Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্পর্কিতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজৈব
(p. 8) ajaiba বিণ. যা জীব নয় তার সম্পর্কিত অর্থাত্ যা প্রাণী বা উদ্ভিদ নয় তার সম্পর্কিত, inorganic (বি.প.)। [সং. ন+জৈব]। অজৈব খাদ্য বি. যে খাদ্য প্রাণী বা উদ্ভিদ থেকে আহৃত নয়, inorganic food (বি.প.)। ̃ রসায়ন বি. রসায়নের যে শাখায় সমস্ত মৌল ও তাদের যৌগ নিয়ে আলোচনা হয়, inorganic chemistry (বি. প.)। ̃ .লবণ বি. খনিজ লবণ, inorganic salt (বি. প.)। ̃ .সার বি. খনিজ সার, inorganic manure (বি. প.)। 129)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অত্র
(p. 14) atra অব্য. ক্রি-বিণ. এখানে, এই স্হানে। [সং. এতদ্+ত্র, ইদম্+ত্র]। ̃ ত্য বিণ. এই স্হানের, এখানকার; এই স্হানসম্পর্কিত। ̃ স্হ বিণ. এই স্হানের, এখানকার (অত্রস্হ কুশল)। 62)
অদ্য
(p. 17) adya অব্য. ক্রি-বিণ. 1 আজ; 2 এখন; 3 সম্প্রতি। বি. আজকের দিন (অদ্য শুভ দিন)। [সং. ইদম্+দ্য (নি.)]। ̃ .কার, ̃ .তন বিণ. আজকের, আজকের দিন সম্পর্কিত; সাম্প্রতিক (অদ্যকার আলোচ্য বিষয়, অদ্যকার সমস্যা)। অদ্যাপি অব্য. আজও; আজ পর্যন্ত; এখনও। অদ্যাবধি অব্য. 1 আজ থেকে; 2 আজ পর্যন্ত। 26)
অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অনৈতিক
(p. 32) anaitika বিণ. নীতিসংগত নয় এমন; নীতিসম্পর্কিত নয় এমন। [সং. ন + নৈতিক়]। বি. ̃ তা। 25)
অনৈসর্গিক
(p. 32) anaisargika বিণ. নিসর্গ সম্পর্কিত নয় এমন; অপ্রাকৃত, অলৌকিক; অস্বাভাবিক। [সং. ন + নৈসর্গিক]। 26)
অব-ধূত
(p. 44) aba-dhūta বি. 1 শৈব সন্ন্যাসী; সংসারত্যাগী সন্ন্যাসী; 2 তান্ত্রিক সন্ন্যাসী। বিণ. 1 কল্পিত; 2 বিক্ষিপ্ত; 3 পরিত্যক্ত। [সং. অব + √ ধূ + ত]। অব-ধৌত, অব-ধৌতিক বিণ. অবধূত সম্পর্কিত। 26)
অবাচ্য
(p. 46) abācya বিণ. 1 অকথ্য, বলা উচিত নয় এমন; 2 দক্ষিণ দিক সম্পর্কিত। বি. কুবাক্য, বলা উচিত নয় এমন বাক্য; অশ্লীল বাক্য বা কথা। [সং. ন + বাচ্য]। 51)
অভি-ধান
(p. 50) abhi-dhāna বি. 1 শব্দকোষ, শব্দার্থকোষ, dictionary; 2 নাম, পরিচয়; 3 উক্তি। [সং. অভি + √ ধা + অন]। ̃ কার বি. অভিধান রচনাকারী। ̃ .তত্ব বি. অভিধানসম্পর্কিত কিংবা অভিধানের রচনাসম্পর্কিত ভাবনাচিন্তা। 87)
অযৌন
(p. 60) ayauna বিণ. যৌনাঙ্গসম্পর্কিত নয় এমন, asexual; যোনিজাত নয় এমন। [সং. ন + যৌন]। ̃ জনন বি. যে জনন বা বংশবিস্তার যোনিজাত নয়, asexual reproduction (বি.প.)। 23)
অসংশ্লিষ্ট
(p. 67) asaṃśliṣṭa বিণ. সংশ্লিষ্ট বা সম্পর্কিত নয় এমন। [সং. ন + সংশ্লিষ্ট]। 45)
অসম্পর্কিত
(p. 70) asamparkita বিণ. সম্পর্কহীন, সম্পর্ক নেই এমন; আত্মীয়তা নেই এমন, unrelated; অসংলগ্ন। 28)
অসম্পৃক্ত
(p. 70) asampṛkta বিণ. সম্পর্কহীন; যোগাযোগা বা সংযোগ নেই এমন, অসম্পর্কিত; সম্বন্ধহীন। [সং. ন + সম্পৃক্ত]। 31)
অসামরিক
(p. 70) asāmarika বিণ. সমর বা যুদ্ধসম্পর্কিত নয় এমন, non-military, civil. [সং. ন + সামরিক]। অসামরিক বিমানবহর, অসামরিক বিমানচলন বি. সাধারণ বিমানচলন, civil aviation. 58)
অসুর
(p. 72) asura বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর অহূর = দেবতা)। [সং. ন + সুর]। আসুর, আসুরিক বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী। 17)
অস্পর্শ
(p. 73) asparśa বি. স্পর্শের অভাব; সম্পর্কের অভাব। বিণ. স্পর্শহীন; অসম্পর্কিত, অসংলগ্ন। [সং. ন + স্পর্শ]। ̃ ন বি. স্পর্শের অভাব। ̃ নীয় বিণ. স্পর্শ করা বা ছোঁয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; ছোঁয়া যায় না এমন। অস্পর্শ্য বিণ. অস্পৃশ্য, অস্পর্শনীয়, ছোঁয়া উচিত নয় এমন। অস্পৃশ্য বিণ. ছোঁয়ার অযোগ্য, ছোঁয়া উচিত নয় এমন; ছোঁয়া নিষেধ এমন; অচ্ছুত; ঘৃণ্য; অশুচি। বি. অস্পৃশ্যতা। 41)
আধি-কারিক
(p. 89) ādhi-kārika বিণ. অধিকারসম্পর্কিত। বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)। [সং. অধিকার + ইক]। 98)
আন্তরিক
(p. 95) āntarika বিণ. 1 অন্তরসম্পর্কিত, মনোগত, মানসিক (এটাই আমার আন্তরিক ইচ্ছা); 2 অকপট, অকৃত্রিম, হৃদ্য; 3 অভ্যন্তরীণ, দেহান্তর্গত। [সং. অন্তর্ + ইক]। ̃ .তা বি. অকপটতা, সারল্য; হৃদ্যতা। 23)
ইঞ্জিনিয়ার
(p. 114) iñjiniẏāra বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। [ইং. engineer]। ইঞ্জিনিয়ারিং বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত। 5)
ঐচ্ছিক
(p. 150) aicchika বিণ. 1 ইচ্ছানুযায়ী; 2 ইচ্ছাধীন (ঐচ্ছিক পাঠ্যবিষয়). optional (তু. বিপ আবশ্যিক; 3 ইচ্ছাসম্পর্কিত। [সং. ইচ্ছা + ইক]। 19)
ঐতি-হাসিক
(p. 150) aiti-hāsika বিণ. 1 ইতিহাসজ্ঞ; 2 ইতিহাসসম্পর্কিত; 3 ইতিহাসে স্হান লাভ করার যোগ্য (ঐতিহাসিক ঘটনা)। বি. ইতিহাস জানেন এমন ব্যক্তি; ইতিহাস রচনা করেন এমন ব্যক্তি (তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক)। [সং. ইতিহাস + ইক]। 23)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কালিক
(p. 188) kālika বিণ. 1 সময়সম্পর্কিত, সাময়িক; 2 কালে উত্পন্ন; 3 সময়োপযোগী। [সং. কাল2 + ইক]। 5)
কূট-নীতি
(p. 202) kūṭa-nīti বি. কুটিল নীতি; 2 কপটতা (কূটনীতির দ্বারা ক্ষমতা অর্জন করলেন); 3 (প্রধানত এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের) কৌশলপূর্ণ রাজনীতি, diplomacy. [সং. কূট + নীতি]। কূট-নীতিক, কূট-নৈতিক বিণ. কূটনীতিসম্পর্কিত (কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক আদান-প্রদান)। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140628
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943134
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us