Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দশ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দশ এর বাংলা অর্থ হলো -

(p. 401) daśa (-শন্) বি. 1 1 সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, 'দশে মিলি করি কাজ'); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)।
বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)।
[সং. দশন্]।
ক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)।
দশ কথা বি. 1 অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)।
কর্ম
বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তনবিবাহ।
কর্ম-ভাণ্ডার
বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়।
কোশি
বি. দশ ক্রোশের পথ।
কোষী
বি. কীর্তনগানের তালবিশেষ।
গুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)।
চক্র
বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা।
দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল।
দশ দশা দ্র দশা।
দিক দ্র দিক।
নামী
বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ।
পঁচিশ
বি. কড়ি খেলাবিশেষ।
বল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব।
ভুজা
বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী।
ম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক।
মহা-বিদ্যা
বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)।
মাবতার
বি. বিষ্ণুর কল্কি অবতার।
মিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী।
মী বি. তিথিবিশেষ।
মী-দশা
বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু।
মীস্হ
বিণ. বৃদ্ধ।
মূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারীগোক্ষুর-এই দশটি মূল বা শিকড়।
রথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা।
সালা
বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)।
হরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দীক্ষক
(p. 408) dīkṣaka বিণ. 1 দীক্ষাদানকারী; 2 গুরু, শিক্ষক। [সং. √ দীক্ষ্ + অক]। 48)
দিব্য
(p. 408) dibya বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)। বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)। [সং. √ দিব্ + য]। ̃ চক্ষু (-ক্ষুস্), ̃ দৃষ্টি, ̃ নেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়। ̃ জ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন। ̃ দৃষ্টি-দিব্যচক্ষুঅনুরূপ। ̃ নারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা। ̃ যোনি বি. পরমেশ্বর, ভগবান। ̃ রথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ। ̃ লোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল। ̃ দিব্যাঙ্গনা দ্র দিব্যনারী। দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র। দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির। 32)
দোলিকা
(p. 425) dōlikā বি. ডুলি বা পালকি। [সং. দোলা + ক (ই আগম) + আ]। 7)
দমা
(p. 398) damā ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। বিণ. উক্ত সব অর্থে। 25)
দাক্ষিণ্য
(p. 402) dākṣiṇya বি. 1 অনুগ্রহ, দয়া (কারও দাক্ষিণ্যে বেঁচে থাকতে চাই না); 2 ঔদার্য; 3 সারল্য; 4 সৌজন্য। [সং. দক্ষিণ + য]। 42)
দুশ্চর
(p. 416) duścara বিণ. 1 বিচরণের পক্ষে দুঃসাধ্য এমন, যেখানে বিচরণ করা যায় না এমন (দুশ্চর অরণ্য); 2 দুর্গম; 3 আচরণ বা পালন করা শক্ত এমন; কষ্টসাধ্য (দুশ্চর ব্রত, দুশ্চর তপস্যা)। [সং. দুর্ + √ চর্ + অ]। 22)
দলা2
(p. 400) dalā2 ক্রি. 1 দলন বা মর্দন করা, মাড়ানো (পায়ে দলা); 2 দমন বা পীড়ন করা। বি. উক্ত সব অর্থে। বিণ. দলিত (পায়ে-দলা ঘাস)। [সং. দল্ + বাং. আ]। দলাই-মলাই বি. অঙ্গমর্দন, সংবাহন, শরীর মাসাজ। 23)
দবির-খাস
দোভাষী
(p. 421) dōbhāṣī দ্র দো। 95)
দল-দলে
(p. 400) dala-dalē বিণ. অতিরিক্ত নরম, কাদার মতো নরম (দলদলে ভাত)। [দেশি]। 17)
দোলাচল-চিত্ত
দুর্ভক্ষ্য
(p. 414) durbhakṣya বিণ. খাওয়া যায় না বা কষ্টকর এমন (দুর্ভক্ষ্য খাদ্য)। [সং. দুর্ + ভক্ষ্য]। 60)
দাগ-রাজি
(p. 402) dāga-rāji বি. 1 (ছাদ ইত্যাদির) ভাঙা বা ফাটা মেরামত; 2 জীর্ণসংস্কার। [ফা. দাগ্রাজী]। 47)
দুর্নীত
(p. 414) durnīta বিণ. 1 রীতিনীতি ভালো নয় এমন; 2 দুর্নীতিপরায়ণ; 3 অশিষ্ট, শিষ্ঠাচারহীন। বি. দুষ্ট বা মন্দ নীতি, নিন্দনীয় নীতি। [সং. দুর্ + নীত (√ নী + ত)]। 35)
দণ্ড্য
(p. 396) daṇḍya বিণ. দণ্ডনীয়। [সং. দণ্ড + য]। 36)
দেদার
দোল
দঙ্গল
(p. 396) daṅgala বি. 1 দল (এক দঙ্গল ছেলে); 2 ভিড়; 3 কুস্তি। [ফা. দংগল]। দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে। 15)
দক্ষিণাবহ
(p. 395) dakṣiṇābaha বি. দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু, মলয়বায়ু। [সং. দক্ষিণ + আ + √ বহ্ + অ]।
দিশ
(p. 408) diśa বি. (প্রা. বাং. ও ব্রজ.) দিক। [সং. দিশ্]। ̃ পাশ বি. 1 কূলকিনারা (কোনো দিশপাশ পাচ্ছি না); 2 শৃঙ্খলা (কাজের কোনো দিশপাশ নেই)। 43)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074910
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769082
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366361
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698208
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594765
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545460
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542341

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন