Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সামগ্রী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
আহার্য
(p. 111) āhārya বিণ. 1 আহারের যোগ্য; 2 আহরণীয়, আহরণ করার যোগ্য; 3 যত্নসাধ্য। বি. খাদ্যসামগ্রী। [সং. আ + √ হৃ + য]। 21)
আহুত
(p. 111) āhuta বিণ. (যাতে বা যা) আহুতি দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ হু + ত]। আহুতি বি. হোম; হোমের সামগ্রী। 28)
আয়োজক
(p. 103) āẏōjaka বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন। 27)
উদ্ভাবন, উদ্-ভাবন
(p. 128) udbhābana, ud-bhābana বি. 1 আবিষ্কার (উপায় উদ্ভাবন); 2 উত্পাদন; 3 সৃজন (শিল্পসামগ্রীর উদ্ভাবন)। [সং. উত্ + √ ভূ + ণিচ্ + অন]। উদ্ভাবক বিণ. বি. আবিষ্কারক; সৃজক; রচয়িতা। উদ্ভাবনী-শক্তি বি. সৃজন করার ক্ষমতা, সৃজনশক্তি। উদ্ভাবনীয়, উদ্ভাব্য বিণ. উদ্ভাবনযোগ্য। উদ্ভাবিত বিণ. উদ্ভাবন করা হয়েছে এমন। 34)
উপ-চার
(p. 131) upa-cāra বি. 1 পূজার সামগ্রী (ষোড়শ উপচারে পূজা); 2 সেবা; 3 চিকিত্সা (অস্ত্রোপচার); 4 ধর্মানুষ্ঠান; 5 লক্ষণ দেকে বুঝতে পারা। [সং. উপ + √ চর্ + অ]। উপ-চরিত বিণ. উপচারপ্রাপ্ত; সেবা বা পূজা করা হয়েছে এমন। ̃ শালা বি. অস্ত্রচিকিত্সার কক্ষ, operation theatre (স. প.)। বিণ. উপ-চারিক। 21)
এঁটো, এঁঠো
(p. 142) ēn̐ṭō, ēn̐ṭhō বিণ. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট; রান্না-করা সামগ্রীর বা উচ্ছিষ্ট দ্রব্যের ছোঁয়া লেগেছে এমন (এঁটো থালা, এঁটো হাত)। বি. উচ্ছিষ্ট খাবার; ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি (এঁটো কুড়ানো, এঁটো পরিষ্কার করা)। [সং. উচ্ছিষ্ট]। ̃ খেকো বিণ. (আল.) অতি হীন ও পরমুখাপেক্ষী; অন্যের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এমন। এঁটো পাত কখনো স্বর্গে যায় না পরান্নভোজী বা পরমুখাপেক্ষী লোক কখনো বড় হতে পারে না। 14)
ক্রীড়া
(p. 215) krīḍ়ā বি. 1 খেলা; 2 তামাশা; 3 আমোদজনক অনুষ্ঠান (মল্লক্রীড়া)। [সং. √ ক্রীড়্ + অ + আ]। ক্রীড়ক বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়। ক্রীড়-নক বি. 1 খেলনা, খেলার সামগ্রী; 2 (আল.) অপরের নির্দেশে চলে এমন ব্যক্তি। ক্রীড়নীয় বিণ. খেলার যোগ্য। ক্রীড়-মান বিণ. ক্রীড়ারত। ̃ কন্দুক বি. খেলার গোলক বা বল। ̃ কৌতুক বি. রঙ্গতামাশা; খেলাধূলা। ̃ চ্ছলে ক্রি-বিণ. খেলার ছলে। ̃ ভূমি বি. রঙ্গভূমি; খেলার স্হান। 16)
গহনা
(p. 244) gahanā বি. অলংকার। [তু. হি. গহ্না সং. গ্রহণ]। ̃ গাটি, ̃ পত্র বি. নানাবিধ অলংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী। 21)
চিজ1
(p. 288) cija1 বি. 1 সামগ্রী, দ্রব্য, বস্তু; 2 মূল্যবান সামগ্রী (আপনার জন্যে এমন চিজ এনেছি যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে); 3 (বিদ্রূপে) ধূর্ত বা অদ্ভুত লোক (সে একটি চিজ)। [ফা. চীজ্]। 12)
টোপ৩
(p. 348) ṭōpa3 বি. 1 মাছ ধরার জন্য বঁড়শিতে গাঁথা খাবার; 2 (আল.) প্রলোভনের সামগ্রী। [দেশি]। টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া। টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো। 10)
ডালা
(p. 355) ḍālā বি. 1 বেত চাঁচাড়ি প্রভৃতি দ্বারা নির্মিত ছোট ঝুড়িবিশেষ; 2 পূজার অর্ঘ্য বা উপহারের সামগ্রীপূর্ণ পাত্র (কালীবাড়িতে ডালা দেওয়া); 3 (আল.) পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ আধার (রূপের ডালা); 4 বাক্স তোরঙ্গ প্রভৃতির ঢাকনি। [সং. ডল্লক]। 49)
দান2
(p. 402) dāna2 বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1 হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ ('সাম-দান-দণ্ড-ভেদ')। [সং. √ দা + অন]। ̃ খয়রাত বি. দানকর্ম, নানারকম দান। ̃ ধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। ̃ ধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। ̃ পত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল। ̃ বীর, ̃ শৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)। ̃ শীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. ̃ শীলতা। ̃ সজ্জা, ̃ সামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী। ̃ সত্র বি. দানশালা, যেখানে দান করা হয়। ̃ সাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য। 72)
দেব
(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
দ্রব্য
(p. 426) drabya বি. 1 বস্তু, পদার্থ, জিনিস; 2 উপাদান। [সং. √ দ্রু + য]। ̃ গুণ বি. 1 পদার্থের ধর্ম বা ক্রিয়া; 2 প্রাণিদেহের উপর দ্রব্যের প্রভাব বা ক্রিয়া; 3 বিভিন্ন দ্রব্যের গুণাবলি সম্পর্কে আয়ুর্বেদীয় গ্রন্হবিশেষ। ̃ জাত বিণ. দ্রব্যাদির দ্বারা উত্পন্ন। বি. দ্রব্যসমূহ। ̃ বিনিময় বি. জিনিসপত্রের আদান-প্রদান। ̃ ময় বিণ. দ্রব্যে বা উপকরণে পূর্ণ (দ্রব্যময় যজ্ঞ)। ̃ সামগ্রী বি. দ্রব্যাদি, জিনিসপত্র। 61)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
নৈবদ্য, (কথ্য) নৈবিদ্যি
(p. 480) naibadya, (kathya) naibidyi বি. দেবতাকে যে সামগ্রী নিবেদন করা হয়। [সং. নিবেদ + য]। 29)
পুতুল
(p. 523) putula বি. (প্রধানত খেলার সামগ্রীরূপে নির্মিত) মানুষ ও জীবজন্তুর প্রতিমূর্তি; (ব্যঙ্গে) প্রতিমা (পুতুলপূজা)। [সং. পিত্তল]। ̃ খেলা বি. পুতুল নিয়ে খেলা; (আল.) ছেলেখেলা, অতি সহজ বা অকিঞ্চিত্কর ব্যাপার। ̃ নাচ বি. খেলাবিশেষ বা নাটকাভিনয় যাতে আড়াল থেকে সুতোয় টান মেরে এমনভাবে পুতুলগুলিকে নাচানো হয় যে তাদের জীবন্ত মনে হয়। 51)
প্রসাদ
(p. 552) prasāda বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। ̃ গুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। ̃ ন, ̃ না বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত্ ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য। 6)
প্রিয়
(p. 554) priẏa বি. 1 ভালোবাসার বা প্রণয়ের পাত্র; 2 বন্ধু; সুহৃদ ('শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়': রবীন্দ্র); 3 স্বামী। বিণ. 1 প্রেমাস্পদ; 2 প্রীতিভাজন, স্নেহভাজন; 3 প্রীতিকর, ভালো লাগে এমন (প্রিয় সামগ্রী, প্রিয় খেলা)। স্ত্রী. প্রিয়া। ̃ ংকর, ̃ কারক, ̃ কারী (-রিন্) বিণ. প্রিয় কাজ করে এমন; হিতকারী। ̃ ংবদ বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ ংবদা। ̃ ঙ্গু বি. শ্যামলতা। ̃ চিকীর্ষু বিণ. প্রিয় কাজ করতে ইচ্ছুক। ̃ জন বি. প্রিয় ব্যক্তি, প্রিয়পাত্র; বন্ধু; আত্মীয়স্বজন। ̃ তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন। স্ত্রী. ̃ তমা। ̃ দর্শন বিণ. সুদৃশ্য; সুন্দর (প্রিয়দর্শন যুবক)। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। বি. সম্রাট অশোক। বিণ. স্ত্রী. ̃ দর্শিনী। ̃ পাত্র বিণ. প্রীতিভাজন; স্নেহাস্পদ; প্রণয়ভাজন। স্ত্রী. ̃ পাত্রী। ̃ বচন ̃ বাক্য বি. মধুর বাক্য, মনোরম বা প্রীতিকর কথা। ̃ বাদী (-দিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বিয়োগ বি. প্রিয়ভাজনের মৃত্যু। ̃ ভাষী (-ষিন্) বিণ. মিষ্টভাষী। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ সখ, (বাং. প্রয়োগ) ̃ সখা বি. প্রীতিভাজন বা অন্তরঙ্গ বন্ধু। স্ত্রী. ̃ সখী। ̃ সমাগম বি. 1 প্রিয়জনের সঙ্গে মিলন; 2 প্রিয়জনের আগমন। 94)
বাজার
(p. 595) bājāra বি. 1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান; 2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো); 3 দ্রব্যাদির দর (চড়া বাজার); 4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)। [ফা. বজার]। ̃ খরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ। বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া। বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া। ̃ দর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে। বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া। বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত হওয়া; 3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া। বাজারে বিণ. 1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত; 2 অশ্লীল ও নিম্নশ্রেণির (বাজারে রসিকতা); 3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)। 18)
বাট-খারা
(p. 596) bāṭa-khārā বি. দ্রব্যসামগ্রীর ওজন নির্ণয় করার জন্য নির্দিষ্ট ওজনের লৌহখণ্ডাদি, পড়েন। [হি. বট্খারা-তু. সং. বটক]। 4)
বান2
(p. 599) bāna2 বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাত্ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [ সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। ̃ ভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া। 10)
বিভাগ
(p. 621) bibhāga বি. 1 ভাগ, বণ্টন (সম্পত্তিবিভাগ); 2 খণ্ড, অংশ; 3 সরকারি ভাগ-অনুযায়ী জেলা-সমষ্টি অঞ্চল (প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ); 4 ভেদ, পার্থক্য (শ্রেণিবিভাগ); 5 বৃহত্ প্রতিষ্ঠানের অংশ, department; 6 সরকারি দপ্তর, department (বিচারবিভাগ)। [সং. বি + √ ভজ্ + অ]। বিভাগীয় বিণ. বিভাগ-সম্বন্ধীয়; দেশের বা প্রতিষ্ঠানের বিভাগ-সম্পর্কিত বা বিভাগে নিযুক্ত (বিভাগীয় প্রধান)। বিভাগীয় বিপণি বি. যে বড়ো দোকানের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রয় হয়, departmental store. 31)
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534892
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140430
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730654
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942845
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696656
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us