Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

[দেশি-তু দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইস, ইস্
(p. 116) isa, is অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]। 33)
উঁকি
(p. 119) un̐ki বি. আড়াল থেকে দেখা, অল্পক্ষণের জন্য বা লুকিয়ে দেখা। [দেশি-তু. সং. উদীক্ষণ]। ̃ ঝুঁকি বি. আড়াল থেকে বারবার বা ক্রমাগত দেখা। 6)
উস-খুস
(p. 139) usa-khusa বি. অস্বস্তি বা অস্হিরতার ভাব প্রকাশ করা। [দেশি-তু. হি. অস্খস্]। 19)
কুল-কুচা (কথ্য) কুল-কুচো
(p. 199) kula-kucā (kathya) kula-kucō বি. মুখের মধ্যে জল বা অন্য তরল পুরে কুলকুল শব্দে আলোড়িত করা, কুল্লি বা কিল। [দেশি-তু. হি. কুলকুলানা]। 28)
কোঁচ2
(p. 209) kōn̐ca2 বি. মাছ বা অন্য প্রাণী বিঁধে মারার বর্শাবিশেষ। [দেশি-তু. সং. কুস্ত]। 4)
কোঁচড়
(p. 209) kōn̐caḍ় বি. পরিধেয় বস্ত্রের কোঁচা বা সামনের কোঁচকানো অংশ দিয়ে সাময়িক প্রয়োজনে থলের মতো আধার (কোঁচড়ে রয়েছে কিছুটা মুড়ি)। [দেশি-তু. সং. ক্রোড়]। 7)
খলট
(p. 224) khalaṭa (আঞ্চ.) বি. 1 ধান মা়ড়াইয়ের স্হান; 2 উঠান। [দেশি-তু. সং. খল2]। 31)
খাঁকার, খাঁকারি, খাঁকরি
(p. 224) khān̐kāra, khān̐kāri, khān̐kari বি. গলা সাফ করার শব্দ; কৃত্রিম কাশির শব্দ। [দেশি-তু. হি. খঁখার]। 53)
খিলি
(p. 230) khili বি. সাজা পান; সাজা পানের মোড়ক (এক খিলি পান খাও)। [দেশি-তু. হি. ঠিলি]। 8)
খুঙ্গি, খুঙি
(p. 230) khuṅgi, khuṅi বি. বেত বা বাঁশের তৈরি (পুঁথিপত্র রাখার) ঝাঁপিবিশেষ। [দেশি-তু. সং. করঙ্গ]। ̃ পুঁথি বি. খুঙ্গি ও তার ভিতরের পুঁথি। 26)
খোলতা
(p. 235) khōlatā বিণ. উজ্জ্বল; শোভমান, সুবিকশিত (চেহেরাটা বেশ খোলতা হয়েছে)। [দেশি-তু. হি. খোল্তা]। ̃ ই বি. ঔজ্জ্বল্য; শোভা। 2)
গাট্টা, গাঁট্টা
(p. 246) gāṭṭā, gān̐ṭṭā বি. হাত মুঠো করে আঙুলের গাঁট বা তা দিয়ে আঘাত (মাথায় গাঁট্টা মারল)। [দেশি-তু. সং. গ্রন্হি]। গাট্টা মরা ক্রি. বি. গাট্টা দিয়ে আঘাত করা। গাট্টা-গোট্টা, গাঁট্টা-গোঁট্টা বিণ. সুগঠিত ও পেশিযুক্ত ও শক্তিশালী (গাট্টাগোট্টা চেহারা)। 28)
গোবদা
(p. 256) gōbadā বিণ. অশোভন বা বেমানানরকম মোটা (গোবদা লাউ, গোবদা লাঠি, গোবদা গোবদা পা)। [দেশি-তু হি. গব্দা]। 107)
গোলা1
(p. 256) gōlā1 বি. 1 ধান ইত্যাদি রাখার মরাই; 2 আড়ত (কাঠের গোলা); 3 বাজার; গঞ্জ। [দেশি-তু. হি. গোলা]।̃ জাত বিণ. গোলা বা মরাইয়ে রাখা হয়েছে এমন। ̃ বাড়ি বি. শস্যাগার, ধান্যাদি শস্য মজুত করার জন্য বাড়ি; খামার। 148)
ঘট-ঘট
(p. 265) ghaṭa-ghaṭa অব্য. বি. (প্রধানত) শূন্য কাঠের পাত্রের মধ্যে কাঠের দণ্ড বা অনুরূপ কিছু নাড়াচাড়া করার শব্দ। [দেশি-ধ্বন্যা.]। ঘটর-ঘটর অব্য. বি. ক্রমাগত ঘটঘট জাতীয় গড়ানোর শব্দ। 7)
ঘড়-ঘড়
(p. 265) ghaḍ়-ghaḍ় অব্য. বি. 1 কণ্ঠনালিতে শ্লেষ্মাজনিত আওয়াজ (গলার ঘড়ঘড়); 2 চলন্ত গাড়ির চাকার শব্দ। [দেশি-ধ্বন্যা.]. 24)
ঘুসা2, ঘুসি, ঘুসো2
(p. 270) ghusā2, ghusi, ghusō2 বি. 1 মুষ্টি; 2 মুষ্টি দিয়ে প্রহার। [দেশি-তু. হি. ঘুস্সা, ঘুসা]। ঘুসি মারা ক্রি. বি. মুষ্ট্যাঘাত করা, হাতের মুঠি দিয়ে আঘাত করা। ঘুসি লড়া ক্রি. মুষ্টিযুদ্ধ করা। ঘুসা-ঘুসি, ঘুসো-ঘুসি বি. ঘুসির লড়াই, মুষ্টিযুদ্ধ, boxing. 19)
ঘেঁচড়া
(p. 270) ghēn̐caḍ়ā বি. বারবার ঘষার ফলে কড়া পড়া, জামড়া (ঘেঁচড়া পড়া)। বিণ. 1 কড়া পড়েছে এমন; 2 অবাধ্য ও একগুঁয়ে (ঘেঁচড়া ছেলে); 3 বোধহীন (মারঘেঁচড়া)। [দেশি-তু. সং. ঘৃষ্ট]। 34)
ঘেউ, ঘেউ-ঘেউ
(p. 270) ghēu, ghēu-ghēu অব্য. বি. কুকুরের ডাক। [দেশি-ধ্বন্যা.]। 33)
ঘেঙা
(p. 270) ghēṅā ক্রি. ঘ্যানঘ্যান করা, একঘেয়ে কাতরোক্তি করা। [দেশি-ধ্বন্যা.]। ̃ নো ক্রি. ঘেঙা। বি. ঘ্যানঘ্যান। 40)
ঘোঁট
(p. 270) ghōn̐ṭa বি. 1 জটলা; 2 আন্দোলন, নাড়াচাড়া। [দেশি-তু. সং. √ঘট্ট]। ঘোঁট পাকানো ক্রি. বি. 1 জটলা করা; 2 দল বেঁধে বিরূপ সমালোচনা করা বা ষড়যন্ত্র করা।
ঘোঁত-ঘোঁত
(p. 272) ghōn̐ta-ghōn̐ta অব্য. বি. শুয়োরের ডাক; অসন্তোষ বা ক্রোধের চাপা ধ্বনি। [দেশি-ধ্বন্যা.]। 2)
ঘোগ
(p. 272) ghōga বি. 1 বাঘ ও কুকুরের মাঝামাঝি জন্তুবিশেষ; 2 বাঘের শত্রু বুনো কুকুর ; 3 মাঠে ও ক্ষেতে জল বেরোবার গর্ত বা নালি। [দেশি-তু. সং. কোক]। 3)
ঘ্যাঁচ
(p. 272) ghyān̐ca অব্য. বি. নরম জিনিস কাটার শব্দবিশেষ (কচু গাছটাকে ঘ্যাঁচ করে কেটে ফেলল)। [দেশি-ধ্বন্যা.]। ঘ্যাঁচ ঘ্যাঁচ অব্য. বি. ক্রমাগত ঘ্যাঁচ শব্দ (ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটছে)। 25)
ঘ্যাঙর-ঘ্যাঙ
(p. 272) ghyāṅara-ghyāṅa অব্য. বি. ব্যাঙের ডাক। [দেশি-ধ্বন্যা.]। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072860
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768214
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365626
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720915
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697811
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594487
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544748
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542226

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন