Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুদ)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-খোর
(p. 234) -khōra বিণ. 1 (নিন্দার্থে) যে খায় বা ভোগ করে (সুদখোর, ঘুষখোর); 2 আসক্ত (নেশাখোর)। [ফা. খোর্]। 25)
অমিত্র
(p. 57) amitra বি. বন্ধু নয় এমন ব্যক্তি; শত্রু। বিণ. মিত্রহীন; প্রতিকূল। [সং. ন + মিত্র]। ̃ তা বি. শত্রুতা; প্রতিকূলতা। ̃ .সুদন বি. শত্রুকে ধ্বংস করে এমন ব্যক্তি। শত্রুকে ধ্বংস করে এমন, শত্রুনিধনকারী। 33)
অশোভন
(p. 66) aśōbhana বিণ. শোভা পায় না এমন; মানায় না এমন, বেমানান (অশোভন আচরণ); সুদৃশ্য বা সুসজ্জিত নয় এমন। [সং. ন + শোভন]। স্ত্রী. অশোভনা। ̃ তা বি. বেমানান ব্যাপার, আচরণ ইত্যাদি। অশোভিত বিণ. অসজ্জিত, সাজানো নয় এমন। 15)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আলো
(p. 106) ālō বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ̃ ছায়া বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। 58)
আসল
(p. 108) āsala বিণ. 1 খাঁটি (আসল হীরা); 2 সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); 3 অবিকৃত; 4 মূল, original (আসল দলিলটা দেখতে চাই); 5 খরচখরচা বাদে মোট, নিট। বি. 1 মূল জিনিস; 2 মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে ক্রি-বিণ. প্রকৃতপক্ষে। 58)
কামড়
(p. 181) kāmaḍ় বি. 1 দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); 2 দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); 3 নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); 4 বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); 5 তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। কামড়া, কামড়ানো ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি1 বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি বি. 1 পরস্পর ক্রমাগত দংশন; 2 মারামারি। 85)
কায়েম
(p. 181) kāẏēma বিণ. 1 দৃঢ়, মজবুত; 2 স্হায়ী, পাকা (চাকরিতে কায়েম হওয়া); 3 যথাবত্, যেমন আছে তেমনি (কায়েম থাকা)। [আ. কায়িম্]। কায়েমি বিণ. স্হায়ী (কায়েমি বন্দোবস্ত); সুদৃঢ়; বহুকাল যাবত্ বিনা বাধায় চলছে এমন (কায়েমি অধিকার, কায়েমি স্বার্থ)। 122)
কুসীদ
(p. 202) kusīda বি. 1 সুদ; 2 ঋণদান-ব্যবসায়; 3 সুদের কারবার, তেজারাতি। [সং. √ কুস্ (সংযোগ) + ঈদ]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদে টাকা ধার দিয়ে অর্থাত্ তেজারতি করে জীবিকার্জনকারী, সুদখোর। ̃ ব্যবহার বি. তেজরতি; সুদকষা। 2)
কেশী
(p. 207) kēśī (-শিন্) বিণ. 1 সুদীর্ঘ বা ঘন কেশযুক্ত; 2 কেশবিশিষ্ট। বি. কৃষ়্ণের দ্বারা নিহত দৈত্যরাজ কংসের মল্লবিশেষ। [সং. কেশ + ইন্]। বিণ. স্ত্রী. কেশিনী। 31)
গভীর
(p. 241) gabhīra বিণ. 1 নিম্নে অর্থাত্ নীচের দিকে সুদূরবিস্তৃত (গভীর জল) ; 2 অতিনিম্ন (গভীর খাদ); 3 নিচু তলদেশবিশিষ্ট (গভীর পাত্র); 4 নিবিড়, গহন (গভীর বন); 5 প্রগাঢ় (গভীর চিন্তা, গভীর জ্ঞান); 6 দুর্গম, দুরধিগম্য, জটিল, দুর্বোধ্য (গভীর তত্ত্ব, গভীর ব্যাপার) ; 7 গম্ভীর (গভীর কণ্ঠ) ; 8 জমাট, ঘন (গভীর অন্ধকার)। বি. দুর্গম দূরবর্তী বা গোপন স্হান (মনের গভীরে)। [সং. √গম্ + ঈর, নি.]। বি. ̃ তা, ̃ ত্ব। গভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক। 20)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চারু
(p. 281) cāru বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ̃ কলা - কলা1 দ্র। বি. ̃ তা। ̃ শীলা বিণ. (স্ত্রী.) সত্স্বভাবা। 156)
চোটা1
(p. 297) cōṭā1 বি. চড়া সুদ; বেশি সুদ (চোটা খাটানো; চোটাখোর বেণে': কা. প্র.)। [হি. চৌথা]। 13)
জায়
(p. 322) jāẏa বি. 1 বিস্তৃত হিসাব, কৈফিয়তসহ হিসাব; 2 ফর্দ; তালিকা, তফশিল; 3 বিনিময় (টাকার জায়ে খাটছে)। [ফা. জায়]। ̃ বাকি বি. প্রাপ্য টাকার তালিকা, বাকিজায়। ̃ সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন। 51)
তেজা-রত
(p. 375) tējā-rata বি. 1 ব্যাবসাবাণিজ্য; 2 সুদের কারবার। [আ. তিজারত্]। তেজা-রতি বি. সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার কাজ, কুসীদবৃত্তি (তেজারতি করে অনেক পয়সা করেছে)। বিণ. তেজারতসম্বন্ধীয়, সুদের ব্যাবসাবিষয়ক (তেজারতি কারবার)। 277)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দর্শন
(p. 400) darśana বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাত্কার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ̃ দারি, ̃ ডারি, ̃ ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট। 11)
দিগন্ত
(p. 407) diganta বি. 1 দিকের সীমা; 2 দূর থেকে চেয়ে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়। [সং. দিক্ + অন্ত]। ̃ প্রসারী (-রিন্), ̃ বিস্তৃত, ̃ ব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী। 24)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
দেবকী, দৈবকী
(p. 421) dēbakī, daibakī বি. বসুদেবের পত্নী, কৃষ্ণের মাতা। [সং. দেবক + অ + ঈ]। 2)
পরা-হত
(p. 496) parā-hata বিণ. 1 পরাজিত; 2 আক্রান্ত; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (জীবনযাত্রায় পরাহত, সুদূরপরাহত)। [সং. পরা2 + √ হন্ + ত]। 16)
পীঠ
(p. 523) pīṭha বি. 1 বেদি; 2 (প্রধানত দেবদেবীর) আসন বা অধিষ্ঠানক্ষেত্র, প্রধান তীর্থ (পীঠস্হান); 3 সুদর্শনচক্রে খণ্ডবিখণ্ড সতীর দেহ যে যে স্হানে পড়েছিল (একান্ন পীঠ); 4 প্রতিষ্ঠান, সাধনার ক্ষেত্র (জ্ঞানপীঠ, বিদ্যাপীঠ); 5 পিঁড়ি বা আসন (পাদপীঠ)। [সং. √ পিঠ্ + অ]। ̃ স্হান বি. 1 একান্ন পীঠ-এর অন্যতম; 2 সুপ্রাচীন দেবস্হান বা দেবমন্দির। 2)
প্রগুণ
(p. 538) praguṇa বিণ. 1 প্রকৃষ্ট গুণের অধিকারী, গুণী; 2 সুদক্ষ। [সং. প্র + গুণ]। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730450
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942627
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us