Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গণন, গণনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গণন, গণনা এর বাংলা অর্থ হলো -

(p. 236) gaṇana, gaṇanā বি. 1 সংখ্যা করা, অঙ্ক কষা; 2 বিবেচনা (দোষী বলে গণনা করা হল); 3 হিসাব (লাভ-লোকসান গণনা); 4 স্বীকার করা (মানুষ বলে গণনা করা); 5 উল্লেখ ; 6 নির্দেশ (শত্রু বলে গণনা); 7 (জ্যোতিষ.) রাশি-নক্ষত্রের দ্বারা ভবিষ্যত্ শুভাশুভ নিরূপণ (ভবিষ্যত্ গণনা)।
[সং. √গণ্ + অন, আ]।
গণনীয় বিণ. স্বীকার্য; গণনা করার যোগ্য; গণনা করতে হবে এমন।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গর-মিল
(p. 242) gara-mila বি. 1 অমিল (দুজনের স্বভাবের গরমিল নজরে পড়বেই); 2 হিসাবে গোলযোগ; 3 মনান্তর। [বাং. গর ( আ. গয়র্) + মিল]। 24)
গজ-গজ, গজ্-গজ্, গজর-গজর
(p. 236) gaja-gaja, gaj-gaj, gajara-gajara অব্য. বি. 1 বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ; 2 অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে); 3 বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে); 4 স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)। [দেশি, ধ্বন্যা.]। 15)
গণ্ডে-পিণ্ডে
গিলা1
গুবাক
(p. 253) gubāka বি. সুপারি গাছ। [সং. √গু (ত্যাগ করা) + আক]। 10)
গেঁয়ে, গেঁয়ো
গোবিষ্ঠা
(p. 256) gōbiṣṭhā বি. গোবর, গোময়। [সং. গো + বিষ্ঠা]। 115)
গতে
(p. 239) gatē ক্রি-বিণ. (বর্ত. বিরল) অব্য. গত হলে (বেলা তিনটা গতে)। [গত দ্র]। 17)
গোয়
(p. 256) gōẏa ক্রি. (ব্রজ.) 1 গোপন করে ('আঁচরে মূখশশী গোয়' : গো. দা.); 2 কাটায়, অতিবাহিত করে; 3 রাখে। [ বাং. গোপয়ে (=গোপন করে)]। 126)
গুহ্য
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
গাঁইয়া
(p. 245) gām̐iẏā বিণ. গেঁয়ো; গেঁয়ো স্বভাববিশিষ্ট। [বাং. গাঁ + ইয়া]।
গোল৩
গস-গস
(p. 244) gasa-gasa অব্য. চাপা ক্রোধের ভাবব্যঞ্জক শব্দ (রাগে গসগস করা)। [ধ্বন্যা.]। 16)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গিরি2
(p. 246) giri2 বি. 1 পর্বত, পাহাড়; 2 দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ। [সং. √গৃ+ ই]। ̃ কন্দর, ̃ গহ্বর, ̃ গুহা বি. পর্বতের গুহা। ̃ কুমারী, ̃ জা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী। ̃ জায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা। ̃ তল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ। ̃ দরী বি. পর্বতগুহা। ̃ দুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ। ̃ নন্দিনী - গিরিকুমারী -র অনুরূপ। ̃ পথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ। ̃ বর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়। ̃ বর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ। ̃ মল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল। ̃ মাটি বি. গৈরিক বা গেরি মাটি। ̃ রাজ বি. হিমালয়। ̃ রানি বি. গিরিজায়া -র অনুরূপ। ̃ শ়ৃঙ্গ বি. পর্বতের চূড়া, শৈলশিখর। ̃ সংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়। 119)
গোটা2, গোটানো
(p. 256) gōṭā2, gōṭānō যথাক্রমে গুটা ও গুটানো -র চলিত রূপ। 69)
গ্রন্হন
(p. 261) granhana দ্র গ্রথন। 44)
গতিক
(p. 239) gatika বি. 1 অবস্হা, দশা, হাল (শরীরের গতিক ভালো নয়); 2 উপায় (বেগতিক); 3 কৌশল (কোনো গতিকে পালাব)। [সং. গতি + ক; আঞ্চলিক ভাষায় অর্থান্তরিত]। 15)
গেঁজলা, গেঁজা, গেঁজানো
(p. 256) gēn̐jalā, gēn̐jā, gēn̐jānō যথাক্রমে গাঁজলা, গাঁজান2গাঁজানো -র চলিত রূপ। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577625
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185305
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026133
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901034
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848094
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619982

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us