Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খোরাক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
আপ-খোরাকি
(p. 95) āpa-khōrāki বিণ. খোরাকি অর্থাত্ খাওয়ার খরচ নিজেকে জোগাড় করতে হয় এমন (তার আপখোরাকি বেতন তিনশো টাকা। [হি. আপ + ফা. খুরাক + বাং. ই]।) 37)
আফখোরা-আবখোরা
(p. 97) āphakhōrā-ābakhōrā রূপভেদ। 24)
আব-খোরা
(p. 98) āba-khōrā বি. জল পান করার পাত্রবিশেষ। [ফা. আখ্খোরা]। 7)
খোর-পোশ
(p. 234) khōra-pōśa বি. 1 অন্নবস্ত্র; গ্রাসাচ্ছাদন; 2 ভরণপোষণের খরচ (খোরপোশ জোগাবে কে?)। [ফা. খোর + পোশাক (খাওয়া + পরা)]। 26)
খোরা, খোরাই
(p. 234) khōrā, khōrāi বি. (সাধারণত) মাটির বা পাথরের কিনারা-উঁচু পাত্রবিশেষ; মাটির বা পাথরের বাটি। [দেশি]। 28)
খোরাক
(p. 234) khōrāka বি. 1 খাদ্যদ্রব্য (গোরুর খোরাকের জন্য খরচ কি কম?); 2 খাওয়ার পরিমাণ (তার খোরাক কম)। [ফা. খুরাক্]। খোরাকি বি. খাইকরচ (খোরাকি লাগে না)। 29)
খোরাসানি
(p. 234) khōrāsāni বিণ. খোরাসানদেশীয় (খোরাসানি পোশাক)। বি. খোরাসানের লোক; খোরাসানের সৈনিক (দলে দলে খোরাসানি আসছে)। [খুরাসান, খোরাসান + বাং. ই]। 30)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
গু
(p. 250) gu বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ̃ খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ̃ খুরি, ̃ খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)। 23)
গ্রাস
(p. 261) grāsa বি. 1 ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়; 2 কবল (কালগ্রাস) ; 3 ভক্ষণ, গলাধঃকরণ, গেলা; 4 খোরাক, অন্ন (গ্রাসাচ্ছাদন) ; 5 গ্রহণের সময় আবৃত হওয়া (চন্দ্রের বা সূর্যের পূর্ণগ্রাস, বলয়গ্রাস) ; 6 (গৌণার্থে) অন্যায়ভাবে গ্রহণ (অপরের সম্পত্তি গ্রাস)। [সং. √গ্রস্ + অ]। ̃ কারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে। ̃ নালি, ̃ নালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্হলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet. গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র। গ্রাসিত বিণ. 1 কবলিত; 2 ভক্ষিত। 66)
থাকা
(p. 392) thākā ক্রি. 1 বাস করা (সে কাশীতে থাকে); 2 অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); 3 রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); 4 দিন যাপন করা (অতি কষ্টে থাকি); 5 টেকা (ঘরে মন থাকে না); 6 জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); 7 উপস্হিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); 8 রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); 9 সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); 1 স্হায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে না); 11 রক্ষা পাওয়া, বেঁচে যাওয়া (বুড়ি এ যাত্রা থাকবে বলে তো মনে হয় না); 12 সংস্রব রাখা, সংশ্লিষ্ট বা জড়িত থাকা (সে কারও কথায় থাকে না); 13 জাগরূক হওয়া (কথা মনে থাকবে তো?); 14 বজায় রওয়া (মান থাকবে না, জাত ধর্ম থাকবে না); 15 পিছনে পড়ে রওয়া (সবাই চলে গেল, আমিই বা থাকি কেন?); 16 স্হানত্যাগ না করা (সে কাশীতেই থেকে গেল); 17 সহযোগী হওয়া (আমার সঙ্গে থাকো); 18 নিবৃত্ত বা নিরস্ত হওয়া, বাদ দেওয়া (ওকথা থাক)। বি. উক্ত সমস্ত অর্থে। অব্য. 'থেকে' অর্থে (আগে থাকতেই বলে রেখেছি)। [প্রাকৃ. √ থক্ক + বাং. আ]। ̃ থাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)। থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)। থাকা-খাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হান ও খাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)। থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)। 26)
নান-কর
(p. 454) nāna-kara বি. জমিদারের ভৃত্য যে নিষ্কর জমি খোরপোশ বাবদ পায় বা ভোগ করে। [ফা. নানকার]। 25)
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
রসদ
(p. 736) rasada বি. 1 (প্রধানত সৈন্যদলকে প্রদত্ত বা তাদের জন্য সঞ্চিত) খাদ্যদ্রব্য ration 2 খোরাক 3 (আল.) উপকরণ (আনন্দের রসদ, রসদের ঘাটতি নেই); 4 প্রয়োজনীয় অর্থ (বড়োমানুষি করার রসদ কোথায়?)। [ফা. রসদ্]। 31)
রুখা2, রুখো
(p. 743) rukhā2, rukhō বিণ. 1 শুষ্ক, ব্যঞ্জনাদিবর্জিত (রুখা ভাত); 2 তেলহীন (রুখা মাথা); 3 খোরাক দিতে হয় না এমন (রুখা মাইনের চাকর)। [সং. রুক্ষ]। 81)
শুখা, (কথ্য) শুখো
(p. 781) śukhā, (kathya) śukhō বিণ. 1 শুষ্ক, নীরস (শুখা ফল); 2 খোরপোষ-বর্জিত (শুখা মাইনের কাজ)। বি. 1 অনাবৃষ্টি; 2 যে-রোগে শিশু ক্রমেই শুকোতে থাকে; 3 চুন-মাখানো শুকনো তামাক-পাতা, খইনি। ক্রি. শুষ্ক হওয়া, শুকনো ('একে একে শুখাইছে ফল এবে': মধু.)। [সং. শুষ্ক]। ̃ রুখা বিণ. শুষ্ক ও নীরস। শুখারুখার সময় গরমের দিন, গ্রীষ্মকাল। 29)
হাতি2, (বর্জি.) হাতী2
(p. 865) hāti2, (barji.) hātī2 বি. 1 শুঁড়বিশিষ্ট বৃহদাকার স্তন্যপায়ী ও তৃণভোজী চতুষ্পদ জন্তুবিশেষ; 2 (আল.) অতিশয় স্থূলকায় ব্যক্তি। [সং. হস্তী]। হাতি পোষা ক্রি. বি. (আল.) অতি ব্যয়সাধ্য কাজের দায়িত্ব বহন করা। হাতির খোরাক (আল.) বিপুল-পরিমাণ খাদ্য। ̃ শাল বি. হাতির আস্তাবল। &tilde ; শুঁড়, ̃ শুঁড়া বি. লম্বা ও বাঁকা পাতাযুক্ত বনৌষধিবিশেষ। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074384
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768756
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366187
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545294
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন