Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বান2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বান2 এর বাংলা অর্থ হলো -

(p. 599) bāna2 বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাত্ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস।
[ সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]।
ভাসি
বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)।
বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া।
বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া।
10)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বর্তা, বর্তানো
(p. 580) bartā, bartānō ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। 116)
বিপণি, বিপণী
(p. 619) bipaṇi, bipaṇī বি. 1 দোকান; 2 বাজার, হাট; 3 পণ্যশালা ('কতই বিপণি, কতই পণ্য': রবীন্দ্র)। [সং. বি + √ পণ্ + ই, ঈ]। 2)
বেপমান
(p. 641) bēpamāna দ্র বেপথু। 7)
ব্যাহরণ
বরজ2
(p. 580) baraja2 বি. পান গাছের আচ্ছাদনবিশিষ্ট খেত, পানের খেত। [আ. বুর্জ্]। 39)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
বিদ্রুত
(p. 616) bidruta বিণ. 1 দ্রবীভূত, গলিত; 2 পলায়িত। [সং. বি + √ দ্রু + ত]। 6)
বিপর্যাস
(p. 619) biparyāsa বি. 1 ওলটপালট; 2 বৈপরীত্য, ক্রম বা অবস্হার বৈপরীত্য বা ব্যতিক্রম (বাক্যে অন্বয়ের বিপর্যাস)। [সং. বি + পরি + √ অস্ + অ]। 15)
বিঘাত
বিভাজক
(p. 621) bibhājaka বিণ. 1 ভাগকারী বা বিভাগকারী; 2 যার দ্বারা ভাগ করা যায় এমন, divisor. [সং. বি + √ ভাজি + অক]। স্ত্রী. বিভাজিকা। বিভাজন বি. 1 ভাগকরণ; 2 অংশ নিরূপণ। বিভাজনীয় বিণ. বিভাজন করা উচিত এমন। বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন। বিভাজ্য বিণ. 1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়; 2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন। বিভাজ্যতা বি. 1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা); 2 নিঃশেষে অর্থাত্ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া। 32)
বৈভাষিক
(p. 644) baibhāṣika বিণ. বৈকল্পিক। বি. বৌদ্ধ দর্শনের মতবিশেষ। [সং. বিভাষা + ইক]। 50)
বন্দুক
বিপ্র-যুক্ত
বাবা-সুট, বাবা-স্যুট
(p. 600) bābā-suṭa, bābā-syuṭa বি. ছোটো ছেলেমেয়ের জামাপ্যাণ্ট; ছোটো ছেলেমেয়ের পরিধেয় একই রঙের জামা ও প্যাণ্ট। [বাং. বাবা + ই. suit]। 13)
বরফ
(p. 580) barapha বি. 1 তুষার (সিমলায় এখন বরফ পড়ছে); 2 জমাট-বাঁধা জল (বরফ দিয়ে শরবত)। [ফা. বরফ]। 50)
বেরি-বেরি
বিস্মৃত
(p. 630) bismṛta বিণ. 1 ভুলে গেছে এমন, বিস্মৃতিযুক্ত (নাম বিস্মৃত হওয়া); 2 স্মরণে নেই এমন (বিস্মৃত অধ্যায়)। [সং. বি + √ স্মৃ + ত]। স্ত্রী. বিস্মৃতা। বিস্মৃতি বি. বিস্মরণ, স্মৃতিলোপ। 32)
বয়েত, (বর্জি.) বয়েত্
(p. 580) baẏēta, (barji.) baẏēt বি. 1 আরবি ফারসি বা উর্দুতে রচিত শ্লোক বা কবিতার চরণ; 2 আরবি ফারসি বা উর্দু কবিতা। [আ. বয়েত্]। 22)
বিবসন
বিপিন
(p. 619) bipina বি. অরণ্য, বন। [সং. √ বেপ্ + ইন্]। ̃ বিহারী (-রিন) বিণ. বনে ভ্রমণকারী। বি. শ্রীকৃষ্ণ। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534918
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140462
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730672
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942870
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us