Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(ব্রজ) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তাপা
(p. 375) tāpā ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। ̃ নো ক্রি. তপ্ত করা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল। 30)
-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
অইছন, অইসন
(p. 1) aichana, aisana ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. পশ্চিমা হি. বাং.] অইছে ক্রি-বিণ. ওইভাবে। 6)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অনু-লেহ
(p. 31) anu-lēha বি. (ব্রজ. বর্ত. অপ্র.) অনুরাগ; স্নেহ; প্রেম; প্রীতি। [সং. অনু + ম. বাং. নেহ (স্নেহ) লেহ]। 14)
অবহু, অবহুঁ
(p. 46) abahu, abahu অব্য. (ব্রজ.) এখন, এখনও ('অবহু রাজপথে পুরজন জাগি': বিদ্যা.)। [ব্রজ. অব (=এখন) + হু, হুঁ (=নিশ্চয়ার্থক অব্যয়)। অবহি-অবহু র রূপভেদ। 43)
আগি
(p. 82) āgi বি. (ব্রজ.) আগুন ('হৃদয়ে জ্বলত মঝু আগি': চণ্ডী)। [প্রাক্. আগ্গি সং. অগ্নি]। 61)
আজু
(p. 85) āju অব্য. ক্রি.-বিণ. (ব্রজ.) আজ, অদ্য ('বড় অপরূপ আজু পেখনু রাই': বিদ্যা.)। [প্রাকৃ. অজ্জ]। 41)
আনত2
(p. 89) ānata2 ক্রি-বিণ. (ব্রজ) অন্য দিকে ('আনত হেরি ততহি দেই কানে': বিদ্যা)। [সং. অন্যত্র] 126)
আশ্রম
(p. 108) āśrama বি. 1 সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; 2 তপোবন (আশ্রমবালক); 3 শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); 4 আশ্রয়স্হান (অনাথাশ্রম)। [সং. আ + √ শ্রম্ + অ]। ̃ ধর্ম বি. আশ্রমবাসীদের কর্তব্য। আশ্রমিক, আশ্রমী বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী। 37)
একলি
(p. 142) ēkali বিণ. (ব্রজ.) একাকী, একাকিনী। [তু. হি. অকেলী]। 26)
এতহি
(p. 146) ētahi ক্রি-বিণ. (ব্রজ.) এই জায়গায়, এখানে। [তু. সং. এতস্মিন্]। 46)
এতহুঁ
(p. 146) ētahu বিণ. (ব্রজ.) এই সমস্ত, এতখানি ('এতহুঁ সম্বাদ': গো. দা.)। [সং. এতাবত্]। 47)
কছু
(p. 156) kachu সর্ব. (ব্রজ.) কিছু। [হি. কুছ্]। 51)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
কব2
(p. 164) kaba2 অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখন, কবে। [সং. কদা- তু. হি. কব]। 5)
কবহুঁ, কবহু
(p. 164) kabahu, n̐kabahu অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখনো। [কব2 দ্র]। 19)
করই
(p. 166) kari অস-ক্রি. (ব্রজ.) করতে। [বাং. √ কর্]। 22)
করল
(p. 167) karala বি. (ব্রজ.) করিল -র কোমল রূপ। 22)
করু
(p. 167) karu ক্রি. (ব্রজ.) করে; করুক; কোরো ('অসম মহিমা কো করু ওর': বা. ঘো.)। [বাং. √ কর্]। 40)
কহ, কহো
(p. 174) kaha, kahō ক্রি. (অনুজ্ঞায়) বলো, বর্ণনা করো ('কহো মোরে কে গো তুমি মাত': রবীন্দ্র)। [বাং. √ কহ্]। ̃ ই ক্রি. বলে; অস-ক্রি বলতে। ̃ ত ক্রি. (ব্রজ.) বল। ̃ ব ক্রি. বলব। ̃ বি ক্রি. বল্বি। 20)
কহা
(p. 174) kahā ক্রি. বলা। বি. কথন। বিণ. কথিত, উক্ত। [বাং. √ কহ্ + আ]। ̃ নো ক্রি. বলানো। ̃ য়সি ক্রি.(ব্রজ.) বলাও ('তুঁহু জগনাথ জগতে কহায়সি')। 23)
কাঁপই, কাঁপয়ে
(p. 177) kām̐pi, kām̐paẏē ক্রি. (ব্রজ.) কাঁপে। [কাঁপা দ্র]। 3)
কাটব
(p. 179) kāṭaba ক্রি. (ব্রজ.) কাটবে; দংশন করবে। [বাং. √ কাট্]। 17)
কৈছে, কৈসে
(p. 207) kaichē, kaisē ক্রি-বিণ. (ব্রজ.) কেমন করে, কীভাবে ('কৈছে গোঙ্গায়ব': বিদ্যা)। [হি. কৈসে]। 41)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072921
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768221
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720919
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697829
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594493
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544771
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542227

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন