Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আলিঙ্গ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-ষঙ্গ
(p. 50) abhi-ṣaṅga বি. 1 তীব্র আসক্তি বা অনুরাগ; 2 আলিঙ্গন; 3 পরাজয়। [সং. অভি + √ সন্জ্ + অ]। 131)
আপীড়ন
(p. 97) āpīḍ়na বি. 1 রীতিমতো পীড়ন; নিপীড়ন; 2 গাঢ়] আলিঙ্গন। [সং. আ + পীড়ন]। আপীড়িত বিণ. অত্যন্ত পীড়িত; প্রগাঢ়ভাবে আলিঙ্গিত। 8)
আলতো
(p. 104) ālatō বিণ. আলগা (আলতো করে বেঁধেছে)। [দ্রা. আলিঙ্গ্ তোলাহ্]। 65)
আলিঙ্গন
(p. 106) āliṅgana বি. কোলাকুলি, বুকে জড়িয়ে ধরা, আশ্লেষ। [সং. আ + √লিনগ্ + অন]। আলিঙ্গিত বিণ. আলিঙ্গন করা হয়েছে এমন। 33)
আশ্লিষ্ট
(p. 108) āśliṣṭa বিণ. 1 আলিঙ্গিত; 2 ব্যাপ্ত; 3 সংযুক্ত; 4 শ্লেষোক্তিপূর্ণ। [সং. আ + √ শ্লিষ্ + ত]। 40)
আশ্লেষ
(p. 108) āślēṣa বি. 1 আলিঙ্গন; 2 মিলন; 3 সংযুক্ত; 4 শ্লেষোক্তিপূর্ণ। [সং. আ + √ শ্লিষ্ + ত]। 41)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
কোলা-কুলি, কোলা-কোলি
(p. 210) kōlā-kuli, kōlā-kōli বি. পরস্পর আলিঙ্গন। [কোল 2 দ্র]। 56)
গাঢ়
(p. 246) gāḍh় বিণ. 1 ঘন (গাঢ় অন্ধকার); 2 গভীর (গাঢ় ঘুম, গাঢ় রহস্য) ; 3 স্তূপীকৃত (গাঢ় মেঘ); 4 তীব্র, প্রবল (গাঢ় প্রেম); 5 ফাঁক নেই এমন, নিবিড় (গাঢ় আলিঙ্গন); 6 অবরুদ্ধ (গাঢ় স্বরে বললেন)। [সং. √গাহ্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। 36)
জড়া-জড়ি
(p. 312) jaḍ়ā-jaḍ়i বি. পরস্পর বেষ্টন বা আলিঙ্গন (দু-ভাই জড়াজড়ি করে শুয়ে আছে)। বিণ. জড়িয়ে ধরে অবস্হিত; পরস্পর আলিঙ্গিত (জড়াজড়ি অবস্হা)। [বাং. জড়া + জড়া + ই]। জড়ামড়ি - জড়াজড়ি -র অনুরুপ। 28)
জড়ানো
(p. 312) jaḍ়ānō ক্রি. 1 আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা); 2 বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল); 3 মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো); 4 গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে); 5 পরস্পর মেশানো; 6 লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে); 7 অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ জড়া + আনো]। 29)
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
নিবিড়
(p. 461) nibiḍ় বিণ. 1 অতি ঘনিষ্ঠ, গভীর (নিবিড় সম্পর্ক, নিবিড় সংযোগ); 2 ঘন, গহন, নিশ্ছিদ্র (নিবিড় বন); 3 সান্দ্র, জমাট (নিবিড় অন্ধকার); 4 গাঢ় (নিবিড় আলিঙ্গন); 5 স্হূল (নিবিড় নিতম্ব); 6 দৃঢ়, শক্ত (নিবিড় বন্ধন)। [সং. নি + √ বিড়্ + অ]। বি. ̃ তা। 75)
পরি-রম্ভ, পরি-রম্ভণ
(p. 499) pari-rambha, pari-rambhaṇa বি. দৃঢ় আলিঙ্গন। [সং. পরি + √ রভ্ (বেগ, হঠকারিতা) + অ, অন]। 62)
পরি-শীলন
(p. 499) pari-śīlana বি. 1 সম্যক চর্চা, অনুশীলন; 2 আলিঙ্গন। [সং. পরি + √ শিল্ + অন]। পরি-শীলিত বিণ. 1 চর্চা বা অনুশীলন করা হয়েছে এমন; 2 মার্জিত, শিষ্টতাসম্পন্ন (পরিশীলিত রুচি, পরিশীলিত ব্যবহার)। 67)
পরি-শ্লেষ
(p. 499) pari-ślēṣa বি. আলিঙ্গন, আশ্লেষ। [সং. পরি + শ্লেষ]। 75)
বাহু
(p. 605) bāhu বি. 1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ; 2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা। [সং. √ বাধ্ + উ]। ̃ ডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন। ̃ ত্র, ̃ ত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ। ̃ বন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ। ̃ বন্ধন বি. আলিঙ্গন। ̃ বল বি. গায়ের জোর। ̃ মূল বি. বগল, কক্ষ। ̃ যুদ্ধ বি. 1 কুস্তি, মল্লযুদ্ধ; 2 হাতাহাতি। ̃ লতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু। 52)
ভুজ
(p. 667) bhuja বি. 1 হাত, বাহু (ভুজবন্ধন, ভুজপাশ); 2 (জ্যামি.) ত্রিকোণ চতুষ্কোণ প্রভৃতি ক্ষেত্রের সীমা নির্দেশক সরলরেখা ত্রিভুজ, চতুর্ভুজ)। [সং. √ ভুজ্ + অ]। ̃ .পাশ, ̃ .বন্ধন বি. বাহুর বেষ্টন, আলিঙ্গন। ̃ .বল বি. দেহের শক্তি। 27)
শ্লিষ্ট
(p. 789) śliṣṭa বিণ. 1 সংযুক্ত, জড়িত; 2 আলিঙ্গিত; 3 শ্লেষযুক্ত, দ্ব্যর্থবাচক, একাধিক অর্থজ্ঞাপক। [সং. √ শ্লিষ্ + ত]। 17)
শ্লেষ
(p. 789) ślēṣa বি. 1 (অল.) একাধিক অর্থে একই শব্দের ব্যবহাররূপ শব্দালংকার; 2 (বাং.) প্রচ্ছন্ন বিদ্রুপ (কথায় শ্লেষ আছে, শ্লেষোক্তি); 3 সংযোগ, সংস্রব; 4 আলিঙ্গন। [সং. √ শ্লিষ্ + অ]। 20)
স্নেহ
(p. 849) snēha বি. 1 বাত্সল্য; 2 ভালোবাসা, প্রীতি, প্রেম; 3 তেল, ঘি এবং ওই জাতীয় পদার্থ। [সং. √ স্নিহ্ + অ]। ̃ পদার্থ বি. তৈলাদি পদার্থ। ̃ পুত্তলি বি. অত্যধিক স্নেহপাত্র। স্নেহালিঙ্গন বি. স্নেহভরে আলিঙ্গন। স্নেহাশিস, স্নেহাশীর্বাদ বি. স্নেহযুক্ত আশীর্বাদ। স্নেহী (-হিন্) বিণ. স্নেহময়; তৈলাদিযুক্ত। 29)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074206
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768694
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366104
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721066
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594654
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545193
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542307

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন