Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কোর্ট-মার্শাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কোর্ট-মার্শাল এর বাংলা অর্থ হলো -

(p. 210) kōrṭa-mārśāla বি. সামরিক আইন অনুযায়ী বিচারের ব্যবস্হা বা সেই বিচারের জন্য স্হাপিত আদালত।
কোর্টমার্শাল করা ক্রি. বি. সামরিক আইন অনুসারে বিচার করা।
[ইং. court martial]।
46)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুঞ্চন
(p. 194) kuñcana বি. 1 সংকোচন; 2 কুঁচকে যাওয়া। [সং. √ কুন্চ্ + অন]। কুঞ্চিত বিণ. কুঁচকে গেছে এমন; সংকুচিত; কোঁকড়া (কুঞ্চিত কেশ)। 27)
কাট2
(p. 179) kāṭa2 বি. গঠনকৌশল, আকৃতি, গড়ন (মুখের কাট, জামার কাট)। [ইং. cut]। 10)
কফি
(p. 164) kaphi বি. বীজবিশেষ; এই বীজের গুঁড়ো দিয়ে প্রস্তুত পানীয়। [ইং. coffee]। 2)
কালিমা
(p. 188) kālimā (-মন্) বি. 1 মলিনতা, কৃষ্ণতা; 2 কলঙ্ক। [সং. কাল3 + ইমন্]। ̃ ময় বিণ. কলঙ্কযুক্ত। 11)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কবহুঁ, কবহু
(p. 164) kabahu, n̐kabahu অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখনো। [কব2 দ্র]। 19)
কাজল
(p. 178) kājala বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল প্রা. কজ্জল]। ̃ লতা বি. কাজল তৈরি করবাররাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ। 22)
কাশি
(p. 188) kāśi দ্র কাশ2। 29)
কুসন্তান
(p. 201) kusantāna বি. অযোগ্য এবং পিতামাতার প্রতি ভক্তি নেই এবং তাঁদের প্রতি দায়িত্ব পালন করে না এমন সন্তান। [সং. কু + সন্তান]। 35)
কাল-পেঁচা
(p. 186) kāla-pēn̐cā বি. 1 ধূসর রঙের মাথাবিশিষ্ট কটা রঙের পেঁচাবিশেষ যার চিত্কার অশুভ বলে বিবেচিত; 2 (আল.) অত্যন্ত অশুভকর বা কালো ও কদাকার ব্যক্তি। [বাং. কাল2 + পেঁচা]। 29)
কড়-কচ
(p. 158) kaḍ়-kaca বি. সমুদ্রজাত লবণ, করকচ নুন। [ধ্বন্যাত্মক, সং. কড়ক]। 18)
কুল-কুণ্ডলিনী
কুয়ো
(p. 198) kuẏō দ্র কুয়া। 25)
করিকর, করিণী
(p. 167) karikara, kariṇī দ্র করী। 32)
ক্যাশ
(p. 210) kyāśa 1 নগদ টাকা (ক্যাশ বাক্স); 2 টাকা-পয়সা (বেড়াতে তো যাচ্ছ, সঙ্গে ক্যাশ কীরকম আছে?)। [ইং. cash]। 134)
কিলো
কোশিশ
কমলিনী
(p. 164) kamalinī বি. 1 পদ্মিনী; 2 শ্রীরাধিকা, রাইকমলিনী; 3 পদ্মসমূহ; পদ্মের ঝাড়। [সং. কমল + ইন্ (দেশ বা সমূহ অর্থে) + ঈ]। 52)
কুঁতা, কুঁথা, কোঁতা, কোঁথা
(p. 192) kun̐tā, kun̐thā, kōn̐tā, kōn̐thā ক্রি. 1 মলত্যাগের জন্য বেগ দেওয়া; 2 কষ্টকর কাজ করার সময় বা শারীরিক কষ্ট পেলে একটু একটু করে দম ফেলার ধ্বনি করা। বি. উক্ত সব অর্থে। [সং. √ কুন্থ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 কোঁতা, কোঁত পাড়া; কোঁতাতে বাধ্য করা; 2 (আল.) কষ্ট বা বেগ দেওয়া। বি. উক্ত সমস্ত অর্থে। 34)
কাঁচি৩, (বর্জি.) কাঁচী
(p. 174) kān̐ci3, (barji.) kān̐cī বিণ. কম; কম ওজনের (কাঁচি সের); ঠাসবোনা (কাঁচি ধুতি)। [বাং. কাঁচা + ই]। 58)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535054
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140574
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730848
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943044
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883621
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838503
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696716
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603100

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us