Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমূহের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আসত্তি
(p. 108) āsatti বি. 1 মিলন; 2 নৈকট্য; 3 লাভ; 4 (ব্যাক.) পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্হান। [সং. আ + √ সদ্ + তি]। 50)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
গিঁট, গিঁঠ
(p. 246) gin̐ṭa, gin̐ṭha বি. 1 গ্রন্হি, গাঁট, গিরা; 2 দেহের অস্হিসমূহের সংযোগস্হল; 3 বাঁধন (শক্ত করে গিঁট দাও)। [সং. গ্রন্হি]। গিঁটানো ক্রি. গিঁট দেওয়া। 106)
গোস্বামী
(p. 261) gōsbāmī (-মিন্) বি. 1 গোসমূহের বা পৃথিবীর অধিপতি বা রক্ষক; প্রভু, ঈশ্বর; 2 ধর্মোপদেষ্টা; 3 বৈষ্ণগুরু ও ভক্তশ্রেষ্ঠদের উপাধিবিশেষ; 4 বৈষ্ণব গুরুবংশীয় ব্রাহ্মণদের উপাধিবিশেষ। [সং. গো + স্বামিন্]। 23)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
দিগঙ্গনা
(p. 407) digaṅganā বি. দিকসমূহের অধিষ্ঠাত্রী দিব্যাঙ্গনা, দিগ্বধু। [সং. দিক্ + অঙ্গনা]। 20)
দিগ্-জ্ঞান
(p. 407) dig-jñāna বি. 1 দিকসমূহের অবস্হান সম্বন্ধে বোধ; 2 (আল.) কাণ্ডজ্ঞান, সামান্য জ্ঞান (লোকটার কোনো দিগ্জ্ঞান নেই)। [সং. দিক্ + জ্ঞান]। 21)
দিগ্বধূ, দিগ্-বধূ
(p. 408) digbadhū, dig-badhū বি. দিগঙ্গনা, দিকসমূহের অধিষ্ঠাত্রী দেবী ('আঁধার মাখায় দিগ্বধূদের কেশে': নজবুল)। 3)
নিরুক্ত
(p. 468) nirukta বি. যাস্কপ্রণীত বেদের দুরূহ শব্দসমূহের ব্যুত্পত্তি ও ব্যাখ্যাসংবলিত গ্রন্হবিশেষ। বিণ. 1 নিশ্চয়রূপে কথিত বা উক্ত; 2 মীমাংসিত; নির্ণীত। [সং. নির্ + উক্ত]। 12)
পরি-প্রেক্ষিত
(p. 499) pari-prēkṣita বি. 1 দৃশ্যমান বস্তুর বা বস্তুসমূহের দূরত্ব, আপেক্ষিক আকৃতি, ঘনত্ব, সংস্হান ইত্যাদি যেমন দেখা যায় কিংবা চিত্রে তার প্রতিফলন, perspective; 2 পটভূমি, পারিপার্শ্বিক অবস্হা, অনুষঙ্গ (বিষয়টি বিচার করতে হবে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে)। [সং. পরি + প্র + √ ঈক্ষ্ + ত]। 9)
পরি-সীমা
(p. 499) pari-sīmā (-মন্) বি. 1 ইয়ত্তা, সীমা, অবধি (আনন্দের সীমাপরিসীমা নেই); 2 সমতল ক্ষেত্রের বাহুসমূহের বা চতুঃসীমার সমষ্টি, perimeter (বি.প.)। [সং. পরি + সীমা]। 86)
প্রাক্তন
(p. 554) prāktana বিণ. 1 পূর্বকালীন, ভূতপূর্ব (প্রাক্তন প্রধানমন্ত্রী); 2 জন্মান্তরীণ (প্রাক্তন সংস্কার); 3 পূর্বজন্মে অর্জিত। বি. অদৃষ্ট; পূর্ববর্তী জন্মসমূহে কৃত কর্মের ফল। [সং. প্রাচ্ + তন]। 2)
প্রোগ্রাম
(p. 554) prōgrāma বি. কর্মসূচি, করণীয় কার্যসমূহের ক্রমিক তালিকা। [ইং. programme]। 127)
বর্গ
(p. 580) barga বি. 1 দেশ, জাতি (প্রাণীবর্গ); 2 সমূহ (মনুষ্যবর্গ); 3 গণ (স্বজনবর্গ); 4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ); 5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল); 6 গ্রন্হের ভাগ বা অধ্যায় (গ্রন্হের প্রথম বর্গ)। [সং. √ বৃজ্ + অ]। ̃ কিলো-মিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer. ̃ ক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্হ সমান, square. ̃ গজ বি. square-yard.̃ ফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল। ̃ ফুট বি. square foot. ̃ মাইল বি. square mile. ̃ মিটার বি. square meter. ̃ মূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা। বর্গাকার বিণ. দৈর্ঘ্য ও প্রস্হ সমান এমন (বর্গাকার ক্ষেত্র)। বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়। বর্গীয় বর্ণ (ব্যাক.) বি. ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে বিভক্তি যে কোনো বর্ণ। 85)
বিষয়
(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ̃ আশয় বি. ধনসম্পত্তি। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ̃ কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ̃ জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ̃ তৃষ্ণা, ̃ বাসনা, ̃ লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ̃ পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ̃ বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ̃ বিতৃষ্ণা, ̃ বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ̃ বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ̃ সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত। 39)
ব্যাস-বাক্য
(p. 652) byāsa-bākya বি. (ব্যাক.) বিগ্রহবাক্য, সমাসবদ্ধ পদসমূহের অর্থপ্রকাশক বাক্য। [সং. ব্যাস (=বিস্তার) + বাক্য]। 7)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
রসায়ন
(p. 736) rasāẏana বি. 1 (বিজ্ঞা.) পদার্থ সমূহের উপাদান, গুণ, পরস্পর সম্বন্ধ, বিক্রিয়া প্রভৃতি বিষয়ক বিদ্যা, chemistry; 2 আয়ুবৃদ্ধিকর ও রোগজরানাশক ওষুধ। [সং. রস + অয়ন]। রসায়নী বিণ. (স্ত্রী.) 1 রসায়নসম্বন্ধীয় (রসায়নী বিদ্যা)। বিণ. রাসায়নিক, রসায়নী। বি. (বিরল) রসায়নবিদ, chemist. 41)
রাজ-প্রমুখ
(p. 741) rāja-pramukha বি. স্বাধীনতালাভের পর ভারতের করদ রাজ্যসমূহের প্রধানরূপে নিযুক্ত সামন্ত নৃপতির আখ্যা। [সং. রাজ4 + প্রমুখ]। 9)
রাষ্ট্র
(p. 743) rāṣṭra বি. 1 এক শাসনতন্ত্রের অধীন দেশ, স্বাধীন দেশ; 2 কোনো দেশের অংশ, রাজ্য, প্রদেশ। বিণ. (বাং.) (দেশময়) প্রচারিত, ঘোষিত, বিদিত (কথাটা রাষ্ট্র হয়ে গেছে)। [সং. রাজ্ + ষ্ট্র]। রাষ্ট্র করা ক্রি. বি. প্রচারিত করা। ̃ .দূত বি. রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অন্য রাষ্ট্রে প্রেরিত দূত। ̃ .নায়ক বি. রাষ্ট্রের শাসক বা পরিচালক। ̃ .নীতি বি. রাষ্ট্র পরিচালনার বা শাসনের নীতি রাজনীতি। ̃ .নীতিক, (বাং. প্রয়োগ) ̃ .নৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক। ̃ .পতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President. ̃ .প্রধান বি. রাষ্ট্রের শাসক বা অধিপতি; সংবিধান-অনুযায়ী কোনো রাষ্ট্রের প্রধান। ̃ .বিজ্ঞান বি. রাষ্ট্রের উত্পত্তি, বিকাশ ও পরিচালন-বিষয়ক বিদ্যা, political science. ̃ .বিপ্লব বি. 1 রাষ্ট্রের শাসনতন্ত্রের সর্বাত্নক পরিবর্তন (ফরাসি বিপ্লব); 2 রাষ্ট্রের আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহাদি, গৃহযুদ্ধ। ̃ .ভাষা বি. রাষ্ট্রের সরকারি ভাষা। ̃ .মন্ত্রী বি. কোনো সরকারের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী অপেক্ষা কম মর্যাদা ও ক্ষমতাসম্পন্ন মন্ত্রী। ̃ .সংঘ, ̃.সঙ্ঘ বি. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের সংস্হাবিশেষ, UNO. রাষ্ট্রিক, রাষ্ট্রীয় বিণ. 1 রাষ্ট্রসম্বন্ধীয় (রাষ্ট্রিক প্রয়োজন, রাষ্ট্রীয় মর্যাদা); 2 রাষ্ট্রের দ্বারা পরিচালিত (রাষ্ট্রীয় বিদ্যালয়)। 22)
রুল1
(p. 747) rula1 বি. 1 লাইন, রেখা (রুল টানা); 2 (মুদ্রণে) পঙ্ক্তিসমূহের মধ্যে ব্যবধান রাখার জন্য ব্যবহৃত সীসার পাতলা পাত; 3 আইন; 4 নজির; 5 নির্দেশ; 6 (বাং.) পেনসিল। [ইং. rule]। 9)
সন্ধি
(p. 805) sandhi বি. 1 মিলন; 2 বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি (ভার্সাইয়ের সন্ধি); 3 মিলনস্হান বা জোড় (সন্ধিমুখ); 4 শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ (ঊরুসন্ধি); 5 মিলনকাল (যুগসন্ধি, বয়ঃসন্ধি); 6 দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল (সন্ধিক্ষণ, সন্ধিপূজা); 7 খোঁজ, সন্ধান, রহস্য ('নারীর মায়ার সন্ধি': কৃত্তি); 8 কৌশল ('কহিয়া দিব যত আছে সন্ধি' : ক. ক.); 9 সুড়ঙ্গ, সিঁদ (সন্ধিপথ); 1 (ব্যাক.) সন্নিহিত দুই ধ্বনির মিলন (স্বরসন্ধি)। [সং. সম্ + √ ধা + ই]। ̃ কাল, ̃ ক্ষণ বি. সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময় (ঋতু-পরিবর্তনের সন্ধিকালে, নবযুগের সন্ধিক্ষণ)। ̃ পত্র বি. বিবাদের রফা-নিষ্পত্তির পরে বিবাদী পক্ষদ্বয়ের পরস্পরকে প্রদত্ত প্রতিশ্রুতি-পত্র, treaty. ̃ পূজা বি. মহাষ্টমীর অবসান হয়ে মহানবমীর সঞ্চার হচ্ছে ঠিক এমন সময়ে দুর্গাপূজা। ̃ বদ্ধ বিণ. রাজনৈতিক সন্ধি বা চুক্তির দ্বারা আবদ্ধ। ̃ বাত বি. গেঁটে বাত। ̃ বিগ্রহ বি. রাজনৈতিক সন্ধি ও যুদ্ধ। ̃ ভঙ্গ বি. রাজনৈতিক চুক্তিবিরোধী কাজ। 12)
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
সমী-করণ
(p. 808) samī-karaṇa বি. 1 একজাতীয় করা, সদৃশীকরণ; 2 (গণি.) কোনো জ্ঞাত রাশির সাহায্যে তত্তুল্য কোনো অজ্ঞাত রাশির পরিমাণ নির্ধারণ; 3 এক রাশি বা রাশিসমূহের সঙ্গে অন্য রাশি বা রাশিসমূহের সমতা নির্দেশ, equation; 4 (ভাষাতত্ত্বে) যুক্তবর্ণের দুটি বিভিন্ন ধ্বনির (উচ্চারণের সুবিধার্থে) একটি ধ্বনিতে পরিবর্তন (যেমন, পদ্ম পদ্দ, ধর্ম ধম্ম), assimilation. [সং. সম্ + ঈ (চ্বি) + √ কৃ + অন]। 130)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140643
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us