Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রজত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রজত এর বাংলা অর্থ হলো -

(p. 733) rajata বি. রুপো।
বিণ. সাদা, শ্বেতকায় (রজতগিরি, রজতকান্তি)।
[সং. √ রঞ্জ্ + অত]।
.কান্তি
বি. বিণ. 1 রূপোর মতো শুভ্র বা সুন্দর; 2 সাদা।
বি. 1 রুপোর মতো সৌন্দর্য; 2 অতিশয় শুভ্র বর্ণ।
.গিরি
বি. (শুভ্র তুষারে আবৃত বলে) কৈলাসপর্বত।
.জয়ন্তী
বি. কোনো সংস্হা বা প্রতিষ্ঠানের পঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব।
.দ্যুতি
বি. রুপোর শুভ্র উজ্জলতা।
.বর্ণ
বি. রুপোর মতো সাদা রং।
বিণ. রুপোর মতো উজ্জ্বল শুভ্র বর্ণবিশিষ্ট।
.রেখা
বি. সাদা দাগ, রুপালি দাগ ('জ্যোত্স্নার রজতরেখা': রবীন্দ্র)।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রাজি1
(p. 741) rāji1 বি. 1 শ্রেণী, সারি (বৃক্ষরাজি); 2 সমূহ (পত্ররাজি); 3 রেখা (রোমরাজি)। [সং. √ রাজ্ + ই]। 37)
রাশ2
(p. 743) rāśa2 বি. 1 স্তুপ, গাদা (রাশ রাশ ময়লা); 2 জন্মরাশি (রাশনাম); 3 প্রকৃতি (রাশভারী)। [সং. রাশি]। ̃ .নাম বি. জন্মরাশি অনুযায়ী নাম। ̃ .পাতলা বিণ. ছ্যাবলা, চটুল স্বভাববিশিষ্ট। ̃ .ভারী বিণ. গম্ভীর। ̃ .হালকা বিণ. লঘু স্বভাবের। 20)
রাজ-যোগ
(p. 741) rāja-yōga বি. যোগমার্গের সাধন পদ্ধতিবিশেষ, হঠযোগের তুলনায় যা সহজসাধ্য। [সং. রাজ 4 + যোগ]। 18)
রান
রায়৭১৯
রিস্ট-ওয়াচ
(p. 743) risṭa-ōẏāca বি. হাতঘড়ি, যে ঘড়ি মণিবন্ধে বেঁধে রাখা যায়। [ইং. wristwatch]। 70)
রশি
(p. 736) raśi বি. 1 দড়ি, রজ্জু; 2 জমি-জরিপের জন্য পরিমাপশিকল বা চেন। [হি. রস্সী]। 27)
রেবতী1
(p. 749) rēbatī1 বি. রেবত রাজার কন্যা, বলরামের পত্নী। [সং. রেবত + অ + ঈ]। ̃ .রমণ বি. রেবতীর স্বামী, বলরাম। 14)
রোহ, রোহণ
(p. 750) rōha, rōhaṇa বি. আরোহণ। [সং. √ রুহ্ + অ, অন]। 54)
রুয়া, রোয়া
(p. 747) ruẏā, rōẏā ক্রি. বি. রোপণ করা (ধান রোয়া, কত ধান রুয়েছ?)। বিণ. উক্ত অর্থে (রোয়া ধান)। [সং. √ রুহ্ + ণিচ্ + বাং. আ।] ̃ নো ক্রি. বি. রোপণ করানো। বিণ. উক্ত অর্থে। 7)
রশুন
রবি
রিমেক
(p. 743) rimēka বি. পুরোনো গান ইত্যাদির নতুন সংস্করণ বা রূপায়ণ। [ইং. remake, remaking]। 62)
রঙ্কিণী2
(p. 731) raṅkiṇī2 বিণ. (স্ত্রী.) দরিদ্রা ('রঙ্কিণী রাজার বেটি': শি.)। [সং. রঙ্ক + ইন্ + ঈ]।
রোড
(p. 750) rōḍa বি. প্রশস্ত ও বড়ো (এবং সচ. বাঁধানো) রাস্তা। [ইং. road]। 20)
রজত
রত্ন
(p. 733) ratna বি. 1 মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; 2 (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); 3 সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্যঅলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। ̃ .খচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। ̃ .গর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। বি. সমুদ্র। ̃ .গর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। বি. পৃথিবী। ̃ .গিরি বি. সুমেরু পর্বত। ̃ .জীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। ̃ .দ্বীপ বি. প্রবালদ্বীপ। ̃ .প্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। ̃ .প্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। ̃ .প্রসবিনী, ̃.প্রসূ বিণ. (স্ত্রী.) 1 রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; 2 (আল.) সুসন্তানবতী। ̃ .বনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি। ̃ .ভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার। ̃ .মণ্ডিত-রত্নখচিত -র অনুরূপ। ̃ .ময় বিণ. 1 রত্নপূর্ণ; 2 রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. ̃ .ময়ী। ̃ সূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী। রত্নাকর বিণ. 1 রত্নের খনি; 2 সমুদ্র; 3 (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম। রত্নাবলী বি. 1 রত্নসমূহ; 2 রত্নহার; 3 সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ। রত্নাভরণ, রত্নালং-কার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা। 47)
রেখা
(p. 748) rēkhā বি. 1 লম্বা দাগ বা চিহ্ন (হস্তরেখা); 2 কষি, ডোরা (রেখাঙ্কন); 3 ঈষত্ চিহ্ন বা আভাস (গোঁফের রেখা); 4 সারি; 5 (জ্যামি.) বেধহীনপ্রস্হহীন দৈর্ঘ্য, (সরলরেখা)। [সং. √ লিখ্ + অ + আ (ল্ = র্)। ̃ .ংশ বি. 1 রেখার অংশ; 2 দ্রঘিমার অংশ বা ডিগ্রি। ̃ .গণিত বি. জ্যামিতি। ঙ্কন বি. 1 রেখা বা কষি টানা, লাইন টানা 2 চিত্রাঙ্কন। ঙ্কিত বিণ. 1 রেখাযুক্ত, ruled 2 ডোরাকাটা। চিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch. পাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি। ঊর্ধ্ব-রেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়। বক্র-রেখা বি. আঁকাবাঁকা রেখা। সরল-রেখা বি. যে-রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও দিকপরিবর্তন করে না সোজা রেখা। রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া। 21)
রাজ1
(p. 738) rāja1 বি. রাজমিস্ত্রি (সন্ধে অবধি রাজেরা কাজ করে) [দেশি]। 51)
রাজপুত্র, রাজপুরী, রাজপুরুষ
(p. 741) rājaputra, rājapurī, rājapuruṣa দ্র রাজ4। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595577
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205610
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813916
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061734
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908417
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852322
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713869
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634504

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us