Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৈলাস; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
ইলা
(p. 116) ilā বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 ধেনু, গাভী; 4 সুরা; 5 জল; 6 বুধপত্নী। [সং. ইল + আ]। ̃ বৃত, ̃ বৃত-বর্ষ বি. 1 পুরাণোক্ত দেশবিশেষ; 2 জন্তুদ্বীপের বিভিন্ন 'বর্ষ' বা ভূভাগের এক 'বর্ষ', কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম। 10)
কৈলাস
(p. 207) kailāsa বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। ̃. নাথ, কৈলাসেশ্বর বি. শিব। ̃. বাসিনী বি. (স্ত্রী.) দুর্গা। 50)
গিরিশ
(p. 246) giriśa বি. (কৈলাস গিরিতে শয়ন করেন বলে) মহাদেব। [সং. গিরি + √শী + অ]। 120)
বর্ণা, বর্ণানো
(p. 580) barṇā, barṇānō ক্রি. (কাব্যে) বর্ণনা করা ('বর্ণিল পদ্যছন্দে', 'বর্ণাইয়া কৈলা স্তব': ভা. চ.)। [সং. √ বর্ণ্ + বাং. আ, আনো]। 101)
ভব
(p. 655) bhaba বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসারসমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিক ও জাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু - ভবপারাপার -এর অনুরূপ। 54)
মহেশ, মহেশান, মহেশ্বর
(p. 692) mahēśa, mahēśāna, mahēśbara বি. শিব মহাদেব। [সং. মহত্+ ঈশ, ঈশান, ঈশ্বর]। মহেশী মহেশানী, মহেশ্বরী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ̃ .পুরী বি কৈলাসধাম। 9)
মানস
(p. 698) mānasa বি. 1 মন, চিত্ত (মানসলোক); 2 ইচ্ছা, অভিলাষ (মানস করা); 3 মানস সরোবর। বিণ 1 মানসিক (মানসভ্রমণ, মানসজগত্); 2 কল্পনাপ্রসূত (মানসপ্রতিমা)। [সং মনস্ + অ]। ̃ তা বি. মনের প্রকৃতি ভাব বা প্রবণতা, mentality (বি. প.)। ̃ .নেত্র ̃ .লোচন বি. 1 মনশ্চক্ষু, অন্তর্দৃষ্টি; 2 কল্পনা। ̃ .পুত্র বি. মনে বা কল্পনায় জাত পুত্র। ̃ .কন্যা বি (স্ত্রী.) মনে বা কল্পনায় জাতা কন্যা। ̃ .প্রতিমা বি কল্পনায় গঠিত মূর্তি। মানস সরোবর বি কৈলাস পর্বতে অবস্হিত (ব্রহ্মার মনঃকল্পিত) হ্রদবিশেষ। ̃ .সিদ্ধ বি. আশাপূরণ, ইষ্টলাভ। মানসাঙ্ক বি. যে অঙ্ক না লিখে মনে মনে কষতে হয়। মানসিক বিণ 1 মনোগত (মানসিক ব্যাধি, মানসিক অশান্তি); 2 কল্পনাপ্রসূত। বি. (বাং.) মানত। মানসিকতা বি. চিত্তবৃত্তি, প্রবণতা, মনোগত ভাব, mentality (ধর্মবিরোধী মানসিকতা রক্ষণশীলতা মানসিকতা)। মনসী বিণ. স্ত্রী. মনঃকল্পিতা (মানসী মূর্তি) বি. মনে মনে ক্রিয়ারূপে কল্পিতা নারী (কবির মানসী)।
যক্ষ
(p. 722) yakṣa বি. 1 ভূগর্ভে প্রোথিত ও স়ঞ্চিত ধনরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ, যক; 2 (আল.) অতি কৃপণ ব্যক্তি। [সং. যক্ষ্ + অ]। ̃ পুরী কৈলাস পর্বতের উপর অবস্হিত কুবেরের রাজধানী, অলকা। ̃ রাজ বি. ধনঐশ্বর্যের অধিদেবতা কুবের। 5)
রজত
(p. 733) rajata বি. রুপো। বিণ. সাদা, শ্বেতকায় (রজতগিরি, রজতকান্তি)। [সং. √ রঞ্জ্ + অত]। ̃ .কান্তি বি. বিণ. 1 রূপোর মতো শুভ্র বা সুন্দর; 2 সাদা। বি. 1 রুপোর মতো সৌন্দর্য; 2 অতিশয় শুভ্র বর্ণ। ̃ .গিরি বি. (শুভ্র তুষারে আবৃত বলে) কৈলাসপর্বত। ̃ .জয়ন্তী বি. কোনো সংস্হা বা প্রতিষ্ঠানের পঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব। ̃ .দ্যুতি বি. রুপোর শুভ্র উজ্জলতা। ̃ .বর্ণ বি. রুপোর মতো সাদা রং। বিণ. রুপোর মতো উজ্জ্বল শুভ্র বর্ণবিশিষ্ট। ̃ .রেখা বি. সাদা দাগ, রুপালি দাগ ('জ্যোত্স্নার রজতরেখা': রবীন্দ্র)। 21)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
স্ফটিক
(p. 849) sphaṭika বি. স্বচ্ছ ও শুভ্র প্রস্তরবিশেষ, crystal quartz. [সং. √ স্ফট্ + ইক]। ̃ গিরি বি. কৈলাসপর্বত। স্ফটিকারি বি. ফটকিরি। স্ফটিক বি. স্ফটিক। বিণ. স্ফটিকনির্মিত। 41)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080964
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771026
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368774
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722188
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699384
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595526
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548318
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542820

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন