Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

√ঘট্ট দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

গড়া2
(p. 236) gaḍ়ā2 ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্হাপন করা (স্কুল গড়া)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ বাং. √গঠ্ √গড়্ + আ]। ̃ নো ক্রি. অপরের দ্বারা গড়া। বিণ. বি. উক্ত অর্থে। 38)
ঘট
(p. 265) ghaṭa বি. 1 ছোট কলসি ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র); 2 পাত্র, আধার (সর্ব ঘটে); 3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই); 4 দেহ ('ঘটের মধ্যে সাঁই বিরাজে': বাউল গান)। [সং. √ঘট্ + অ]। ̃ কর্পর বি. 1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা; 2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম। ̃ কার বি. কুম্ভকার, কুমোর। 4)
ঘট-মান
(p. 265) ghaṭa-māna বিণ. 1 ঘটছে এমন; 2 (ব্যাক.) চলছে এমন (ঘটমান বর্তমান, ঘটমান অতীত)। [সং. √ঘট্ + মান (শানচ্)]। 11)
ঘটক
(p. 265) ghaṭaka বি. 1 সংঘটনকর্তা, যে ঘটায়; 2 বিবাহের সম্বন্ধ স্হাপনকারী পুরুষ ; 3 ব্রাহ্মণদের পদবিবিশেষ। [সং. √ঘট্ + অক]। ঘটকী বি. (স্ত্রী.) বিবাহের সম্বন্ধ স্হাপনকারিণী স্ত্রীলোক। ঘটকালি বি. ঘটকের কাজ; বিবাহের সম্বন্ধ করা। 5)
ঘটন
(p. 265) ghaṭana বি. সংঘটন, ঘটা, হওয়া; 2 যোজন (অঘটন-ঘটন); 3 বিধির নির্বন্ধ। [সং. √ঘট্ + অন]। 8)
ঘটনা
(p. 265) ghaṭanā বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ̃ ক্রমে, ̃ চক্রে ক্রি-বিণ. দৈবাত্, ঘটনাগতিকে, accidentally. ̃ চক্র বি. ঘটনাপরম্পরা। ̃ ধীন বিণ. দৈবাধীন। ̃ পূর্ণ, ̃ বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ̃ বলি বি. ঘটনাসমূহ। ̃ স্হল বি. অকুস্হল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে। 9)
ঘটনীয়
(p. 265) ghaṭanīẏa বিণ. 1 সংঘটনযোগ্য; 2 ঘটবে এমন; 3 সম্ভাব্য। [সং. √ঘট্ + অনীয়]। 10)
ঘটা1
(p. 265) ghaṭā1 বি. 1 ঘটন; 2 সমারোহ, জাঁকজমক (ছেলের বিয়েতে খুব ঘটা হয়েছিল) ; 3 সম্মিলন (গজঘটা); 4 শোভা (পোশাকের কী ঘটা) ; 5 (প্রা. ম. বাং.) সমূহ ('অনঙ্গ তরঙ্গ হোলো উলঙ্গের ঘটা')। [সং. √ঘট্ + অ + আ]। 13)
ঘটা2
(p. 265) ghaṭā2 ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ̃ নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)। 14)
ঘটিত
(p. 265) ghaṭita বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ̃ ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত। 18)
ঘট্ট
(p. 265) ghaṭṭa বি. পুকুরের ঘাট। [সং. √ঘট্ট্ + অ]। 22)
ঘট্টন
(p. 265) ghaṭṭana বি. 1 সংঘটন; 2 ঘোটন, ঘোটা; 3 ঘর্ষণ; 4 গঠন। [সং. √ঘট্ট্ + অন]। ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা। ঘট্টিত বিণ. 1 সংঘটিত; 2 নির্মিত; 3 ঘোটা হয়েছে এমন। 23)
ঘাঁটা1
(p. 266) ghān̐ṭā1 ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ̃ ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ̃ নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। বিণ. উক্ত সব অর্থে। 46)
ঘুঁটা, ঘোঁটা
(p. 269) ghun̐ṭā, ghōn̐ṭā বি. ক্রি. 1 আলোড়িত করা, তরল পদার্থের সঙ্গে নেড়েচেড়ে মেশানো; 2 তোলপাড় করা, তন্নতন্ন করে খোঁজা। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]. ̃ নো বি. ক্রি. (অন্যের দ্বারা) আলোড়িত করানো। বিণ. উক্ত অর্থে। 18)
ঘোঁট
(p. 270) ghōn̐ṭa বি. 1 জটলা; 2 আন্দোলন, নাড়াচাড়া। [দেশি-তু. সং. √ঘট্ট]। ঘোঁট পাকানো ক্রি. বি. 1 জটলা করা; 2 দল বেঁধে বিরূপ সমালোচনা করা বা ষড়যন্ত্র করা।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535215
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140684
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730991
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696753
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us