Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোঁট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘোঁট এর বাংলা অর্থ হলো -

(p. 270) ghōn̐ṭa বি. 1 জটলা; 2 আন্দোলন, নাড়াচাড়া।
[দেশি-তু. সং. √ঘট্ট]।
ঘোঁট পাকানো ক্রি. বি. 1 জটলা করা; 2 দল বেঁধে বিরূপ সমালোচনা করা বা ষড়যন্ত্র করা।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘটী
ঘ্রাত
ঘনান্ধ-কার
(p. 266) ghanāndha-kāra বি. গাঢ় অন্ধকার। [সং. ঘন + অন্ধকার]। 20)
ঘাগরা, ঘাঘরা
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্নঅন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হবেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
ঘট
(p. 265) ghaṭa বি. 1 ছোট কলসি ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র); 2 পাত্র, আধার (সর্ব ঘটে); 3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই); 4 দেহ ('ঘটের মধ্যে সাঁই বিরাজে': বাউল গান)। [সং. √ঘট্ + অ]। ̃ কর্পর বি. 1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা; 2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম। ̃ কার বি. কুম্ভকার, কুমোর। 4)
ঘোলা
(p. 272) ghōlā বিণ. 1 আবিল, অস্বচ্ছ (ঘোলা চোখে দেখা, ঘোলা দৃষ্টি); 2 কর্দমাক্ত, কাদা-গোলা (ঘোলা জল)। ক্রি. ঘুলা -র চলিত রূপ। [সং. ঘোল + বাং. আ (সাদৃশ্যার্থে)]। ̃ টে বিণ. ঈষত্ ঘোলা। ̃ নো ক্রি. বি. ঘুলানো-র চলিত রূপ। 20)
ঘোরালো, ঘোরাল
ঘাড়
ঘুষ-খোর, ঘুস-খোর
(p. 270) ghuṣa-khōra, ghusa-khōra বি. বিণ. যে ঘুষ নেয়। [বাং. ঘুষ + আ. খোর্]। 13)
ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
ঘ্যানর-ঘ্যানর
ঘামাচি
ঘাঁটা2
(p. 266) ghān̐ṭā2 বি. কড়া (হাতে ঘাঁটা পড়ে গেল)। [দেশি]। 47)
ঘোমটা
ঘাবড়া
(p. 269) ghābaḍ়ā ক্রি. থতমত খাওয়া, বিচলিত হওয়া, হতবুদ্ধি হওয়া, ভয় পাওয়া (ঘাবড়েছে, ঘাবড়িয়ো না)। [হি. √ঘব্ড়া]। ̃ নি বি. ঘাবড়ানোর ভাব। ̃ নো ক্রি. বি. বিণ. থতমত খাওয়া; হতবুদ্ধি হওয়া; ঘাবড়েছে বা হতবুদ্ধি হয়েছে এমন। 2)
ঘর্ষণ, ঘর্ষ
(p. 266) gharṣaṇa, gharṣa বি. 1 ঘষা, মার্জন; 2 সংঘর্ষ। [সং. √ঘৃষ্ + অন, অ]। ঘর্ষিত বিণ. ঘষা বা মার্জন করা হয়েছে এমন। 39)
ঘৃত
(p. 270) ghṛta বি. ঘি, হবিঃ। [সং. √ঘৃ (=ক্ষরণ) + ত]। ̃ পক্ব বিণ. ঘি দিয়ে বা ঘিয়ে ভাজা বা তৈরি (ঘৃতপক্ব লুচি)। 25)
ঘৃতান্ন
(p. 270) ghṛtānna বি. ঘি-ভাত। [সং. ঘৃত + অন্ন]। 30)
ঘোরা, ঘোরাঘুরি, ঘোরানো
(p. 272) ghōrā, ghōrāghuri, ghōrānō যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরিঘুরানো -র চলিত রূপ। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577963
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185775
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785881
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027148
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901185
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848159
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708644
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620363

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us