Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কান্ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্লিষ্ট
(p. 4) akliṣṭa বিণ. 1 ক্লেশহীন, যে ক্লিষ্ট হয় না বা কষ্ট পায় না; 2 অক্লান্ত, ক্লান্তিহীন, শ্রান্তিহীন; 3 অদম্য; 4 নিবৃত্তিহীন (অক্লিষ্ট যত্ন); 5 অম্লান (অক্লিষ্ট কান্তি)। [সং. ন+ক্লিষ্ট]। ̃ কর্মা (-র্মন্) বিণ. কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা অনায়াসে কাজ করে এমন। 23)
অগা, অগা-কান্ত, অগা-মারা, অগা-রাম
(p. 6) agā, agā-kānta, agā-mārā, agā-rāma বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা। বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি। [ সং. অঞ্জ]। 24)
অত্যাসক্ত
(p. 14) atyāsakta বিণ. অত্যন্ত আসক্ত বা অনুরক্ত, একান্ত অনুরক্ত। [সং. অতি+আসক্ত]। অত্যাসক্তি বি. অতিশয় অনুরাগ বা লিপ্সা। 51)
অনিন্দনীয়, অনিন্দ্য
(p. 25) anindanīẏa, anindya বিণ. 1 নিন্দা করা যায় না এমন, নিন্দার অযোগ্য; 2 প্রশংসাযোগ্য; 3 উত্কৃষ্ট; 4 সুন্দর; 5 নিখুঁত (অনিন্দ্যসুন্দর)। [সং. ন + √ নিন্দ্ + অনীয়, য]। অনিন্দিত বিণ. 1 নিন্দিত নয় এমন; 2 সুন্দর; 3 নিখুঁত (অনিন্দিত স্বভাব, অনিন্দিত কান্তি)। অনিন্দিতা বিণ. (স্ত্রী.) নিন্দিতা নয় এমন। 31)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অভীপ্সা
(p. 55) abhīpsā বি. একান্ত কামনা; তীব্র আকাঙ্ক্ষা; প্রবল ইচ্ছা। [সং. অভি + ঈপ্সা]। অভীপ্সিত বিণ. একান্তভাবে বা প্রবলভাবে চাওয়া হয়েছে এমন; আকাঙ্ক্ষিত। অভীপ্সু বিণ. একান্তভাবে ইচ্ছু, অভিলাষী। 3)
অসিতোপল
(p. 72) asitōpala বি. নীলা বা নীলকান্তমণি। [সং. অসিত + উপল]। 10)
অয়স, অয়স্
(p. 59) aẏasa, aẏas বি. লোহা। [সং. অয় + অস্]। অয়স্কঠিন বিণ. লোহার মতো শক্ত; অত্যন্ত কঠিন বা শক্ত ('অয়স্কঠিন ব্রত': প্রেমেন্দ্র)। অয়স্কান্ত বি. চুম্বক পাথর, magnet, load-stone. অয়স্কার বি. লৌহকার, কামার। 23)
আগ্রহ
(p. 82) āgraha বি. 1 ঝোঁক, উত্সাহ (লেখাপড়ায় আগ্রহ); 2 বিশেষ প্রবৃত্তি, আসক্তি; 3 ঐকান্তিক চেষ্টা বা ইচ্ছা। [সং. আ + √ গ্রহ্ + অ]। আগ্রহাতি-শয় বি. অতিশয় আগ্রহ, অতিশয় উত্সাহ বা আসক্তি। আগ্রহান্বিত, আগ্রহী বিণ. আগ্রহ বা উত্সাহ আছে এমন, উত্সুক (শিখতে আগ্রহী, এ ব্যাপারে আমি বেশ আগ্রহান্বিত বোধ করছি)। 70)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আরতি2
(p. 104) ārati2 বি. 1 নিবৃত্তি; 2 গভীর আসক্তি, একান্ত অনুরাগ ('বঁধুর পিরীতি আরতি দেখিয়া': চণ়্ডী)। [সং. আ + √রম্+ তি]। 4)
আসক্ত
(p. 108) āsakta বিণ. 1 একান্ত অনুরক্ত বা প্রীত; 2 অতিশয় লিপ্ত; 3 অতিশয় প্রবণতাযুক্ত, নেশাগ্রস্ত (পানাসক্ত)। [সং. আ + √ সনজ্ + ত]। আসক্তি বি. 1 অনুরাগ, অনুরক্তি; 2 লিপ্সা; প্রবণতা; 3 নেশা (পানাসক্তি); 4 লিপ্ততা, সংলগ্নতা; 5 ভোগবাসনা (বিষয়াসক্তি)। 46)
ইন্দু
(p. 114) indu বি. চাঁদ, সুধাকর। [সং. √ ইন্দ্ + উ]। ̃ কলা বি. চাঁদের কলা বা অংশ। ̃ কান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন। ̃ নিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ নিভাননা, ̃ নিভাননী। ̃ ভূষণ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব। ̃ মতী বি. 1 পূর্ণিমা; 2 রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী। ̃ মুখী বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ̃ মৌলি, ̃ শেখর বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ̃ লেখা বি. চন্দ্রকলা। 42)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
উপাংশু
(p. 133) upāṃśu বিণ. ক্রি-বিণ. একান্তে, নির্জনে; কেবল নিজেই শোনা যায় এমনভাবে (উপাংশু জপ)। ̃ বধ বি. গুপ্তহত্যা। [সং. উপ + অংশু]। 85)
উশনা
(p. 139) uśanā (-নস্) বি. 1 দৈত্যগুরু, শুক্রাচার্য; 2 শুক্রগ্রহের অধিদেবতা; 3 শুক্রগ্রহ। [সং. √ বশ্ (=কান্তি) + অনস্]। 6)
একান্ত
(p. 145) ēkānta বিণ. 1 অত্যন্ত; নিতান্ত (একান্ত প্রয়োজন); 2 নির্জন (একান্ত বসে আলোচনা); 3 একাগ্র (একান্ত মনে); 4 নিজস্ব, খাস। [সং. এক + অন্ত]। একান্ত সচিব ব্যক্তিগত কাজে সহচর বা সহায়ক, খাস সহকারী বা সেক্রেটারি, private secretary (স. প.)। একান্তে ক্রি-বিণ. নির্জনে, বিজনে; গোপনে (একান্তে কথাবার্তা)। 10)
একান্তর
(p. 145) ēkāntara বিণ. একটির পরে একটি করে বাদ দেওয়া হয়েছে এমন, alternate. [সং. এক + অন্তর]। 11)
ঐকান্তিক
(p. 150) aikāntika বিণ. অত্যধিক, একান্ত (ঐকান্তিক আগ্রহ); প্রগাঢ়; একনিষ্ঠ (ঐকান্তিক চেষ্টা)। [সং. একান্ত + ইক]। বি. ̃ তা। 13)
কন্দর্প
(p. 162) kandarpa বি. 1 মদন, কামদেব; 2 কন্দর্পের মতো সুপুরুষ (কন্দর্পকান্তি)। [সং. কম্ + √ দৃপ্ + ণিচ্ + অ]। ̃ কান্তি বিণ. কন্দর্পের মতো সৌন্দর্যবিশিষ্ট। ̃ কেলি বি. কামক্রীড়া। ̃ মথন বি. কন্দর্পকে যিনি মথন বা নাশ করেছেন, মহাদেব। 15)
কমনীয়
(p. 164) kamanīẏa বিণ. 1 মনোহর, রমণীয়, সুন্দর (কমনীয় কান্তি); 2 বাঞ্ছনীয়, কাম্য। [সং. √ কম্ + অনীয়]। বিণ. (স্ত্রী.) কমনীয়া। বি. ̃ তা। 42)
কম্র
(p. 166) kamra বিণ. 1 কমনীয়, সুন্দর ('কম্র নীড় বাঁধে': সু.দ.); 2 অভিলাষী, কামুক। [সং. √ কম্ (=কান্তি, ইচ্ছা) + র]। 9)
কর্মিষ্ঠ
(p. 169) karmiṣṭha বিণ. অতিশয় কর্মশীল, একান্ত কর্মনিষ্ঠ; কর্মঠ। [সং. কর্মিন্ + ইষ্ঠ]। 31)
কাঞ্চন
(p. 179) kāñcana বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 ধন (কামিনীকাঞ্চন); 4 ফুলবিশেষ বা তার গাছ; 5 ধানবিশেষ। বিণ. স্বর্ণবর্ণ, সোনার মতো রংবিশিষ্ট (কাঞ্চনকান্তি); সোনার তৈরি, স্বর্ণময় (কাঞ্চনমুদ্রা)। [সং. কাঞ্চন + অ]। ̃ মূল্য বি. কাঞ্চনের বা স্বর্ণমূদ্রার মূল্য; স্বর্ণমুদ্রার মূল্যস্বরূপ দক্ষিণা; অতি উচ্চ মূল্য; পারিশ্রমিকস্বরূপ অর্থ। কাঞ্চনী বি. (স্ত্রী.) 1 হলুদ; 2 গোরোচনা। 6)
কানন
(p. 181) kānana বি. বন, অরণ্য; উপবন, বাগান। [সং. √ কানি (দীপ্তি, কান্তি) + অন]। ̃ কুসুম বি. বনফুল। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074483
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768773
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366219
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন