Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্সব)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্ন্যুত্-সব
(p. 8) agnyut-saba বি. 1 অগ্নিক্রীড়া; 2 দোলের চাঁচর, bonfire [সং. অগ্নি+উত্সব]। 4)
অনুষ্ঠান
(p. 31) anuṣṭhāna বি. 1 আরম্ভ; উদ্যোগ; 2 ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। অনুষ্ঠিত বিণ. নির্বাহিত; আচরিত; সম্পাদিত। অনুষ্ঠেয় বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। 27)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অভ্যুদয়
(p. 55) abhyudaẏa বি. 1 উদ্ভব; প্রকাশ ('তিমির বিদার উদার অভ্যুদয়': রবীন্দ্র); 2 উন্নতি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য; 3 উত্সব। [সং. অভি + উদয়]। অভ্যুদিত বিণ. উদিত; প্রকাশিত; অভ্যুত্থান ঘটেছে এমন; অভ্যুদয় ঘটেছে এমন। 23)
আবির,
(p. 99) ābira, (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া। 17)
আমোদ
(p. 101) āmōda বি. 1 আহ্লাদ, হর্ষ, আনন্দ (খুব আমোদ পেয়েছে); 2 মজা; 3 উত্সব; 4 দূর থেকে ভেসে আসা গন্ধ; 5 সুগন্ধ। [সং. আ + √ মুদ্ + অ]। ̃ ন বি 1 বিনোদন, amusement; 2 আমোদ করা; 3 সুরভিত করা। আমোদিত বিণ. হর্ষযুক্ত; সুরভিত। আমোদী (-দিন্) বিণ. হর্ষযুক্ত; আমুদে; সুগন্ধজনক। 51)
ইদ
(p. 114) ida বি. ইদ-উল-ফিতর্ ও ইদ-উজ্-জোহা - মুসলমানদের এই দুই প্রধান পরব বা উত্সব। [আ. ঈদ্]। ̃ গা বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]। 22)
উচ্ছব-উত্সব
(p. 119) ucchaba-utsaba এর বিকৃত কথ্যরূপ। 48)
উত্-সব
(p. 123) ut-saba বি. আনন্দপূর্ণ বা জাঁকজমকপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান। [সং. উত্ + √ সু + অ]। ̃ প্রাঙ্গণ বি. যে খোলা জায়গায় উত্সব অনুষ্ঠিত হয়। ̃ মুখর বিণ. উত্সবের আনন্দে ব্যস্ত। 45)
এয়ো
(p. 148) ēẏō বি. বিণ. সধবা রমণী, সধবা (এই উত্সবে পাড়ার এয়োরা সবাই এলেন)। [সং. অবিধবা]। ̃ তি1 বি. সধবার অবস্হা; হিন্দু সধবার চিহ্ন অর্থাত্ শাঁখা, সিন্দুর। ̃ তি2 বিণ. বি সধবা। এয়ো-স্ত্রী বি. সধবা নারী। 26)
কন-ভোকেশন
(p. 162) kana-bhōkēśana বি. বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উপাধি বিতরণ সভা, সমাবর্তন উত্সব। [ই. convocation]। 3)
কনে
(p. 162) kanē বি. 1 বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা); 2 নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)। [সং. কন্যা]। ̃ চন্দন ব. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা। ̃ বউ বি. নববধূ; বালিকাবধূ। ̃ যাত্রী বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন। 10)
কৌতুক
(p. 210) kautuka বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উত্সব; 4 কৌতুহল, ঔত্সুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী। 76)
গম্ভীরা
(p. 241) gambhīrā বি. 1 (প্রধানত মালদহের) গাজনের উত্সবে শিবার্চনাসম্বন্ধীয় সংগীতনৃত্যের অনুষ্ঠানবিশেষ; 2 রাঙের পাত-বসানো চিত্রবিচিত্র সাজ; 3 দেবমন্দিরের অভ্যন্তর (পুরীর গম্ভীরা)। [সং. গম্ভীর + আ]। 28)
গাজন
(p. 246) gājana বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]। অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়। 25)
গোঁয়ারা
(p. 256) gōm̐ẏārā বি. 1 হাসান-হোসেনের শবাধার বা মহরমের তাজিয়া; 2 মহরম উত্সব। [ফা. গোর + হি. য়ারা]। 59)
চড়ক
(p. 276) caḍ়ka বি. চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত শিবের পূজাবিশেষ ও উত্সব; গাজন। [সং. চক্র (বর্ষচক্রের পরিক্রমণান্তে অনুষ্ঠান) চক্র (ধ্বনিবিপর্যয়ে) চরক]। ̃ গাছ বি. যে খুঁটিতে আড়া বেঁধে গাজনের সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চক্ষু চড়কগাছ ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের সংক্রান্তি বা শেষ দিন। 6)
চর্চরী
(p. 279) carcarī বি. 1 বাদ্যযন্ত্রবিশেষ; 2 প্রাচীন সংগীতবিশেষ; 3 চাঁচর উত্সব। [সং. √চর্চ্ + অর + ঈ (স্ত্রী.)]। 38)
জন্ম
(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ দ, ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 74)
জবর
(p. 312) jabara বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। 92)
জুবিলি
(p. 327) jubili বি. কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সাধারণত পঞ্চাশ বত্সর উত্তীর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব; জয়ন্তী উত্সব। [ইং. jubilee]। রৌপ্য জুবিলি পাঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব, silver jubilee. স্বর্ণ বা সুবর্ণ জুবিলি পঞ্চাশ বত্সর পূর্তির উত্সব, golden jubilee. হীরক জুবিলি ষাট বত্সর পূর্তির উত্সব, diamond jubilee. 41)
জয়
(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। 121)
জয়ন্তী
(p. 312) jaẏantī বি. 1 পতাকা, নিশান; 2 দুর্গা; 3 ইন্দ্রকন্যা; 4 শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মরাত্রি; 5 বরণীয় ব্যক্তির সম্মানে অনুষ্ঠিত উত্সব (রবীন্দ্রজয়ন্তী); 6 বৃক্ষবিশেষ জয়ন্তীপত্র)। [সং. √ জি + অত্ (শতৃ) + ঈ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। সুবর্ণ জয়ন্তী বি. পঞ্চাশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। হীরক জয়ন্তী বি. ষাট বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠিত উত্সব। 124)
ঝাঁপান
(p. 336) jhām̐pāna বি. 1 মনসা পূজায় সাপ খেলার উত্সববিশেষ; 2 পর্বতারোহণের ডুলিবিশেষ। [হি. ঝঁপান]। 20)
ঝুলন
(p. 339) jhulana বি. 1 দোলন; 2 ঝুলে থাকার অবস্হা; 3 শ্রীকৃষ্ণের দোলন উত্সব। [ঝুলা দ্র]। ̃ যাত্রা বি. শ্রাবণ-ভাদ্র মাসে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের দোলন উত্সব। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083017
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771823
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369625
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722591
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699884
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595786
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549169
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন