Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাঁবু, তাম্বু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তাঁবু, তাম্বু এর বাংলা অর্থ হলো -

(p. 373) tām̐bu, tāmbu বি. কাপড়ের তৈরি অস্হায়ী ঘরবিশেষ, শিবির, tent. [আ. তন্বু, তম্বু]।
10)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ত্র্যঙ্ক
তন্মাত্র1
তরস্হান
(p. 367) tarashāna দ্র তর5। 116)
তারিফ
(p. 375) tāripha বি. 1 প্রশংসা, বাহবা (তারিফ করার মতো কাজ); 2 বাহাদুরি, কৃতিত্ব। [আ. তরীফ্]। 77)
তুঘলকি
তত্ত্ব
(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। ̃ চিন্তা বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। ̃ জিজ্ঞাসা বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন। ̃ জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ। ̃ জ্ঞান বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান। ̃ জ্ঞানী বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক। ̃ তল্লাস, ̃ তালাশ বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী। বি. ̃ দর্শিতা। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. তত্ত্বজ্ঞানী। তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা। তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু। তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)। তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী। তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ। তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন। তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
তাল৩
(p. 375) tāla3 বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল। [সং. √ তড়্ + অ]। তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া। তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি। ̃ ক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। ̃ চোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike. ̃ নবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী। ̃ পুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে। ̃ বৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়। ̃ শাঁস বি. কচি তালের আঁটির শাঁস। 83)
তেজ-বর
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
তঙ্ক
(p. 364) taṅka বি. পাথর কাটবার বা ভাঙবার অস্ত্রবিশেষ, ছেনি বা বাটালি। [সং. √ তঙ্ক্ + অ]। 5)
তত1
(p. 364) tata1 বিণ. বিস্তৃত, ব্যাপ্ত (তু. আতত, সতত)। বি. তন্তুনির্মিত সেতার বীণা এসরাজ ইত্যাদি বাদ্য (ততযন্ত্র)। [সং. √ তন্ + ত]।
তেসরা
(p. 375) tēsarā বি. বিণ. মাসের তৃতীয় তারিখ বা তারিখের। [হি. তীস্রা]। 324)
ত্রৈমাসিক
(p. 391) traimāsika বিণ. 1 তিন মাস অন্তর ঘটে বা জন্মে এমন; 2 তিন মাসব্যাপী; 3 তিন মাস বয়স্ক। বি. তিন মাস অন্তর প্রকাশিত সাময়িক পত্রিকা। [সং. ত্রিমাস + ইক]। 5)
তৈছন
(p. 375) taichana বিণ. (ব্রজ.) সেইরূপ, তেমন, সেইরকম। [প্রাকৃ. তইস]। তু. ঐছন, কৈছন, জৈছন। তৈছে ক্রি-বিণ. সেইভাবে, সেইরূপে। তু. ঐছে, কৈছে, জৈছে। 331)
তমস
(p. 367) tamasa বি. অন্ধকার। [সং. তম্ + অস্]। 68)
তামড়ি
(p. 375) tāmaḍ়i বি. তামাটে রঙের উপরত্নবিশেষ, garnet. [বাং. তাম ( তামা সং. তাম্র) + ড়ি]। 40)
তুলা৩
(p. 375) tulā3 বি. (কাব্যে) তুলনা, উপমা ('কে বলে শারদশশী সে মুখের তুলা': ভা. চ.)। [সং. √ তুল্ + অ + আ]। 225)
তদ্দণ্ডে
(p. 365) taddaṇḍē ক্রি-বিণ. সেই মুহূর্তে, তত্ক্ষণাত্ (সে তদ্দণ্ডে ঘর থেকে বেরিয়ে গেল)। [সং. তদ্ + দণ্ড + বাং. এ বিভক্তি]। 41)
তোলিত
(p. 387) tōlita বিণ. ওজন বা তৌল করা হয়েছে এমন (তোলিত সোনা)। [সং. √ তুল্ + ণিচ্ + ত]। 39)
তুখড়, তুখোড়
(p. 375) tukhaḍ়, tukhōḍ় বিণ. 1 চালাকচতুর (তুখো়ড় ছেলে); 2 ওস্তাদ, দক্ষ, নিপুণ। [সং. তীক্ষ্ণ?]। 179)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535217
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140688
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730995
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883674
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us