Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পেট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পেট এর বাংলা অর্থ হলো -

(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)।
[তা. পেটু?]।
পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া।
পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা।
পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন।
পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া।
পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া।
পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া।
পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া।
পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা।
পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া।
পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা।
পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া।
পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো।
মোটা
বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)।
রোগা
বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট।
সর্বস্ব
বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক।
পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া।
পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)।
পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)।
পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)।
পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা।
পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)।
পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা।
পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়।
পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা।
পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে।
পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না।
পেটের দায় বি. ক্ষুধার তাড়না।
পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া।
পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়।
কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা।
খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা।
বিপ. ভরা পেট।
নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পঁয়-ত্রিশ
প্রত্যু-পদেশ
প্রাঞ্জল
(p. 554) prāñjala বিণ. 1 সরল, সহজবোধ্য; 2 স্বচ্ছ, পরিষ্কার। [সং. প্র + √ অন্জ্ + অল]। ̃ তা বি. সরলতা, সহজবোধ্যতা; স্বচ্ছতা। 22)
পারশে
পণ্ড
(p. 488) paṇḍa বিণ. 1 নিষ্ফল, ব্যর্থ ('সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয়': জী. দা.); 2 নষ্ট, ভণ্ডুল (তুমিই কাজটা পণ্ড করলে)। [সং. √ পণ্ + ড]। ̃ শ্রম বি. বৃথা পরিশ্রম, নিষ্ফল খাটুনি। 4)
পরি-লিখিত
(p. 499) pari-likhita বিণ. (জ্যামি.) চতুর্দিকে অঙ্কিত, circumscribed (বি. প.)। [সং. পরি + লিখিত]। 64)
পঠন
(p. 486) paṭhana বি. 1 পড়ার কাজ, অধ্যয়ন; 2 পাঠ, আবৃত্তি (দ্রুত পঠন)। [সং. √ পঠ্ + অন]। ̃ পঠন বি. পড়া ও পড়ানো; অধ্যয়নঅধ্যাপনা। ̃ শীল বিণ. পড়ছে এমন, পাঠরত। পঠনীয় বিণ. পড়া উচিত এমন। পঠিত বিণ. অধীত, পাঠ করা হয়েছে এমন। পঠি-তব্য বিণ. পঠনীয়, পাঠ করতে হবে বা পাঠ করা উচিত এমন। পঠ্য-মান বিণ. পঠিত হচ্ছে এমন, পড়া হচ্ছে এমন। 34)
পঞ্চালিকা
(p. 484) pañcālikā বি. মাটি ধাতু বা কাঠ দিয়ে তৈরি পুতুল। [সং. পঞ্চ + √ অল্ + অ + ক + আ]। 30)
পাহুন1
(p. 519) pāhuna1 বিণ. (প্রা. কা.) নিষ্ঠুর, নির্দয় ('পুরুষ পাহুন': গো. দা.)। [সং. পাষাণ]। 9)
পৌঁছা
(p. 534) paun̐chā ক্রি. বি. 1 উপস্হিত হওয়া, উদ্দিষ্ট স্থানে আসা বা গিয়ে হাজির হওয়া (দিল্লিতে পৌঁছেছে); 2 নাগাল পাওয়া (অত উঁচুতে আমার হাত পৌঁছাবে না)। [ প্রাকৃ. পহুচ্চ্]। ̃ নো বি. ক্রি. 1 পৌঁছা; 2 উদ্দিষ্ট স্হানে রেখে আসা বা নিয়ে যাওয়া (আমাকে ওখানে পৌঁছিয়ে দাও); 3 নিকটে নিয়ে যাওয়া (চিঠিটা তার কাছে পৌঁছে দাও)। 49)
পুটিত
(p. 523) puṭita বিণ. 1 মুখ আটকানো ছোটো পাত্রে বা মুচিতে অগ্নিপক্ব বা রান্না করা হয়েছে এমন; 2 আবৃত; 3 গ্রথিত; 4 মর্দিত। [সং. √ পুট্ + ত]। 41)
প্রচ্ছাদন
(p. 538) pracchādana বি. 1 আচ্ছাদন, আবরণ; 2 উত্তরীয়বস্ত্র; 3 আবরণবস্ত্র। [সং. প্র + √ ছদ্ + ণিচ্ + অন]। প্রচ্ছাদিত বিণ. আবৃত, আচ্ছাদিত, ঢাকা। 25)
পঞ্চাশিকা
প্রয়োজক
(p. 550) praẏōjaka বিণ. 1 প্রয়োগকর্তা; 2 অনুষ্ঠাতা; 3 প্রবর্তক। [সং. প্র + √ যুজ্ + অক]। 18)
প্রজায়িনী
(p. 538) prajāẏinī বি. মাতা, জননী, সন্তানপ্রসবকারিণী। [সং. প্র + √ জন্ + ইন্ + ঈ]। 32)
প্রতি-দেয়
(p. 541) prati-dēẏa বিণ. প্রতিদানের যোগ্য; প্রতিদান করা বা প্রতিদানে নেওয়া উচিত এমন। [সং. প্রতি + দেয়]। 6)
পরি-জ্ঞাত
(p. 497) pari-jñāta বিণ. বিশেষভাবে বা সম্যকভাবে জ্ঞাত বা পরিচিত। [সং. পরি + জ্ঞাত]। 28)
পদাব-নত
(p. 488) padāba-nata বিণ. 1 পদানত 2 বশীভূত। [সং. পদ + অবনত]। স্ত্রী. পদাব-নতা। 44)
প্রেয়সী
পালঙ2
(p. 513) pālaṅa2 দ্র পালঙ্ক। 162)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070858
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767573
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364865
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720621
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697360
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543993
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন