Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সেরের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আরোগ্য
(p. 104) ārōgya বি. 1 রোগমুক্তি, অসুখ সেরে যাওয়া (আরোগ্যলাভ); 2 রোগাভাব, সুস্হতা, স্বাস্হ্য। [সং. আরোগ + য]। ̃ নিকেতন বি. রোগমুক্তির চিকিত্সালয়। আরোগ্যাতীত বিণ. যে রোগ সারে না, যে রোগের আরোগ্য সম্ভব নয়। 28)
এই
(p. 142) ēi বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্হ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। ̃ জন্য অব্য. এই কারণে। ̃ টুকু বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)। 5)
কদিন, (কথ্য) কদ্দিন
(p. 160) kadina, (kathya) kaddina ক্রি-বিণ. কয়দিন, কতদিন (আর কদিন অপেক্ষা করব?); অল্প কিছু দিন (কদিনের মধ্যেই সে সেরে উঠবে)। [বাং. কয় + দিন]। 34)
কশেরু2
(p. 172) kaśēru2 মেরুদণ্ড, শিরদাঁড়া। [সং. ক + √ শৃ+ উ, বিকল্পে কসেরু]। 53)
কসেরূ-কশেরু1
(p. 174) kasērū-kaśēru1 এর বানানভেদ। 14)
ক্ষত
(p. 217) kṣata বি. 1 ঘা (পুরোনো ক্ষত); 2 চোট; 3 শরীরের আঘাতপ্রাপ্ত স্হান ; 4 ব্রণ। বিণ. 1 আঘাতপ্রাপ্ত; 2 ছিন্ন। [সং. √ ক্ষণ্ (=হিংসা) + ত়]। ̃ চিহ্ন বি. ঘা বা আঘাত সেরে যাবার পর যে দাগ থাকে। ̃ বিক্ষত বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন। ̃ স্হান বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)। ক্ষতশৌচ বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি। 9)
দাহ
(p. 407) dāha বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা ('জুড়াল রে দিনের দাহ': রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসত্কার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)। [সং. √ দহ্ + অ]। ̃ ক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক। স্ত্রী. দাহিকা ̃ ন বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ। বিণ. দাহিত। দাহী (-হিন্) বিণ. দাহকারী। 9)
পোয়া1
(p. 534) pōẏā1 বি. 1 চারভাগের একভাগ, সিকিভাগ (পোয়া মাইল); 2 এক সেরের সিকিভাগ (এক পোয়া দুধ); 3 এক ক্রোশ বা দুই মাইলের সিকিপথ (একপোয়া পথ)। [সং. পাদ]। ̃ বারো বি. 1 পাশা খেলার দানবিশেষ; 2 (ব্যঙ্গে) পরম সৌভাগ্য; অত্যন্ত সুবিধাজনক অবস্হা। চারপোয়া দ্র চার1। 19)
বয়স
(p. 580) baẏasa বি. জন্মের সময় থেকে অস্তিত্বের কাল, বয়ঃক্রম; পরিণত বয়স (তার বয়স হয়েছে, এখন খাটতে পারে না)। [সং. বয়স্]। ̃ কাল বি. সাবালক অবস্হা, যৌবন; পরিণত বয়স (বয়সকালে এসব দোষ সেরে যাবে)। ̃ ফোড়া বি. যৌবনের আরম্ভে মুখ যে ব্রণ ওঠে। বয়স হওয়া ক্রি. বি. পূর্ণবয়স্ক হওয়া; বেশি বয়স হওয়া। বয়সা বি. যৌবনের আরম্ভে বা বয়ঃসন্ধির সময় কণ্ঠস্বরের বিকৃতি (বয়সা ধরেছে)। বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্হ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য। বয়সের গাছপাথর না থাকা ক্রি. বি. খুব বেশি বয়স হওয়া। বয়সোচিত বিণ. বিশেষ বয়সের পক্ষে মানানসই, বয়সের উপযোগী, বয়সের যোগ্য (বয়সোচিত আচরণ)। 10)
মন2
(p. 676) mana2 (বর্জি). মণ বি. ওজনের মাপবিশেষ, 4 সের, প্রায় 37*1/2 কিলোগ্রাম পরিমিত ওজনের সমান মাপ। [আ. মন্-তু. সং 'মণভিধানং খযুগৈশ্চ সেরৈঃ']। ̃ .কষা বি. (গণি.) মনের হিসাব মূল্যাদি নিরূপণের অঙ্ক। ̃ .কিয়া বিয় মন হিসাবের তালিকা। ̃ কে ক্রিবিণ. মনপ্রতি, প্রতি মনে (মনকে দু-সের কম)। ̃ .মনি বিণ. মনযুক্ত, মনবিশিষ্ট (দুমনি বস্তা)। 100)
মামড়ি
(p. 700) māmaḍ়i বি. 1 ক্ষত সেরে আসবার সময় তার উপর শুকনো চামড়ার যে আবরণ পড়ে; 2 (বিরল) নাকের ময়লা। [দেশি]। 4)
যথা
(p. 723) yathā অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ̃ .কথঞ্চিত্ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ̃ .কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ̃ .কালে, ̃.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ̃ .ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ̃ .জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ̃ .তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ̃ দিষ্ট বিণ. আদেশানুরূপ। ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ̃ .নিয়ম, ̃.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ̃ .নির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট। ̃ নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ̃ .ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ̃ .পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো। ̃ যথা পূর্বং তথা পরম্ অবস্হা পূর্বের মতোই, অর্থাত্ কোনো পরিবর্তনই হয়নি। ̃ .বত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ̃ .বিধি, ̃.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ̃ ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ̃ .যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ̃ .যথ-ভাবে ক্রিবিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ̃ .যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)। ̃ .য় ক্রি-বিণ. যেখানে। ̃ .রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ̃ .রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ̃ .লাভ বি. যত্কিঞ্চিত্ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ̃ .শক্তি, ̃.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ̃ .শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ̃ .সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ̃ .সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ̃ .স্হান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্হান। ̃ .স্হিতি বিণ. প্রকৃত, সত্য। ক্রি-বিণ. যথার্থভাবে। 9)
সারা৩
(p. 830) sārā3 ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577966
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185780
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785884
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027154
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901186
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848160
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708645
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620371

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us