Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিংস্রা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অররু
(p. 61) araru বি. 1 শত্রু ('অররু-পুরে': মধু.); 2 অসুরবিশেষের নাম। বিণ. হিংস্র; হিংসাপরায়ণ [সং. √ ঋ + অরু]। 4)
অহিংসক, অহিংস্র
(p. 75) ahiṃsaka, ahiṃsra বিণ. 1 হিংসা করে না এমন; 2 অন্যকে আঘাত করে না এমন ('অহিংসক পাণ্ডবের না করিবে হিংসা': মধু)। [সং. ন + হিংসক, হিংস্র]। 27)
আততায়ী
(p. 85) ātatāẏī (য়িন্) বিণ. বি. হিংস্র আক্রমণকারী বা আঘাতকারী; বধ করতে উদ্যত; প্রাণনাশ করতে উদ্যত শত্রু। [সং. আতত + √ ই + ইন্]। বি. আততায়িতা। 111)
আনৃশংস্য
(p. 95) ānṛśaṃsya বি. নৃশংসতার বা হিংস্রতার অভাব; দয়া, করুণা। [সং. অনৃশংস + য]। 16)
কুমির
(p. 198) kumira বি. গিরগিটির আকৃতিসদৃশ বৃহদাকার হিংস্র প্রধানত জলচর সরীসৃপবিশেষ, নক্র, কুম্ভীর। [সং. কুম্ভীর]। কুমির কুমির খেলা বি. বালক-বালিকাদের খেলাবিশেষ। জলে কুমির ডাঙায় বাধ (প্রাণঘাতী) উভয়সংকট। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তির অধীনে থেকে তারই সঙ্গে বিবাদ। 9)
ক্রূর
(p. 215) krūra বিণ. 1 নির্দয়; 2 হিংস্র (ক্রূর কটাক্ষ); 3 খল; 4 অশুভকর। [সং. √ কৃত্ + র]। বি. ̃ তা। ̃ কর্মা (-র্মন্) বিণ. নিষ্ঠুর কাজ করে এমন; নিষ্ঠুর। ̃ মতি বিণ. নিষ্ঠুর মন যার, নিষ্ঠুর; খল। ̃ লোচন বি. শনিগ্রহ। ক্রূরাত্মা (-ত্মন্) বিণ. নির্দয়; হিংস্র; খলস্বভাব। 22)
গ্রাহ
(p. 261) grāha বি. 1 আদান, গ্রহণ; 2 উপলব্ধি, বোধ (ভাবগ্রাহ, অর্থগ্রাহ) ; 3 আগ্রহ; নির্বন্ধ; 4 হাঙর কুমির প্রভৃতি হিংস্র জলচর প্রাণী। [সং. √গ্রহ্ + অ]। ̃ ক বিণ. 1 যে গ্রহণ করে, গ্রহণকারী; 2 ক্রেতা। স্ত্রী. গ্রাহিকা। গ্রাহিত বিণ. গ্রহণ করা হয়েছে এমন। গ্রাহী (-হিন্) বিণ. বি. 1 গ্রহণকারী (গুণগ্রাহী); 2 আকর্ষক (হৃদয়গ্রাহী); 3 মলবদ্ধকারক, ধারক। 67)
ঘাত
(p. 266) ghāta বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ̃ ক বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ̃ চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ̃ ন1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ̃ ন2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ̃ সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনী। ঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য। 58)
দানব
(p. 402) dānaba বি. 1 (পুরাণে কশ্যপের পত্নী) দনুর পুত্র; 2 অসুর, দৈত্য। [সং. দনু + অ (অপত্যার্থে)]। স্ত্রী. দানবী। দানবিক, দানবীয় বিণ. 1 দানব বা অসুরের মতো; 2 অত্যন্ত হিংস্র (দানবিক নিষ্ঠুরতা)। ̃ দলনী বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গাদেবী। দানবারি বি. 1 দানবের শত্রু; 2 (দানবের শত্রু বলে) দেবতা; 3 দানবনিধনকর্তা; 4 বিষ্ণু। 73)
নর2
(p. 447) nara2 বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)। [সং. √ নৃ + অ]। স্ত্রী. নারী। ̃ কঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো। ̃ কপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা। ̃ খাদক বিণ. মানুষ খায় এমন। বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি। ̃ দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ। ̃ নারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণ ও অর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ। ̃ পতি বি. নৃপতি, রাজা। ̃ পশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ। ̃ পিশাচ বি. পিশাচের মতো হিংস্র ও জঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ। ̃ পুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ। ̃ মুণ্ড বি. মানুষের মাথা। ̃ মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত। ̃ লোক বি. মর্ত্যধাম, পৃথিবী। ̃ সমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়। ̃ সিংহ, ̃ হরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ। ̃ সুন্দর বি. নাপিত। 64)
নাকো
(p. 452) nākō অব্য. না, নয়, নহে ('সে পথ দিয়ে ফিরল নাকো তারা': রবীন্দ্র; 'হিংস্র স্রোত বয় নাকো': বিষ্ণু)। [বাং. না3 + ক (স্বার্থে)]। 12)
নৃশংস
(p. 475) nṛśaṃsa বিণ. 1 নিষ্ঠুর (নৃশংস হত্যাকাণ্ড); 2 হিংস্র। [সং. নৃ + √ শন্স্ + অ]। বি. ̃ তা। 125)
নেকড়ে, (বিরল) নেকড়িয়া
(p. 479) nēkaḍ়ē, (birala) nēkaḍ়iẏā বি. কুকুরজাতীয় হিংস্র বন্য পশুবিশেষ, wolf. [তু. হি. লকড়বগ্ঘা]। 12)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বাঘ
(p. 591) bāgha বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger. [সং. ব্যাঘ্র]। স্ত্রী. বাঘিনি। ̃ ছড়া, ̃ ছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম। ̃ নখ বি. 1 বাঘের নখ; 2 গলার গহনাবিশেষ; 3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ; 4 গন্ধদ্রব্যবিশেষ। ̃ বন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ। বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা। বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর ও অসুবিধাজনক। বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান। বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ। বাঘের মাসি বি. বিড়াল। 76)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
ব্যাঘ্র
(p. 648) byāghra বি. 1 অতি শক্তিশালী হিংস্র মাংসাশী বিড়ালশ্রেণির বন্য পশুবিশেষ, বাঘ; 2 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠ প্রধান বা শক্তিমান ব্যক্তি (নরব্যাঘ্র)। [সং. বি + আ + √ ঘ্রা + অ]। স্ত্রী. ব্যাঘ্রী। 59)
ব্যাল
(p. 651) byāla বি. 1 সাপ; 2 হিংস্র জানোয়ার। বিণ. খল, ধূর্ত। [সং. ব্যাড় ব্যাল]। ̃ গ্রাহী (-হিন্) বি. সাপুড়ে। 31)
ভিম-রুল
(p. 664) bhima-rula বি. বোলতাজাতীয় কিন্তু বড়ো ও কালো এবং তীব্র বিষযুক্ত হুল-ফোটানো পতঙ্গবিশেষ। [ সং. ভৃঙ্গরোল]। ভিমরুলের চাক দলবদ্ধ ভিমরুলের তৈরি গোলাকার বাসা। ভিমরুলের চাকে ঘা (বা খোঁচা) দেওয়া (আল.) হিংস্র ও একতাবদ্ধ জনতাকে উত্তেজিত করা। 57)
মড়ি
(p. 676) maḍ়i বি. 1 মড়া মৃতদেহ, শব (মড়িঘর); 2 বাঘ সিংহাদি হিংস্র পশু যে পশুকে হত্যা করে অর্ধভুক্ত অবস্হায় রেখে যায় পরে এসে খাবার জন্য। [বাং মড়া + ই]। ̃ .ঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ। ̃ .পোড়া বি. শবদাহে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ। 45)
শ্বাপদ
(p. 786) śbāpada বি. 1 (মূলত) যার পা কুকুরের পায়ের মতো; 2 শিকারি বা মাংসাশী হিংস্র পশু (শ্বাপদসংকুল অরণ্য)। [সং. শ্বন্ + পদ]। ̃ সংকুল, ̃ সমাকীর্ণ বিণ. হিংস্র জন্তুতে পূর্ণ। 33)
সার্কাস
(p. 831) sārkāsa বি. (প্রধানত বন্য ও হিংস্র জন্তুজানোয়ার নিয়ে) ব্যায়ামকৌশল ও চিত্তাকর্ষক খেলার প্রদর্শন। [ইং. circus]। 10)
সিংহ, (কথ্য) সিংগি, সিঙ্গি
(p. 832) siṃha, (kathya) siṅgi, siṅgi বি. 1 বিড়াল শ্রেণির অতি বলশালী হিংস্র বন্য জানোয়ারবিশেষ, পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র; 2 (জ্যোতিষ.) রাশিচক্রের পঞ্চম স্হান; 3 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠ ব্যক্তি (পুরুষসিংহ)। [সং. √ হিন্স্ + অ]। বি. স্ত্রী. সিংহী, (বাং.) সিংহিনি। ̃ দ্বার বি. 1 সিংহমূর্তিযুক্ত দ্বার; 2 প্রধান দ্বার, বিশাল অট্টালিকার সদর দরজা। ̃ নাদ বি. 1 সিংহের গর্জন; 2 বীরের হুঙ্কার। ̃ বাহিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ̃ বিক্রান্ত বিণ. সিংহের মতো পরাক্রান্ত। বি. সিংহের পদক্ষেপ। ̃ শাবক, ̃ শিশু বি. সিংহের বাচ্চা। 10)
স্বভাব
(p. 853) sbabhāba বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা। [সং. স্ব + ভাব]। ̃ কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ̃ কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ̃ কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ̃ গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ̃ চরিত্র বি. প্রকৃতি ও চালচলন। ̃ জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ̃ বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ̃ প্রকৃতি বি. আচারআচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ̃ শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ̃ সিদ্ধ, ̃ সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা। 4)
স্হান
(p. 849) shāna বি. 1 স্হল, জায়গা, ঠাঁই (স্হানত্যাগ, বাসস্হান); 2 অঞ্চল, দেশ, প্রদেশ (তীর্থস্হান, গোরস্হান); 3 আশ্রয় (কোথাও তার স্হান নেই); 4 আধার, পাত্র (ভরসাস্হান); 5 বিষয়, ক্ষেত্র (শোকস্হান, ভয়স্হান); 6 তীর্থ, পীঠ, অধিষ্ঠানক্ষেত্র (বাবা তারকনাথের স্হান); 7 পদ, পরিবর্ত (তত্স্হানে); 8 বাসস্হান, আলয়, আবাস (হিংস্র পশুর স্হান)। [সং. √ স্হা + অন]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. স্বীয় অবস্হানস্হল বা বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এমন। ̃ পরিবর্তন বি. জায়গা-বদল; বাসস্হান-বদল। স্হানাঙ্ক বি. (গণি.) co-ordinate. স্হানান্তর বি. অন্য স্হান। স্হানান্তরিত বিণ. ভিন্ন স্হানে নীত; এক কর্মস্হান থেকে বদলি হয়ে ভিন্ন কর্মস্হানে নিযুক্ত। স্ত্রী. স্হানান্তরিতা। স্হানাভাব বি. জায়গায় কমতি। স্হানিক বি. (প্রাচীন ভারতে) কোনো স্হানের অধ্যক্ষ। বিণ. স্হানীয়। স্হানী (-নিন্) বিণ. স্হানযুক্ত; স্হিতিশীল। স্হানীয় বিণ. 1 (নির্দিষ্ট) স্হানসম্বন্ধীয়; 2 (নির্দিষ্ট) স্হানের; 3 স্হানবিশেষে সীমাবদ্ধ (স্হানীয় সাক্ষী, স্হানীয় অভাব-অভিযোগ); তুল্য (পুত্রস্হানীয়)। স্হানীয় কাল local time. স্হানে অস্হানে নির্বিচারে যোগ্য ও অযোগ্য স্হানে। স্হানে স্হানে ক্রি-বিণ. বিভিন্ন স্হানে। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535199
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140654
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730970
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943156
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883665
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696742
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us