Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(মানীর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-খেকো
(p. 232) -khēkō বিণ. 1 যে খায় (মানুষখেকো বাঘ); 2 ভক্ষিত (পোকায় খেকো ফল)। [বাং. √খা + উকা]। 14)
খাকি1
(p. 224) khāki1 বিণ. ছাই রঙের, ছাইরঙা; বাদামি বা কপিল রঙের (খাকি জামা, খাকি পোশাক)। [ফা. খাক্ + বাং. ই]। খাকি2, খাগি বিণ. (স্ত্রী.) (সাধারণত নিন্দার্থে বা গালি হিসাবে ব্যবহৃত) ভক্ষণকারিণী (চোখখাকি, গতরখাকি, ভাতারখাকি)। [সং. খাদিকা]। খেকো, -খেগো বিণ. খাদক, ভক্ষণকারী (মানুষখেকো বাঘ)। 65)
গণন, গণনা
(p. 236) gaṇana, gaṇanā বি. 1 সংখ্যা করা, অঙ্ক কষা; 2 বিবেচনা (দোষী বলে গণনা করা হল); 3 হিসাব (লাভ-লোকসান গণনা); 4 স্বীকার করা (মানুষ বলে গণনা করা); 5 উল্লেখ ; 6 নির্দেশ (শত্রু বলে গণনা); 7 (জ্যোতিষ.) রাশি-নক্ষত্রের দ্বারা ভবিষ্যত্ শুভাশুভ নিরূপণ (ভবিষ্যত্ গণনা)। [সং. √গণ্ + অন, আ]। গণনীয় বিণ. স্বীকার্য; গণনা করার যোগ্য; গণনা করতে হবে এমন। 47)
গনা, গণা
(p. 240) ganā, gaṇā ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ̃ গনতি, ̃ গুনতি, ̃ গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন। 8)
চামার
(p. 281) cāmāra বি. 1 চর্মকার, মুচি; 2 (আল.) নিষ্ঠুর বা নীচ ব্যক্তি (মানুষ নয়, একটা আস্ত চামার)। [সং. চর্মার]। স্ত্রী. ̃ নি। 135)
ছিনি-মিনি
(p. 304) chini-mini বি. 1 জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; 2 (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; 3 (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); 4 ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]। 73)
জিহ্বা
(p. 326) jihbā বি. রসনা, জিভ, মুখবিবরের যে অঙ্গ স্বাদগ্রহণে, লেহন করতে এবং (মানুষের ক্ষেত্রে) কথা বলতে সাহায্য করে। [সং. √ লিহ্ + য + অ (নি.)]। ̃ গ্র বি. জিভের আগা বা ডগা। ̃ মূল বি. জিভের গোড়া। ̃ মূলীয় বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)। বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্। 13)
পরি-বহণ
(p. 499) pari-bahaṇa বি. 1 (মানুষ মালপত্র ইত্যাদি) বহন করে স্হানান্তরে নিয়ে যাওয়া, transport (স.প.); 2 (বিজ্ঞা.) কোনোকিছুর ভিতর দিয়ে বিদ্যুত্ তাপ প্রভৃতি সঞ্চালন, conduction (বি.প.)। [সং. পরি + বহন]। 18)
মানী
(p. 699) mānī (-নিন্) বিণ. 1 মান্য, সম্মানার্হ (মানী লোকের মানরক্ষা); 2 অভিমানী, গর্বী। [সং. মান + ইন্]। 12)
মানুষ
(p. 699) mānuṣa বি. হোমো সাপিয়েনস প্রজাতির প্রাণী, মনুষ্য, নর (মানুষ মরণশীল); 2 ব্যক্তি (মেয়েমানুষ, মনের মানুষ)। বিণ. 1 মনুষ্য সম্বন্ধীয়; 2 মনুষ্যচিত গুণসম্পন্ন আবার তোরা মানুষ হ': দ্বি. রা.); 3 লায়েক (তুমি খুব মানুষ হয়ে গেছ ভাবছ বুঝি?); 4 লালনপালনদ্বারা বর্ধিত বা বয়ঃপ্রাপ্ত (ছেলে মানুষ করা)। [সং. মনু (+ষ) + অ]। মানুষিক বিণ. মনুষ্যসম্বন্ধীয়; মনুষ্যচিত (অমানুষিক)। ̃ .খেকো বিণ. মানুষ খায় এমন। বি. মানুষ খায় এমন বাঘ। ̃ .জন বি. লোকজন। মানুষী বিণ. মানুষসুলভ ('একটি স্মৃতির মানুষী দুর্বলতা': সু. দ.)। বি. (স্ত্রী.) নারী। মানুষকরা ক্রি. বি. লালনপালন করে বড়ো করে তোলা। মানুষ হওয়া ক্রি. বি. 1 প্রতিপালিত হওয়া (মামাবাড়িতে মানুষ হয়েছে); 2 মনুষ্যচিত গুণের অধিকারী হওয়া। মানুষের মতো মানুষ আদর্শ মানুষ, যে ব্যক্তি মনুষ্যোচিত সমস্ত গুণের অধিকারী। 14)
মানোয়ার
(p. 699) mānōẏāra বি. যুদ্ধজাহাজ। [ইং. man-of-war]। মানোয়ারি বিণ. 1 যুদ্ধজাহাজে কর্মরত অর্থাত্ নৌযোদ্ধা (মানোয়ারি গোরা); 2 যুদ্ধে ব্যবহৃত (মানোয়ারি জাহাজ)। 16)
মান৩
(p. 698) māna3 বি. 1 সম্মান, পূজা, সমাদর (মানীর মান); 2 মর্যাদা, গৌরব (মানে আঘাত লাগা)। [সং √ মান্ + অ]। ̃ দ বিণ. সম্মানদায়ক। স্ত্রী. মানদা। ̃ ন ̃ না বি. সম্মান বা পূজা বা সমাদর করা। ̃ নীয় বিণ পূজনীয় বা সমাদরণীয়, সম্মানের যোগ্য। স্ত্রী. ̃ নিয়া। ̃ নীয়েষু বি. (7মী বিভক্তি) (চিঠিপত্রাদিতে সম্বোধনবিশেষ) শ্রদ্বেয় বা সম্মানযোগ্য ব্যক্তির প্রতি। স্ত্রী. ̃ নীয়াসু। ̃ .পত্র বি. গৌরবসূচক বা সম্মানসূচক অভিনন্দন পত্র। ̃ .হানি, বি. সম্মাননাশ, মর্যাদানাশ। ̃ .হীন বিণ. সম্মানশূন্য, মর্যাদাশূন্য, সম্মান নেই এমন। 8)
মান৪
(p. 698) māna4 বি. 1 প্রণয়ভঙ্গ ঈর্ষা প্রভৃতি কারণে প্রিয়তমের প্রতি অব্যক্ত ও অতীব্র ক্রোধ অভিমান (মানভঞ্জন, মান করেছে); 2 গর্ব, দম্ভ হামবড়া ভাব (অতিমান পতনের কারণ)। ̃ .কলি বি স্ত্রীপুরুষের অভিমানজনিত কলহ। ̃ .ভঞ্জন বি অভিমান দূর করা। মানে মানে ক্রি-বিণ. সম্মান অক্ষুন্ন থাকতে-থাকতে বা হারাবার আগে (মানে মানে বিদায় হও) [সং √ মান্ + অ]। 9)
রচা
(p. 733) racā বি. ক্রি. 1 রচনা করা; 2 কল্পনার দ্বারা সৃষ্টি করা ('সেই সত্য যা রচিবে তুমি': রবীন্দ্র)। বিণ. উক্ত অর্থে (মানুষের রচা কাহিনি)। [সং. √ রচ্ + বাং. আ]। 18)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773125
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370819
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723038
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700427
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596238
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551107
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন