Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুযায়ী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান2
(p. 698) -māna2 বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ̃ .চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ̃ .দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ̃ .মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. 7)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অধীন
(p. 20) adhīna বিণ. 1 আয়ত্ত; 2 বশীভূত; 3 আশ্রিত; 4 বাধ্য; 5 অন্তর্ভুক্ত, included; 6 অপেক্ষাকৃত, নিম্নপদস্হ, subordinate (স. প.); 7 নির্ভরশীল (বি. প.)। বি. শাসন; অধিকার (আমি তোমার অধীনে নই)। [সং. অধি+ইন (=প্রভু)]। অধীনা, (অশু.) অধীনী বিণ. বি. (স্ত্রী.) বশীভূত বা বশে আছে এমন (রমণী)। ̃ তা বি. পরাধীনতা; অন্যের আদেশ অনুযায়ী কাজ করার অবস্হা বা ভাব। 7)
অনু-প্রস্হ
(p. 29) anu-prasha বিণ. ক্রি-বিণ. প্রস্হের বা আড়ের দিক অনুযায়ী, আড়াআড়ি। [সং. অনু + প্রস্হ]। 11)
অনু-বর্তন
(p. 29) anu-bartana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। 18)
অনু-বল
(p. 29) anu-bala বি. 1 সহায় ('কেবা মোর হবে অনুবল': ক. ক.); 2 ক্ষমতা, প্রভাব ('ব্যাসের তপের অনুবলে': ভা. চ.); 3 প্রসাদ, অনুগ্রহ ('ধর্ম অনুবলে তাহা হইল পূরণ': কাশী.); 4 সৈন্যের পৃষ্ঠরক্ষক সৈন্য। বিণ. শক্তি অনুযায়ী, সামর্থ্যানুযায়ী। [সং. অনু (অনুগত) + বল]। 19)
অনু-সার
(p. 32) anu-sāra বি. অনুসরণ; অনুরূপ আচরণ। [সং. অনু + √ সৃ + অ]। অনু-সারী (-রিন্) বিণ. অনুসরণকারী, পিছু নেয় বা অনুসরণ করে এমন। অনু-সারে ক্রি-বিণ. অনুযায়ী, মতো (শক্তি অনুসারে, যোগ্যতা অনুসারে, নিয়ম অনুসারে)। 5)
অর্ডার
(p. 62) arḍāra বি. 1 হুকুম, আদেশ; নির্দেশ (আমার অর্ডার মানতে হবে); 2 ফরমাশ (জামার অর্ডার দিয়েছি)। [ইং. order]। অর্ডারি বিণ. ফরমায়েশি, ফরমাশ অনুযায়ী তৈরী হয়েছে বা করা হয়েছে এমন (অর্ডারি মাল)। অর্ণব বি. সমুদ্র, সাগর। [সং. অর্ণস + ব, নিপাতনে]। ̃ .পোত, ̃ .যান বি. সমুদ্রগামী জাহাজ, সমুদ্রে চলাচল করে এমন যান। 6)
অস্নাত
(p. 73) asnāta বিণ. স্নান করেনি এমন। [সং. ন + স্নাত]। ̃ ক বি. 1 যে ব্যক্তি বিধিমতো ব্রহ্মচর্য পালনের পর সমাবর্তকালে রীতি অনুযায়ী স্নান করেনি; 2 (বর্ত.) যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি লাভ করেনি। 36)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আক্ষরিক
(p. 82) ākṣarika বিণ. 1 অক্ষরসংক্রান্ত; অক্ষর অনুযায়ী; 2 বর্ণে বর্ণে করা হয়েছে এমন (আক্ষরিক অনুবাদ), হুবহু, literal. [সং. অক্ষর + ইক]। বি. ̃ তা। 13)
আনু-পূর্বিক
(p. 95) ānu-pūrbika বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)। ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে। [সং. অনুপূর্ব + ইক]। 3)
আনুষ্ঠানিক
(p. 95) ānuṣṭhānika বিণ. 1 অনুষ্ঠানসম্বন্ধীয়; শাস্ত্রীয় রীতিসম্মত; 2 বিহিত অনুষ্ঠান অনুযায়ী (আনুষ্ঠানিক নির্বাচন)। [সং. অনুষ্ঠান + ইক]। 13)
ইত্যনু-সারে
(p. 114) ityanu-sārē ক্রি-বিণ. এই অনুযায়ী; এইভাবে। [সং. ইতি + অনুসারে]। 17)
ইস-লাম
(p. 116) isa-lāma বি. 1 হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম। ইস-লামি বিণ. ইসলামসম্বন্ধীয় ইসলাম ধর্মের অনুযায়ী (ইসলামি রীতি)। [আ. ইস্লাম]। 37)
উপরি2
(p. 133) upari2 বিণ. নিয়মিত বা আশা অনুযায়ী যা প্রাপ্য তার অতিরিক্ত, বাড়তি (উপরি আয়, উপরি লাভ)। বি. বকশিশ; ঘুষ; দস্তুরি; নিয়মবহির্ভূত আয়। [বাং. উপর + ই]। 43)
ঋতু
(p. 141) ṛtu বি. 1 প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি; 2 মেয়েদের মাসিক রজস্রাব, স্ত্রীরজ। [সং. √ ঋ + তু]। ̃ কাল বি. মাসের যে কয়দিন মেয়েদের ঋতুস্রাব চলে। ̃ পতি, ̃ রাজ বি. ঋতুশ্রেষ্ঠ বসন্ত। ̃ পরিবর্তন বি. এক ঋতুর পরে আর এক ঋতুর আগমন, ঋতু বদলে যাওয়া। ̃ মতী বিণ. রজস্বলা, যার ঋতুস্রাব হয় এমন। ̃ স্নান বি. ঋতুমতী হওয়ার পর চতুর্থ দিন স্নান করার সংস্কার। 13)
কম্পাউণ্ডার
(p. 164) kampāuṇḍāra বি. ভাক্তারের অর্থাত্ চিকিত্সকের নির্দেশ অনুযায়ী যে ওষুধ প্রস্তুত করে; ডাক্তারখানার যে কর্মচারী ওষুধ প্রস্তুত করে। [ইং. compounder শব্দের অর্থান্তরে]। কম্পাউণ্ডারি বি. কম্পাউণ্ডারের কাজ (কম্পাউণ্ডারি শিখেছে)। 63)
কাণ্ড
(p. 179) kāṇḍa বি. 1 গাছের মূল থেকে শাখা পর্যন্ত অংশ, গুঁড়ি; 2 পর্ব, পাব; 3 গ্রন্হের অধ্যায় বা বিষয়বিভাগ (বেদের কর্মকাণ্ড, রামায়ণের সপ্তকাণ্ড); 4 ব্যাপার, ঘটনা (অবাক কাণ্ড, কত কাণ্ড ঘটে গেল); 5 (বিরল) বাণ, কাঁড় (ধনুষ্কাণ়্ড)। [সং. √ কন্ + ড]। ̃ কারখানা বি. ঘটনাসমূহ; কার্যাবলি। ̃ জ বিণ. কাণ্ড বা গুঁড়ি থেকে উত্পন্ন। ̃ জ্ঞান বি. সহজাত বুদ্ধি; অবস্হা অনুযায়ী কর্তব্য-অকর্তব্য বিচারের ক্ষমতা, common sense. কাণ্ডা-কাণ্ড-জ্ঞান, কাণ্ডা-কাণ্ডি-জ্ঞান বি. ভালো-মন্দ বোধ, কর্তব্য-অকর্তব্য জ্ঞান। 44)
কোর-বানি
(p. 210) kōra-bāni বি. মুসলমান শাস্ত্র অনুযায়ী পশু উত্সর্গ বা পশুবলি (আগামী কাল কারবালায় উট কোরবানি হবে)। [আ. কুর্বানী]। 38)
কোর্ট-মার্শাল
(p. 210) kōrṭa-mārśāla বি. সামরিক আইন অনুযায়ী বিচারের ব্যবস্হা বা সেই বিচারের জন্য স্হাপিত আদালত। কোর্টমার্শাল করা ক্রি. বি. সামরিক আইন অনুসারে বিচার করা।[ইং. court martial]। 46)
কৌলিক
(p. 210) kaulika বিণ. 1 কুলসম্বন্ধীয়; 2 বংশপরম্পরাগত (কৌলিক আচার, কৌলিক পদবি); 3 কুলাচার বা কুলধর্ম অনুযায়ী ; 4 কুলধর্ম প্রবর্তনকারী; 5 বামাচারী তান্ত্রিক সাধক। বি. তন্তুবায়, তাঁতি। [সং. কুল + ইক]। 90)
খবিশ, খপিশ
(p. 221) khabiśa, khapiśa বি. (মুসলমানদের বিশ্বাস অনুযায়ী)। ভূত-প্রেত। বিণ. নোংরা, ময়লা (আমার বাড়ির চাকরটা ভারি খবিশ)। [আ. খবীশ্]। 86)
খেয়াল
(p. 232) khēẏāla বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ̃ খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে। 37)
গাঁই
(p. 245) gām̐i বি. আদি বাসস্হান অনুযায়ী ব্রাহ্মণদের শ্রেণি। [সং. গ্রামীণ বা গ্রামিণ্ (=গ্রামী)]। 14)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073511
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768532
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365859
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720992
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697945
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594569
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545008
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন