Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হারি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-হারী2
(p. 867) -hārī2 (-রিন্) বিণ. হরণকারী, নাশক (চিত্তহারী, (দর্পহারী)। [সং. √ হৃ + ইন্]। স্ত্রী. ̃ হারিণী (ত্রিতাপহারিণী)। 39)
অজিহ্ব
(p. 8) ajihba বিণ. জিহ্বা নেই এমন। বি. ব্যাং (পৌরাণিক কাহিনী অনুসারে অগ্নির অভিশাপে ব্যাং জিভ হারিয়েছিল)। [সং. ন+জিহ্বা]। 121)
অপরা-ভূত
(p. 34) aparā-bhūta বিণ. যাকে পরাজিত করা বা হারিয়ে দেওয়া যায়নি। [সং. ন + পরাভূত]। 129)
আউট
(p. 77) āuṭa বিণ. 1 সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন ('ও ছেলে একেবারে আউট হয়ে গেছে': শরত্); 2 ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার অধিকার হারিয়েছে এমন। [ইং. out]। 21)
আত্মাপ-হারক, আত্মাপ-হারী
(p. 89) ātmāpa-hāraka, ātmāpa-hārī (-রিন্) বিণ. নিজের পরিচয় গোপনকারী; প্রতারক। [সং. আত্মন্ + অপহারক, অপহারিন্]। 27)
উদ্ধার
(p. 128) uddhāra বি. 1 পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া); 2 হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার); 3 উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার); 4 হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার); 5 উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)। [সং. উত্ + √ হৃ, √ ধৃ + অ]। ̃ ক বিণ. বি. উদ্ধারকারী। ̃ কার্য বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ। উদ্ধার চিহ্ন বি. উদ্ধৃতি চিহ্ন। উদ্ধারাশ্রম বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়। 6)
কপি2
(p. 163) kapi2 বি. 1 রচনাদির নকল বা প্রতিলিপি (এত বড় একটা উপন্যাস কপি করা কি সহজ কাজ?); 2 ছাপাখানায় যে পাণ্ডুলিপি দেখে মুদ্রণ করা হয় (প্রেসের লোকেরা কপি হারিয়ে ফেলেছে)। [ইং. copy]। কপি করা ক্রি. বি. 1 নকল করা, প্রতিলিপি প্রস্তুত করা; 2 পরীক্ষার সময় অসদুপায়ে অন্যের খাতা বা কাগজ দেখে লেখা; টুকলি করা (ও তো কপি করে পরীক্ষায় পাশ করেছে)। ̃ রাইট বি. বই বা কোনো মুদ্রিত রচনার স্বত্ব, গ্রন্হস্বত্ব। [ইং. copyright]। 15)
ক্রোধ
(p. 215) krōdha বি. 1 রাগ, কোপ, রোষ; 2 মানুষের ষড়্ রিপুর দ্বিতীয়টি। [সং. √ ক্রুধ্ + অ]। ̃ কর, ̃ জনক বিণ. যাতে রাগ জন্মায়, ক্রোধ উদ্রেক করে এমন। ̃ ন বি. ক্রোধ, রাগ। বিণ. হঠাত্ যার রাগ হয়; ক্রোধপ্রবণ। ক্রোধাগার বি. গোঁসাঘর। ক্রোধাগ্নি, ক্রোধানল বি. প্রচণ্ড ক্রোধের তেজ; প্রচণ্ড ক্রোধ। ক্রোধান্ধ বিণ. প্রচণ্ড ক্রোধে হিতাহিতজ্ঞানশূন্য; ক্রুদ্ধ হয়ে বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে এমন। ক্রোধান্বিত বিণ. রুষ্ট, ক্রুদ্ধ। স্ত্রী. ক্রোধান্বিতা। ক্রোধাবিষ্ট বিণ. ক্রোধে অভিভূত; ক্রোধ যাকে অভিভূত করে ফেলেছে। ক্রোধী (-ধিন্) বিণ. রাগি। 31)
খাস্ত, খাস্তা1
(p. 229) khāsta, khāstā1 বিণ. নষ্ট, বিকৃত। [ফা. খস্তা]। সাত নকলে আসল খাস্তা বারবার বা ক্রমাগত নকল হতে হতে আসল বা মূলই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। 15)
খোয়া2
(p. 234) khōẏā2 ক্রি. হারানো; নষ্ট করে ফেলা (কলমটাকে কীভাবে খোয়ালে? সম্মান খোয়ানো)। বিণ. হারিয়ে গেছে এমন; নষ্ট; অপহৃত (কলমটা খোয়া গেছে)। [সং. ক্ষয়িত]। খোয়া যাওয়া ক্রি. বি. হারিয়ে যাওয়া; চুরি যাওয়া। ̃ নো ক্রি. হারানো, নষ্ট করে ফেলা (সর্বস্ব খোয়ানো, মানসম্মান খুইয়েছে)। বি. বিণ. উক্ত অর্থে। 22)
গুপ্ত
(p. 253) gupta বিণ. 1 অপ্রকাশ্য, লুকানো (গুপ্তধন, গুপ্তব্যাধি); 2 অদৃশ্য, প্রচ্ছন্ন ('কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচরে': ঈ. গু.); 3 (প্রায় অপ্রচলিত) রক্ষিত; 4 বৈদ্য বা বৈশ্য জাতির পদবিবিশেষ। [সং. √গুপ্ + ত]। স্ত্রী. গুপ্তা। ̃ কথা বি. গোপন কথা; গোপনীয় কথা; অজ্ঞাত কাহিনী। ̃ ঘাতক বি. গোপনে হত্যাকারী (গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন)। ̃ চর বি. যে গোপনে সংবাদ সংগ্রহ করে; গোয়েন্দা। ̃ ধন বি. সবার অজ্ঞাতে ও অগোচরে লুকানো ধন। ̃ বেশ বি. ছদ্মবেশ। ̃ ভোট, গুপ্ত মত বি. ব্যালট ভোট, গোপন ভোট, secret ballot. গুপ্তি বি. 1 গোপনে রক্ষণ (মন্ত্রগুপ্তি); 2 ফাঁপা লাঠির মধ্যে লুকিয়ে রাখা সরু তরবারি। 5)
গোহারি
(p. 261) gōhāri বি. (প্রা. ম. বাং.) সবিনয়ে দুঃখনিবেদন ও প্রতিকারপ্রার্থনা ('ব্রহ্মার সদনে গিয়া করিল গোহারি: কাশী.)। [হি. গোহারী]। 25)
চিমনি
(p. 290) cimani বি. 1 ধোঁয়া বার করার নলাকার যন্ত্রবিশেষ (চিমনির কালো ধোঁয়া); 2 হারিকেন লণ্ঠন প্রভৃতির কাচনির্মিত গোলাকার আবরণ বা বেষ্টনী। [ইং. chimney]। 33)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
টুলো
(p. 346) ṭulō বিণ. 1 টোলে শিক্ষাপ্রাপ্ত; 2 টোলের টোলসংক্রান্ত। [বাং. টোল + উয়া ও]। টুলো পণ্ডিত বি. টোলের শিক্ষক; (ব্যঙ্গে) যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল। 28)
টেক্কা
(p. 347) ṭēkkā বি. 1 এক ফোঁটাযুক্ত তাস; 2 টক্কর, পাল্লা। [দেশি-তু. টক্কর]। টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. 1 পাল্লা দেওয়া; 2 প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। 9)
দরি1, (বর্জি.) দরী
(p. 399) dari1, (barji.) darī বি. 1 গুহা, কন্দর; 2 গভীর ও সংকীর্ণ উপত্যকা ('গিরিদরী-বিহারিণী হরিণীর লাস্যে': স.দ.)। [সং. দর1 + বাং. ই]। 29)
দুঃখ
(p. 411) duḥkha বি. 1 মনের কষ্ট বা বেদনা, মর্মপীড়া (মা-বাবার মনে দুঃখ দিয়ো না); 2 ক্ষোভ (তার কথায় দুঃখ পেলাম); 3 দারিদ্র, দুর্দশা (গরিবের দুঃখে তাঁর মন কাঁদে)। [সং. √ দুঃখ্ + অ]। ̃ কর, ̃ জনক, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ বিণ. দুঃখ ঘটায় বা উত্পাদন করে এমন, যন্ত্রণাদায়ক। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) দুঃখ দেয় এমন। ̃ ধান্ধা বি. কঠিন চেষ্টা। ̃ বাদ বি. মানবজীবন ও পৃথিবী কেবল দুঃখে ভরা-এই দার্শনিক মত, নৈরাশ্যবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. উক্ত দার্শনিক মতে বিশ্বাসী। ̃ ময় বিণ. কষ্টপূর্ণ। ̃ সুখ বি. কষ্ট ও শান্তি। ̃ হর বিণ. কষ্ট হরণ করে এমন। ̃ হরণ, ̃ হারী (-রিন্) বিণ. দুঃখদূরকারী। স্ত্রী. ̃ হরা, ̃ হারিণী। দুঃখার্ত বিণ. দুঃখে কাতর বা পীড়িত। দুঃখিত বিণ. 1 দুঃখপ্রাপ্ত; 2 ক্ষুণ্ণ; 3 অনুতপ্ত। স্ত্রী. দুঃখিতা। দুঃখী (-খিন্) বিণ. 1 দুঃখিত, দুঃখভোগকারী (দুঃখী মানুষ); 2 দীন, দরিদ্র। স্ত্রী. দুঃখিনী (দুঃখিনী সীতা)। 4)
ধনি1
(p. 430) dhani1 অব্য. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) রমণীকে সম্বোধনকালে ব্যবহৃত শব্দবিশেষ, ধন্যা ('ধনি ধনি তুহারি সোহাগ': বিদ্যা; 'সোহাগ চাঁদবদনী ধনি নাচো তো দেখি')। [সং. ধন্যা]। 15)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
নক্ষত্র
(p. 444) nakṣatra বি. 1 তারকা, তারা; 2 (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী। [সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]। ̃ গতি, ̃ বেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)। ̃ পতি বি. চন্দ্র। ̃ পাত বি. 1 উল্কাপাত; 2 (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু। ̃ পুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা। ̃ বিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র। ̃ লোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ। 3)
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
নিহারা, নেহারা
(p. 475) nihārā, nēhārā ক্রি. (কাব্যে) নিরীক্ষণ করা, দেখা। [প্রাকৃ. √ নিহাল সং. নি + √ ভালি + বাং. আ-তু. হি. মৈথি. √ নিহার]। নিহারই ক্রি. (ব্রজ.) দেখে। নিহারত ক্রি. (ব্রজ.) দেখে। নিহারন বি. নিরীক্ষণ, দর্শন, দেখা। নিহারিনু, (ব্রজ.) নিহারনু ক্রি. দেখলাম। নিহারিল, নেহারিল, (ব্রজ.) নিহারল ক্রি. দেখল। 70)
নীহারিকা
(p. 475) nīhārikā বি. আকাশে নীহারস্তূপের মতো দৃশ্যমান নক্ষত্রসমষ্টি বা বাষ্পীয় পদার্থ, nebula. [সং. নীহার + ইক + আ]। 107)
নেবুলা
(p. 479) nēbulā বি. নীহারিকাপুঞ্জ। [ইং. nebula]। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535005
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140539
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730797
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942991
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696697
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us