Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গঙ্গাজল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অন্তর্জলি
(p. 32) antarjali বি. মুমূর্ষূ ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে ডুবিয়ে রাখার শাস্ত্রীয় অনুষ্ঠানবিশেষ, নাভিস্নান। [সং. অন্তর্জল + বাং. ই]। ̃ যাত্রা বি. অন্তর্জলির অনুষ্ঠানের জন্য যাত্রা; (আল.) অন্তিমকাল। 49)
অব-স্হান
(p. 46) aba-shāna বি. 1 স্হিতি, বাস; 2 বাসস্হান, location. [সং. অব + √ স্হা + অন]. অবস্হান ধর্মঘট বি. কর্মস্হলে কর্মবিরতি পালন, stay-in-strike. অব-স্হিত বিণ. 1 আছে বা বাস করছে এণন, স্হিত, বিদ্যমান (গঙ্গার তীরে অবস্হিত); 2 স্হির বা প্রশান্ত (অবস্হিতচিত্ত)। অব-স্হিতি বি. বাস; বিদ্যমানতা। 34)
অলক-নন্দা, অলকা-নন্দা
(p. 62) alaka-nandā, alakā-nandā বি. 1 স্বর্গের গঙ্গা, মন্দাকিনী; 2 গঙ্গোত্রীর কাছে গঙ্গার ধারার নাম; 3 আট বা দশ বছরের মেয়ে। [সং. অলক (+ আ) + নন্দা]। 37)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
গরজ
(p. 242) garaja বি. 1 স্বার্থ, প্রয়োজন (গরজ থাকলে সে নিজেই তোমার কাছে আসবে); 2 যত্ন (পড়াশুনায় গরজ নেই)। [আ. গর্জ্]। গরজি বিণ. গরজবিশিষ্ট (আপ্তগরজি)। গরজ বড় বালাই প্রয়োজন বড় জ্বালা, তার দাবি যেমন করেই হোক মেটাতে হয়। গরজে গঙ্গাস্নান বি. দায়ে পড়ে পুণ্যকর্ম করা। 11)
গাঙ্গ
(p. 246) gāṅga (উচ্চা. গাংগো) বিণ. 1 গঙ্গাসম্বন্ধীয়; 2 গঙ্গা থেকে বা গঙ্গায় উত্পন্ন। [সং. গঙ্গা + অ]। 19)
গাঙ্গেয়
(p. 246) gāṅgēẏa বি. গঙ্গার পুত্র, ভীষ্ম। বিণ. 1 গঙ্গার সন্নিহিত (গাঙ্গেয় সমভূমি, গাঙ্গেয় উপত্যকা); 2 গঙ্গাসম্বন্ধীয়। [সং. গঙ্গা + এয়]। 21)
গাবা2
(p. 246) gābā2 বি. (আঞ্চ.) 1 গর্ভ; 2 গর্ত, খাদ (গঙ্গার গাবায় ফেলে দিয়ে এসো)। ক্রি. পুকুর, ডোবা প্রভৃতি জলশয়ের জল আলোড়িত করা বা ঘোঁটা। 65)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
জাহ্নবী
(p. 324) jāhnabī বি. জহ্নুমুনির কন্যা, গঙ্গাদেবী। [সং. জহ্নু + অ + ঈ]। 26)
তিলক
(p. 375) tilaka বি. দেহের নানা স্হানে চন্দন প্রভৃতির ফোঁটা বা ছাপ (তিলক কাটা)। বিণ. তিলকের মতো অলংকারস্বরূপ, শ্রেষ্ঠ (কুলতিলক)। [সং. তিল + ক]। তিলক কাটা ক্রি. বি. গায়ে তিলক আঁকা। ̃ মাটি বি. গঙ্গানদী বা অন্য তীর্থস্হানের যে মাটি দিয়ে তিলক আঁকা হয়। ̃ সেবা, ̃ ছাপা বি. বৈষ্ণবদের দেহের আটটি স্হানে তিলক এঁকে হরিনাম লেখা। তিলকা বি. গায়ে তিল ফুলের মতো চিহ্ন ('অলকা তিলকা ভালে')। তিলকী (-কিন্) বিণ. তিলকধারী (তিলকী বৈষ্ণব)। 149)
দশ
(p. 401) daśa (-শন্) বি. 1 1 সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, 'দশে মিলি করি কাজ'); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)। বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)। [সং. দশন্]। ̃ ক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)। দশ কথা বি. 1 অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)। ̃ কর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ। ̃ কর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়। ̃ কোশি বি. দশ ক্রোশের পথ। ̃ কোষী বি. কীর্তনগানের তালবিশেষ। ̃ গুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)। ̃ চক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল। দশ দশা দ্র দশা। ̃ দিক দ্র দিক। ̃ নামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ̃ পঁচিশ বি. কড়ি খেলাবিশেষ। ̃ বল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব। ̃ ভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী। ̃ ম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক। ̃ মহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)। ̃ মাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার। ̃ মিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী। ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মী-দশা বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু। ̃ মীস্হ বিণ. বৃদ্ধ। ̃ মূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়। ̃ রথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা। ̃ সালা বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)। ̃ হরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী। 7)
নারায়ণ
(p. 454) nārāẏaṇa বি. বিষ্ণু। [সং. নার + অয়ন]। ̃ ক্ষেত্র বি. গঙ্গাপ্রবাহ থেকে চার হাত বিস্তৃত তীরভূমি বা উক্ত তীরভূমি কল্পনা করে রচিত ভূমি, যেখানে মুমূর্ষু হিন্দুদের স্হাপন করা হয়। ̃ তৈল, (কথ্য) ̃ তেল বি. কবিরাজি তেলবিশেষ। নারায়ণী বি. (স্ত্রী.) 1 (নারায়ণের অংশ সম্ভূতা বলে) মহাশক্তি দুর্গা; 2 নারায়ণপত্নী লক্ষ্মীদেবী। বিণ. নারায়ণসম্বন্ধীয়া। নারায়ণী সেনা বি. শ্রীকৃষ্ণের সংশপ্তক সৈন্যবাহিনী। 73)
বসু
(p. 580) basu বি. 1 গণদেবতাবিশেষ, গঙ্গার আট পুত্র; 2 ধন; 3 বাঙালি কায়স্হের পদবিবিশেষ। [সং. √ বস্ + উ]। ̃ কীট বিণ. 1 ধনাকাঙ্ক্ষী; 2 কৃপণ। বি. ভিক্ষুক। ̃ দেব বি. 1 শ্রীকৃষ্ণের পিতা; 2 ধনাধিপতি কুবের। ̃ ধা, ̃ ন্ধরা, ̃ মতী, ̃ মাতা বি. পৃথিবী। ̃ ধারা বি. বিবাহাদি হিন্দু-অনুষ্ঠানে দেওয়ালে আঁকা সিঁদুরবিন্দুসহ ঘিয়ের পাঁচটি বা সাতটি স্রোত। অষ্ট-বসু বি. গঙ্গা ও শান্তনুর অষ্টপুত্র-ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভাব। 223)
বিজয়
(p. 611) bijaẏa বি. 1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা; 2 সাফল্য; 3 (প্রা. বাং.) গমন, প্রস্হান ('গঙ্গাতীরে দেবী করিলা বিজয়': চৈ. ভা.)। [সং. বি + জয়]। ̃ কেতন বি. জয়পতাকা। ̃ গর্ব বি. জয়লাভের জন্য গর্ব। ̃ দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত। ̃ লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী। ̃ স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার। বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী। বিজয়োত্-সব বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব]; 2 বিজয়াদশমীর উত্সব [বিজয়া + উত্সব]। বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়। বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)। স্ত্রী. বিজিতা। বিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য। 31)
ভীষ্ম
(p. 667) bhīṣma বিণ. (অপ্র.) ভীষণ। বি. (মহাভারতে) রাজা শান্তুনু ও গঙ্গাদেবীর পুত্র এবং কৌরবপাণ্ডবদের পিতামহ দেবব্রত যিনি কখনো বিবাহ করবেন না এই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলে অতঃপর ভীষ্ম নামে পরিচিত হন। [সং. √ ভী + ম]। ভীষ্মের প্রতিজ্ঞা অতি কছিন ও অটল প্রতিজ্ঞা। 16)
ভ্যাবা
(p. 670) bhyābā বিণ. 1 বিহ্বল; 2 বোকা, হাঁদা (ভ্যাবাগঙ্গারাম)। [দেশি]। ̃ .গঙ্গারাম বি. নিরেট বোকা। ̃ .চ্যাকা বি. হতবুদ্ধি বা বিহ্বল অবস্হা (ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল)। 112)
মকর
(p. 675) makara বি. 1 কুমিরে আকৃতিবিশিষ্ঠ জলজন্তুবিশেষ; 2 গঙ্গাদেবীর বাহন; 3 কন্দর্পের ধ্বজচিহ্ন; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দশম রাশি। [সং ম + √ কৃ + অ]। ̃ .কুণ়্ডল বি মকরাকৃতি কর্ণভূষণ। ̃ .কেতন, ̃ .কেতু বি যার পতাকায় মকর আছে, কন্দর্পদেব। ̃ .ক্রান্তি, ̃ .ক্রান্তি-বৃত্ত বি নিরক্ষরেখার দক্ষিণস্হ সমাক্ষরেখা, দক্ষিণায়নবৃত্ত, Tropic of Capricorn ̃ ধ্বজ বি 1 তেজস্কর আয়ুর্বেদীয় ওষুধবিশেষ; 2 কন্দর্প। ̃ বাহিনী বি গঙ্গাদেবী। ̃ .বূহ্য বি মকরাকারে স্হাপিত বা সজ্জিত সৈন্যসমাবেশ। ̃ .সংক্রান্তি বি মাঘমাসের সংক্রান্তি-তিথি, যেদিন সূর্য মকর রাশিতে সংক্রমণপূর্বক উত্তরায়ণ আরম্ভ করে। 18)
সংগম
(p. 792) saṅgama বি. 1 মিলন (কাবেরী সংগম, গঙ্গাযমুনার সংগম); 2 স্ত্রীপুরুষের যৌন মিলন, সহবাস, সম্ভোগ (স্ত্রীসংগম)। [সং. সম্ + √ গম্ + অ]। 44)
স্বর্গ
(p. 853) sbarga বি. 1 (ধর্মবিশ্বাস অনুযায়ী) পুণ্যবানেরা মৃত্যুর পরে যে-স্হানে বাস করেন; 2 দেবলোক; 3 চিরসুখময় স্হান। [সং. সু + √ ঋজ্ (=অর্জন) + অ]। ̃ গঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্হ শাখা, মন্দাকিনী। ̃ গত বিণ. স্বর্গে গত, মৃত। ̃ দ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ। ̃ প্রাপ্তি বি. পরলোকগমন; মৃত্যু। ̃ লাভ বি. স্বর্গে গমন; মৃত্যু। ̃ সুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিল ও অতুলন সুখ (ইং. heavenly bliss - এর অনবাদ)। ̃ স্হ বিণ. স্বর্গে অবস্হিত, স্বর্গীয়; মৃত। স্বর্গা-রোহণ বি. 1 স্বর্গে গমন; 2 মৃত্যু। স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়া। স্বর্গ্য বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক; 3 স্বর্গলাভে সহায়ক; 4 পবিত্র। স্বর্গ হাতে পাওয়া সুখসম্পদ লাভ করা; অনিবর্চনীয় আনন্দ লাভ করা; অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া। স্বর্গে তুলে দেওয়া অতিরঞ্জিত প্রশংসাদ্বারা উন্নীত করা। স্বর্গে বাতি দেওয়া মৃত পূর্বপুরুষের উদ্দেশে আকাশপ্রদীপ জ্বালা; (আল.) বংশরক্ষা করা বা প্রভূত উপকার করা। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2082204
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771585
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722446
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699611
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595669
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549016
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542949

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন