Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জিহ্বা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জিহ্বা এর বাংলা অর্থ হলো -

(p. 326) jihbā বি. রসনা, জিভ, মুখবিবরের যে অঙ্গ স্বাদগ্রহণে, লেহন করতে এবং (মানুষের ক্ষেত্রে) কথা বলতে সাহায্য করে।
[সং. √ লিহ্ + য + অ (নি.)]।
গ্র বি. জিভের আগা বা ডগা।
মূল বি. জিভের গোড়া।
মূলীয়
বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)।
বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জার্সি
(p. 324) jārsi বি. একই দলভুক্ত খেলোয়াড়দের একইধরনের জামা। [ইং. jersey]। 4)
জিজ্ঞাসক
(p. 325) jijñāsaka দ্র জিজ্ঞাসা। 5)
জীব2
জম্বুরা
জগদীশ, জগদীশ্বর
(p. 311) jagadīśa, jagadīśbara বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]। 27)
জা2
(p. 312) jā2 বি. সন্তান; পুত্র (ঘোষজা, বোসজা)। [বাং. প্রত্যয় সং. জাত]। 190)
জুলাই
(p. 327) julāi বি. ইংরেজি বছরের সপ্তম মাস। [ইং. July]। 51)
জালি1
(p. 324) jāli1 বি. 1 ছোট জাল; 2 জালসদৃশ বস্তু; 3 জাফরি। বিণ. জালের মতো ফাঁক-ফাঁক করে তৈরি (জালি গেঞ্জি)। [সং. জাল + বাং. ই]। 11)
জটে, জটিয়া
(p. 312) jaṭē, jaṭiẏā বিণ. জটাবিশিষ্ট, জোটে। [বাং. জট + ইয়া এ]। ̃ বুড়ি - জোটেবুড়ি -র রূপভেদ। 23)
জেয়
(p. 327) jēẏa বিণ. জয়ের যোগ্য, জেতব্য, জয়সাধ্য। (তু. বিপ. অজেয়)। [সং. √ জি + য]। 77)
জৈন
জাজ্বল্য-মান
(p. 320) jājbalya-māna বিণ. অতিশয় উজ্জ্বল বা স্পষ্ট। [সং. √ জ্বল্ + যঙ্ + মান (শানচ্)]। 27)
জীবিকা
(p. 327) jībikā বি. জীবনধারণের জন্য অবলম্বিত বৃত্তি বা পেশা, জীবনধারণের উপায়; পেশা বা বৃত্তি। [সং. √ জীব্ + ক + আ]। ̃ নির্বাহ বি. জীবনধারণের ব্যবস্হা, বেঁচে থাকার উপায় করা। 14)
জড়া
(p. 312) jaḍ়ā ক্রি. জড়ানো। বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন। [সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]। 27)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্যপরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
জড়ানো
(p. 312) jaḍ়ānō ক্রি. 1 আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা); 2 বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল); 3 মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো); 4 গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে); 5 পরস্পর মেশানো; 6 লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে); 7 অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ জড়া + আনো]। 29)
জিলাপি, (কথ্য) জিলিপি
(p. 326) jilāpi, (kathya) jilipi বি. ময়দা দিয়ে তৈরি চক্রাকারে ভাজা এবং চিনির রসে প্রস্তুত মিঠাইবিশেষ। [হি. জিলেবী]। 9)
জটলা
জাল2
(p. 324) jāla2 বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5 কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। ̃ জীবী (-বিন্) বি. জেলে। ̃ পাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। বি. হাঁসজাতীয় পাখি। 6)
জবড়ে, জবরজং
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140307
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730492
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942671
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883520
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838453
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696618
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603057

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us