Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জড়া-জড়ি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জড়া-জড়ি এর বাংলা অর্থ হলো -

(p. 312) jaḍ়ā-jaḍ়i বি. পরস্পর বেষ্টন বা আলিঙ্গন (দু-ভাই জড়াজড়ি করে শুয়ে আছে)।
বিণ. জড়িয়ে ধরে অবস্হিত; পরস্পর আলিঙ্গিত (জড়াজড়ি অবস্হা)।
[বাং. জড়া + জড়া + ই]।
জড়ামড়ি - জড়াজড়ি -র অনুরুপ।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জুল-জুল
(p. 327) jula-jula অব্য. বি. 1 মিটমিট বা অল্প উজ্জ্বলতার ভাব (জুলজুল করে তাকানো); 2 চকচকে ভাব। বিণ. ঈষত্ উজ্জ্বল; আশা, আনন্দ বা লোভে চকচকে (জুলজুল চোখে তাকাচ্ছে)। [দেশি]। 49)
জায়া
(p. 322) jāẏā বি. পত্নী, স্ত্রী। [সং. √ জন্ + য + আ]। ̃ জীব, ̃ জীবী (-বিন্) বি. 1 পত্নীর উপার্জনে জীবিকা নির্বাহকারী; 2 নটীর স্বামী। ̃ পতি বি. স্বামী-স্ত্রী, দম্পতি। 57)
জম্বু
জুষ্ট
(p. 327) juṣṭa (বর্ত. বিরল) বিণ. সেবিত, পূজিত (অনার্যজুষ্ট)। [সং. √ জুষ্ + ত]। 55)
জবাব
(p. 312) jabāba বি. 1 চিঠিপত্র বা প্রশ্নের উত্তর (চিঠির জবাব দেওয়া); 2 কৈফিয়ত (এর জবাবে তোমার কী বলার আছে?); 3 উদ্ধত প্রত্যুত্তর, চোপা (মুখে মুখে জবাব দেওয়া); 4 ইস্তফা, বিদায়, বরখাস্ত (ও চাকরিতে তার জবাব হয়ে গেছে)। [আ. জবাব]। ̃ দিহি বি. 1 কৈফিয়ত; 2 দায়িত্ব। 96)
জঘন্য
(p. 312) jaghanya বিণ. নোংরা, কদর্য; ঘৃণিত, নীচ, হেয়। [সং. জঘন + য]। বি. ̃ তা। 8)
জীমূত
(p. 327) jīmūta বি. 1 মেঘ; 2 পর্বত। [সং. জী (=জীবন, জল) + √ মূ (ধারণ বা বদ্ধ করা) + ত]। ̃ নাদ, ̃ মন্দ্র বি. মেঘগর্জন, মেঘের ডাক। ̃ বাহন বি. ইন্দ্র। 17)
জলাতঙ্ক
(p. 312) jalātaṅka বি. যে ভাইরাসঘটিত ভয়ংকর রোগে রোগী জল দেখলেই ভয় পায়, hydrophobia, rabies. [সং. জল + আতঙ্ক]। 161)
জাম-বাটি
(p. 322) jāma-bāṭi বি. কাঁসার বড় বাটি। [ফা. জাম (=পাত্র) + বাং. বাটি]। 38)
জ্যানির্ঘোষ
(p. 331) jyānirghōṣa দ্র জ্যা। 50)
জোচ্চোর, জোচ্চুরি
(p. 327) jōccōra, jōccuri যথাক্রমে জুয়াচোরজুয়াচুরি র কথ্য রূপ।
জ্ঞাত
(p. 331) jñāta বিণ. 1 জানে এমন (আপনি জ্ঞাত আছেন); 2 বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। ̃ সারে ক্রি-বিণ. 1 সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); 2 গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)। 8)
জুটা, জোটা
(p. 327) juṭā, jōṭā ক্রি. 1 সংগ্রহ হওয়া, মেলা (দুমুঠো অন্ন জোটে না, অন্ন জুটবে না); 2 একত্র হওয়া (বহুলোক জুটেছে); 3 উপস্হিত হওয়া (হঠাত্ এসে জুটল)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ জুট সং. যূথ]। ̃ নো ক্রি. 1 সংগ্রহ করা; 2 একত্র করা; 3 উপস্হিত করা, নিয়ে আসা। বি. বিণ. উক্ত সব অর্থে। 27)
জাত2
(p. 321) jāta2 বিণ. 1 শ্রেষ্ঠ (জাত শিল্পী); 2 আসল (জাত সাপ, জাত কেউটে)। [সং. জাত্য]। ̃ বসন্ত বি. সংক্রামকমারাত্মক মসূরিকা রোগ, গুটি বসন্ত, small-pox. ̃ সাপ বি. 1 বিষধর সাপ; 2 কেউটে বা গোখরো সাপ। 7)
জগদ্দল
(p. 311) jagaddala বিণ. 1 পৃথিবীকে দলন করে এমন; 2 নড়ানো যায় না এমন গুরুভার (জগদ্দল পাথর)। বি. সরানো বা নড়ানো যায় না এমন গুরুভার পাথর। [সং. জগত্ + √ দল্ + অ]। 29)
জ্বল-জ্বল
জায়-মান
(p. 322) jāẏa-māna বিণ. জন্মলাভ করছে এমন, উত্পদ্যমান। [সং. √ জন্ + মান (শানচ্)]। 56)
জোড়
(p. 330) jōḍ় বি. 1 মিলন, সংযোগ (কাঠের জোড়ের মুখ); 2 যুগল (তারা জোড়ে এসেছিল, মানিকজোড়); 3 বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কর্মের ধুতি ও চাদর (চেলির জোড় পরেছে); 4 যন্ত্রসংগিতের দ্রুত বাদনরীতির অঙ্গবিশেষ। বিণ. যুক্ত; মিলিত (জোড়হাতে)। [প্রাকৃ. জোডিঅ সং. √ জুড়্ (বন্ধনে)]। ̃ কলম বি. বড় গাছের ডালের সঙ্গে চারাগাছ জুড়ে দিয়ে উত্পাদিত কলম। জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)। ̃ সংখ্যা বি. যুগ্ম সংখ্যা, 2-দ্বারা বিভাজ্য সংখ্যা। ̃ হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ। জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া। 5)
জিব, জিভ
(p. 325) jiba, jibha বি. জিহ্বা, রসনা। [সং. জিহ্বা]। জিব কাটা ক্রি. বি. দাঁত দিয়ে জিব চেপে ধরে লজ্জা প্রকাশ করা। ̃ ছোলা বি. জিহ্বা পরিষ্কার করার জন্য ফলকবিশেষ। জিব বার হওয়া ক্রি. বি. (আল.) অতিরিক্ত পরিশ্রমের ফলে অত্যন্ত ক্লান্ত হওয়া। জিবে জল আসা ক্রি. বি. লুব্ধ হওয়া। জিবে বিণ. জিহ্বার মতো আকৃতিবিশিষ্ট (জিবে গজা)। 22)
জুত2
(p. 327) juta2 বি. 1 আরাম; 2 সুবিধা (খাওয়ার জুত হচ্ছে না, জুতসই)। [হি. জোড় = মেল, মিলন]। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071520
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767835
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365263
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720723
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697509
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594265
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544380
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542107

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন