Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অস্হায়ী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনিত্য
(p. 25) anitya বিণ. 1 অস্হায়ী, স্হায়ী নয় এমন; 2 নশ্বর। [সং. ন + নিত্য]। ̃ তা বি. স্হায়িত্বের অভাব। 29)
অস্হায়িতা, অস্হায়িত্ব
(p. 73) ashāẏitā, ashāẏitba দ্র অস্হায়ী। 23)
অস্হায়ী
(p. 73) ashāẏī (-য়িন্) বিণ. স্হায়ী নয় এমন, চিরকাল থাকে না এমন; অল্পকাল থাকে এমন, temporary; পাকা নয় এমন (অস্হায়ী চাকরি)। [সং. ন + স্হায়িন্]। বি. অস্হায়িতা, অস্হায়িত্ব। 24)
আস্তানা
(p. 110) āstānā বি. 1 আড্ডা (সাপের আস্তানা); 2 বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); 3 আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) 3 আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)। [ফা. আস্তানা]। আস্তানা গাড়া ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা। আস্তানা গুটানো ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া। তু. পাততাড়ি গুটানো। 20)
ঔপাধিক
(p. 155) aupādhika বিণ. 1 উপাধিবিষয়ক; 2 উপাধিজাত; 3 নামমাত্র; 4 অনিত্য, অস্হায়ী। [সং. উপাধি + ইক]। 30)
কোআর্টার, কোয়ার্টার
(p. 207) kōārṭāra, kōẏārṭāra বিণ. 1 সরকারিভাবে ব্যবস্হাপিত অস্হায়ী বাসভবন; 2 কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারীদের জন্য অস্হায়ী বাসভবন। [ইং. quarters]। 54)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
ক্যাম্প
(p. 210) kyāmpa বি. শিবির, সৈন্য খেলোয়াড় বা কর্মীদের সাময়িক প্রশিক্ষণের শিবির বা অস্হায়ী আবাস (ট্রেনিং ক্যাম্প, ক্যাম্পে বাস করা)। [ইং. camp]। 127)
ডেরা
(p. 357) ḍērā বি. 1 অস্হায়ী বাসা, আস্তানা, আড্ডা; 2 তাঁবু, ছাউনি। [হি. ডেরা]। ডেরা গাড়া, ডেরা বাঁধা ক্রি. বি. আড্ডা গাড়া, অস্হায়ী বাসা করা, বাসা করা। ডেরা উঠানো, ডেরা তোলা ক্রি. বি. বাস বা আড্ডা তুলে দেওয়া। ̃ ডাণ্ডা বি. বাসা ও তার আসবাবপত্র। 58)
তাঁবু, তাম্বু
(p. 373) tām̐bu, tāmbu বি. কাপড়ের তৈরি অস্হায়ী ঘরবিশেষ, শিবির, tent. [আ. তন্বু, তম্বু]। 10)
নশ্বর
(p. 447) naśbara বিণ. নাশ বা বিনাশ আছে এমন, নাশশীল, ক্ষয়শীল; অনিতা, অস্হায়ী (নশ্বর মানবজীবন)। [সং. √ নশ্ + বর]। ̃ তা বি. বিনাশশীলতা; অনিত্যতা। 91)
নিলম্বন
(p. 473) nilambana বি. 1 কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত স্হগিত বা মুলতুবি রাখা; 2 অস্হায়ী বা সাময়িক পদচ্যুতি, suspension (স. প.)। [সং. নি + √ লম্ব্ + অন]। নিলম্বিত বিণ. মুলতুবি, মুলতুবি রাখা হয়েছে এমন; সাময়িকভাবে বরখাস্ত বা পদচ্যুত করা হয়েছে এমন, suspended (স. প.)। নিলম্বিত গণিতক কাঁচা হিসাব, suspense accounts (স. প.)। 16)
প্যান-ডেল, প্যাণ্ডেল
(p. 534) pyāna-ḍēla, pyāṇḍēla বি. সভা, পূজা, প্রদর্শনী প্রভৃতির জন্য অস্হায়ী মণ্ডপ। [তা. পণ্ডাল]। 84)
বই1
(p. 572) bi1 বি. 1 পুস্তক, গ্রন্হ; 2 খাতা (হিসাবের বই)। [আ. বহী]। ̃ বাজার বি. যেখানে একসঙ্গে বহু বই প্রদর্শিত ও সস্তাদরে বিক্রয় হয়। ̃ মেলা বি. বইয়ের প্রদর্শনী ও বিক্রয়ের অস্হায়ী স্হান। 3)
বাসা৩
(p. 605) bāsā3 বি. 1 বাসস্হান (বাসায় ফেরা); 2 কুলায়, নীড়, কীটপতঙ্গাদির বাসস্হান (পাখির বাসা, পিঁপড়ের বাসা); 3 অস্হায়ী বাসস্হান (মেসের বাসা, বাসাটা উঠিয়ে দিয়েছি); 4 ভাড়াটে বাড়ি (বাসা ভাড়া করা)। [সং. বাস + বাং. আ-তু. প্রাকৃ. বাসা]। ̃ বাড়ি বি. বাসের জন্য ভাড়াটে বাড়ি। 18)
বুথ
(p. 633) butha বি. 1 ভোট দেবার জন্য নির্দিষ্ট ঘর (বুথ দখল); 2 অস্হায়ী দোকান-ঘর। [ইং. booth]। 25)
ব্যভি-চার
(p. 648) byabhi-cāra বি. 1 অন্যায় বা গর্হিত আচরণ; 2 স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক; 3 কপট আচার (বিনয়ের ব্যভিচার, সৌজন্যের ব্যভিচার); 4 স্খলন। [সং. বি + অভিচার]। ব্যভি-চারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ। স্ত্রী. ব্যভি-চারিণী। 42)
মেরাপ
(p. 716) mērāpa বি. 1 দরমা হোগলা বাঁশ প্রভৃতি দিয়ে তৈরি অস্হায়ী মণ্ডপ; 2 তোরণ।[আ. মেহ্রাব]। 37)
মেলা2
(p. 717) mēlā2 বিণ. 1 উত্সব পার্বণ ইত্যাদি উপলক্ষে আমোদ-় প্রমোদের ব্যবস্হাযুক্ত অস্হায়ী হাট (গাজনের মেলা); 2 অস্হায়ী প্রদর্শনী (স্বদেশী শিল্পের মেলা); 3 জনসমাগম (এখানে তো দেখছি মেলা বসে গেছে); 4 সমাজ, সভা (পণ্ডিতের মেলা)। [সং. √ মিল্ + অ + আ]। 7)
শামিয়ানা
(p. 773) śāmiẏānā বি. কাপড়ের তৈরি অস্হায়ী ছাদবিশেষ, চাঁদায়ো, চন্দ্রাতাপ। [ফা. শাম্-আনহ্]। 78)
সঞ্চার, সঞ্চারণ
(p. 796) sañcāra, sañcāraṇa বি. 1 সংক্রমণ, এক স্হান থেকে অন্য স্হানে গমন (তাপসঞ্চার); 2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান; 3 গতি, ব্যাপ্তি; 4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার); 5 প্রতিষ্ঠাকরণ, স্হাপন (প্রাণসঞ্চার); 6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার); 7 সঞ্চালন (রক্তসঞ্চার)। [সং. সম্ + √ চর্ + অ, অন]। সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী। সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি। সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)। সঞ্চারী (-রিন্) বিণ. 1 সঞ্চরণশীল; 2 অস্হায়ী; 3 আগন্তুক। বি. 1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব; 2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ। স্ত্রী. সঞ্চারিণী। 129)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072291
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768056
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365479
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720843
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697673
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594394
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544572
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542161

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন