Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নেকড়ে, (বিরল) নেকড়িয়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নেকড়ে, (বিরল) নেকড়িয়া এর বাংলা অর্থ হলো -

(p. 479) nēkaḍ়ē, (birala) nēkaḍ়iẏā বি. কুকুরজাতীয় হিংস্র বন্য পশুবিশেষ, wolf. [তু. হি. লকড়বগ্ঘা]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিচয়
(p. 460) nicaẏa বি. 1 সমূহ (গ্রন্হনিচয়, নক্ষত্রনিচয়); 2 বৃদ্ধি, উপচয়। [সং. নি + √ চি + অ]। 20)
নিশ্চেতন
(p. 473) niścētana বিণ. জড়, অচেতন; যার সংজ্ঞা বা চৈতন্য নেই। [সং. নির্ + √ চিত্ + অন]। 40)
নিরাধার
(p. 467) nirādhāra বিণ. 1 আধারহীন; 2 অবলম্বনহীন, আশ্রয়হীন। [সং. নির্ + আধার]। 22)
নৈরাশ্য, নৈরাশ,
নিরা-করণ
নরোত্তম
(p. 447) narōttama বি. 1 শ্রেষ্ঠ মানব; 2 নারায়ণ, শ্রীকৃষ্ণ। [সং. নর2 + উত্তম]। 76)
নকাশি
নির্জীব
নিকষ
(p. 459) nikaṣa বি. 1 কষ্টিপাথর; 2 শান; 3 কষণ চিহ্ন। [সং. নি + √ কষ্ + অ]। ̃ কালো বি. কষ্টিপাথরের মতো কালো। নিকষিত বিণ. 1 কষ্টিপাথরে ঘষা হয়েছে এমন; 2 মার্জিত, পালিশ করা; বিশুদ্ধ বলে পরীক্ষিত ('নিকষিত হেম': চণ্ডী)। 4)
নিরীশ্বর
নাগেন্দ্র
(p. 452) nāgēndra বি. 1 ঐরাবত; 2 অনন্ত নাগ। [সং. নাগ + ইন্দ্র]। 34)
নাকো
(p. 452) nākō অব্য. না, নয়, নহে ('সে পথ দিয়ে ফিরল নাকো তারা': রবীন্দ্র; 'হিংস্র স্রোত বয় নাকো': বিষ্ণু)। [বাং. না3 + ক (স্বার্থে)]। 12)
নীলাম্বর
(p. 475) nīlāmbara বি. 1 নীল রঙের আকাশ; 2 নীল রঙের বস্ত্র; 3 হলধর বলরাম। বিণ. নীলবর্ণ বস্ত্র পরিধানকারী বা পরিহিত। [সং. নীল + অম্বর]। 100)
নির্বন্ধ
নাগরিকা1
(p. 452) nāgarikā1 বি. (স্ত্রী.) নগরের অধিবাসিনী। [সং. নাগরিক + বাং. আ]। 25)
নিরসন
(p. 467) nirasana বি. নিরাকরণ, দূরীকরণ, মোচন, খণ্ডন (সন্দেহ নিরসন, ভ্রান্তি নিরসন)। [সং. নির্ + √ অস্ + অন]। 9)
নৃলোক
(p. 475) nṛlōka দ্র নৃ। 124)
নাটা1
(p. 452) nāṭā1 বি. গোলাকার ছোট ফল বা তার বীজ, লতাকরঞ্জ। [দেশি]। 57)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নেমি, নেমী
(p. 480) nēmi, nēmī বি. চাকার বেষ্টন, পরিধি বা বেড়। [সং. √ নি + মি, মী]। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070638
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767511
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364779
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720582
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697341
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594130
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543941
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542005

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন