায়ী কর্তব্য-অকর্তব্য বিচারের ক্ষমতা, common sense. কাণ্ডা-কাণ্ড-জ্ঞান, কাণ্ডা-কাণ্ডি-জ্ঞান বি. ভালো-মন্দ বোধ, কর্তব্য-অকর্তব্য জ্ঞান। 44)
কাদম্ব
(p. 181) kādamba বিণ. কদম্বসম্বন্ধীয়। বি. 1 কদম্বসমূহ; 2 কদম্বগাছ; 3 কদম্বফুল; 4 বাণ, তির ('উড়িল কাদম্বকুল': মধু); 5 বালিহাঁস; 6 কালো পাখাযুক্ত কলহংস। [সং.কদম্ব + অ]। কাদম্বা বি. (স্ত্রী.) কলহংসী ('কাদম্বা যেমতি মধুস্বরা': মধু);কদমফুলের গাছ। 13)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কুমুদ, (কাব্যে) কুমুদী
(p. 198) kumuda, (kābyē) kumudī বি. 1 লালপদ্ম; 2 শ্বেতপদ্ম; 3 শালুক, সুঁদি; 4 দক্ষিণ দিকের রক্ষাকর্তা দিঙ্নাগ। [সং. কু (পৃথিবী) + √ মুদ্ (হর্ষে) + অ]। কুমুদ-নাথ, কুমুদ-বান্ধব বি. চাঁদ। কুমুদ-বতী, কুমুদ্বতী বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)। কুমুদিনী বি. 1 কুমুদের ঝাড়; 2 কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী। কুমুদ্বান (দ্বত্) বিণ. কুমুদশোভিত (স্হান)। 10)
কূর্চ, কূর্চা
(p. 202) kūrca, kūrcā বি. 1 তুলিকা, তুলি, painter's brush; 2 ভ্রূদ্বয়ের মধ্যস্হল; 3 ভ্রূমধ্যস্হ লোমসমূহ; 4 শক্ত দাড়ি; 5 তৃণগুচ্ছ। [সং. √ কূচ্ + উর্চ]। 36)
ক্রিয়া
(p. 215) kriẏā বি. 1 কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া); 2 শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া); 3 অভ্যাস; 4 কৃত্য (নিত্যক্রিয়া); 4 আচার আচারব্যবহার; 5 পূজা; 6 (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb [সং. √ কৃ + অ + আ]। ̃ কর্ম বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান। ̃ কলাপ, ̃ কাণ্ড বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ। ̃ ন্বিত বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন। ̃ বাচক বিণ. (ব্যাক.) কার্যবোধক। ̃ বিধি বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম। ̃ বিশেষণ বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb. ̃ শীল বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত। ̃ সক্ত বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত। 14)
খুঁটি-নাটি
(p. 230) khun̐ṭi-nāṭi বি. 1 তুচ্ছ দ্রব্যাদি; অকিঞ্চিত্কর বিষয়; সূক্ষ্ম ও ছোটখাটো ব্যাপারসমূহ, details; 2 অকিঞ্চিত্কর দোষত্রুটি। [তু. বাং. খুঁট্]। 17)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
গণিকা
(p. 236) gaṇikā বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. গণ (=সমূহ) + ইক + আ]। ̃ লয় বি. বেশ্যাবাড়ি। 52)
গনা-গোষ্ঠী
(p. 240) ganā-gōṣṭhī বি. গণ ও গোষ্ঠী; আত্মীয়পরিজনসমূহ (সাতদিন ধরে গনাগোষ্ঠীকে খাওয়ানো কি সহজ কথা?)। [সং. গণ + (আ) + গোষ্ঠী]। 9)
গিঁট, গিঁঠ
(p. 246) gin̐ṭa, gin̐ṭha বি. 1 গ্রন্হি, গাঁট, গিরা; 2 দেহের অস্হিসমূহের সংযোগস্হল; 3 বাঁধন (শক্ত করে গিঁট দাও)। [সং. গ্রন্হি]। গিঁটানো ক্রি. গিঁট দেওয়া। 106)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534954
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140493
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730715
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942923
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696675
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us