Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গোবদা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গোবদা এর বাংলা অর্থ হলো -

(p. 256) gōbadā বিণ. অশোভন বা বেমানানরকম মোটা (গোবদা লাউ, গোবদা লাঠি, গোবদা গোবদা পা)।
[দেশি-তু হি. গব্দা]।
107)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গজা1
গরদা
(p. 242) garadā গর্দা -র বানানভেদ। 16)
গুল-পট্টি
(p. 253) gula-paṭṭi বি. ধাপ্পা, ধাপ্পাবাজি। [বাং. গুল3 + পট্টি]। গুলপট্টি মারা ক্রি. বি. ধাপ্পা দেওয়া; মিথ্যা কথা বলে ঠকানো। 43)
গুছা, গোছা
গর-ঠিকানিয়া
(p. 242) gara-ṭhikāniẏā বিণ. যার ঠিকানা নেই 14)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায়প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবলদীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্তসুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গুঁড়ি2
গড়ন
(p. 236) gaḍ়na বি. 1 নির্মাণ, গঠন, প্রস্তুতকরণ; 2 সৌষ্ঠব, সৌন্দর্য, সুগঠন (চোখের গড়ন)। [বাং. গঠন]। ̃ পিটন, ̃ পেটন বি. গঠন ও সৌষ্ঠব। ̃ দার বি. নির্মাতা; ধাতু ইত্যাদি পিটিয়ে যে জিনিসপত্র গড়ে। [বাং. গড়ন + ফা. দার]। 36)
গাঁজা2
(p. 246) gān̐jā2 ক্রি. ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; সঞ্চিত হওয়া। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √গাঁজ + আ]। ̃ নো ক্রি. গাঁজাযুক্ত করা, পচানো; মাতানো। বি. বিণ. উক্ত অর্থে। 5)
গজাল
(p. 236) gajāla বি. 1 বড় পেরেক; 2 শোলজাতীয় মাছবিশেষ। [ফা. গজ + বাং. আল]। 22)
গাদা1
(p. 246) gādā1 বি. বড় মাছের পিঠের অংশ (গাদার মাছ খেতে পারি না)। [ গ্রা. বাং. গাঁত (=গাত্র)]। 50)
গিট-কিরি
গণ্ডে-পিণ্ডে
গরজা, গরজানি, গরজানো
গনা, গণা
(p. 240) ganā, gaṇā ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ̃ গনতি, ̃ গুনতি, ̃ গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন। 8)
গোদুগ্ধ
(p. 256) gōdugdha বি. গোরুর দুধ। [সং গো + দুগ্ধ]। 83)
গবয়
(p. 241) gabaẏa বি. 1 গোরুর মতো গলকম্বলহীন পশুবিশেষ; 2 এক শ্রেণির বানর। [সং. গো + √অয়্ + অ]। 7)
গহনার নৌকা, গয়নার নৌকো
(p. 244) gahanāra naukā, gaẏanāra naukō বি. বহু যাত্রী নিয়ে চলাচলকারী বড় নৌকাবিশেষ। [দেশি]। 22)
গোয়াল2, গোয়ালা, গয়লা
(p. 256) gōẏāla2, gōẏālā, gaẏalā বি. 1 গোপ, গোপালক; 2 দুগ্ধ ব্যবসায়ী। [সং. গোপাল]। স্ত্রী. গোয়ালিনি, গয়লানি। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ নিজে গোয়ালা হয়েও দুধ খেতে পায় না-খায় আমানি; (আল) নামমাত্র সার, কাজে কিছু নয়। 128)
গুণ্ঠন
(p. 250) guṇṭhana বিণ. 1 ঘোমটা; অবগুণ্ঠন; 2 আবরণ; 3 বেষ্টন। [সং. √গুণ্ঠ্ + অন]। গুণ্ঠিত বিণ. 1 আবৃত; 2 ঘোমটায় ঢাকা ; 3 বেষ্টিত; 4 সংকুচিত, গুটানো। 86)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785546
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026480
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901087
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us