Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গয়না। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অলং-কার, (বর্জি.) অলঙ্কার
(p. 62) ala-ṅkāra, (barji.) alaṅkāra বি. 1 গয়না, গহনা, ভূষণ; 2 প্রসাধন, সজ্জা; শোভা; 3 গৌরব (বিদ্বান দেশের অলংকার); 4 ভাষার সৌন্দর্য বা উত্কর্ষ বাড়ায় এমন গুণাবলি: যেমন উপমা, রূপক, অনুগ্রাস ইত্যাদি। [সং. অলম্ + √ কৃ + অ]। ̃ শাস্ত্র বি. কাব্যের অলংকারবিষয়ক তত্ত্ব। অলং-করণ, অলং-কৃতি বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ। 34)
অস্হাবর
(p. 73) ashābara বিণ. এক স্হান থেকে অন্য স্হানে সরানো যায় এমন; স্হানান্তরযোগ্য; অস্হিতিশীল; জঙ্গম, movable. [সং. ন + স্হাবর]। অস্হাবর সম্পত্তি বি. যে সম্পত্তি স্হানান্তর করা যায়, movable property - যেমন টাকাপয়সা, গয়না ইত্যাদি। 22)
আভরণ
(p. 99) ābharaṇa বি. ভূষণ, অলংকার, গয়না (নানা আভরণে ভূষিত হয়ে এল)। [সং. আ + √ভৃ + অন]। 37)
ইয়ারিং
(p. 114) iẏāri বি. কানের বালাজাতীয় গয়নাবিশেষ। [ইং. earring]। 59)
কবরী
(p. 164) kabarī বি. 1 খোঁপা; 2 বেণী; 3 নারীর কেশবিন্যাস। [সং. ক (=মস্তক) + √ বৃ + অ + ঈ]। ̃ ভূষণ বি. খোঁপার গয়না। 14)
কর্ণিকা
(p. 167) karṇikā বি. 1 কানের গয়নাবিশেষ; 2 পদ্মের বীজকোষ; 3 বৃন্ত, বোঁটা; 4 লেখনী। [সং. কর্ণ3 + ইক + আ]। 58)
কর্ণ৩
(p. 167) karṇa3 বি. শ্রবণেন্দ্রিয়, কান। [সং. √ কর্ণি + অ]। ̃ কুহর, ̃ বিবর, ̃ রন্ধ্র বি. কানের ছিদ্র বা ফুটো। ̃ গোচর বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)। ̃ পট, ̃ পটহ বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়। ̃ পথ বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর। ̃ পাত বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)। ̃ বেধ বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ। ̃ মল বি. কানের ময়লা, কানের খোল। ̃ মূল বি. কানের গোড়া। ̃ শূল বি. কানের প্রদাহ বা যন্ত্রণা। কর্ণাভরণ বি. কানের গয়না। 54)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কেস
(p. 207) kēsa বি. 1 মামলা, মোকদ্দমা (তার নামে একটা কেস ঠুকে দিয়েছি); 2 ব্যাপার, ঘটনা (সে এক মজার কেস); 3 রোগী, মক্কেল (ডাক্তারের কেস, উকিলবাবুর কেস); 4 বাক্স (গয়নার কেস, সিগারেটের কেস)। [ইং. case]। 35)
গহনার নৌকা, গয়নার নৌকো
(p. 244) gahanāra naukā, gaẏanāra naukō বি. বহু যাত্রী নিয়ে চলাচলকারী বড় নৌকাবিশেষ। [দেশি]। 22)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
গিলটি
(p. 250) gilaṭi বি. (সোনাদি ধাতুর) ; 2 অলংকরণ; 2 চকচকে পালিশ ; 3 সোনার রঙের পালিশ। [ইং. gilt]। ̃ করা বিণ. 1 অলংকৃত; 2 সোনার পালিশযুক্ত (গিলটি-করা গয়না)। 6)
গয়না, গয়নার নৌকা
(p. 241) gaẏanā, gaẏanāra naukā যথাক্রমে গহনা ও গহনার নৌকা -র চলতি রূপ।
চিক1
(p. 281) cika1 বি. গলার গয়নাবিশেষ। [দেশি]। 194)
জড়োয়া
(p. 312) jaḍ়ōẏā বি. হীরা-মণি-মুক্তাখচিত গহনা। বিণ. হীরা-মণি-মুক্তাখচিত (জড়োয়া গয়না)। [হি. জড়াবট, জড়াউ]। 38)
টায়রা
(p. 343) ṭāẏarā বি. স্ত্রীলোকের ললাটভূষণ বা মাথায় পরার গয়নাবিশেষ। [ইং. tiara]। 33)
নকল
(p. 443) nakala বি. 1 অনুকরণ (বিলাতের নকল করা); 2 প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?); 3 পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের উত্তরপত্র দেখে কিংবা অন্য কাগজপত্র দেখে লেখা। বিণ. কৃত্রিম, মেকি, ঝুটো (নকল গয়না)। [আ. নক্ল্]। ̃ নবিশ বি. 1 অনুলিপি লেখক, copyist; 2 বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন। নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)। 18)
নাক2
(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণ ও শ্বাস নেওয়া হয়। [সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]। নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। ̃ কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ। ̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ। ̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ। নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা। নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা। নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া। নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো। নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা। নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না। নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা। 27)
পুঁটে
(p. 523) pun̐ṭē বি. 1 বালাজাতীয় গয়নার মুখ; 2 ঘুণ্টি। বিণ. খুব ছোটো (পুঁটে পেরেক)। [দেশি]। 26)
বাঁধা1
(p. 591) bān̐dhā1 বি. বন্ধক, ঋণের জামিনস্বরূপ গচ্ছিত রাখা (গয়নাটা বাঁধা রেখে টাকা ধার নিয়েছে)। [সং. বন্ধ]। 25)
বাজু
(p. 595) bāju বি. 1 তাগাজাতীয় হাতের গয়নাবিশেষ; 2 বাহু (বাজুবন্ধ); 3 পার্শ্ব; side; 4 খাটের পাশের কাঠ; 5 দরজার চৌকাঠের দুই পাশের কাঠ। [ফা. বাজু]। ̃ বন্ধ বি. তাগাজাতীয় বাহুর অলংকার। 23)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
রৌপ্য
(p. 750) raupya বি. ধাতুবিশেষ, রুপো, রজত। [সং. রূপ্য + অ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়ার উত্সব বা অনুষ্ঠান। ̃ .ময় বিণ. রুপোর তৈরি। ̃ .মুদ্রা বি. রৌপ্যনির্মিত মুদ্রা, silver coin. ̃ .মূল্যে ক্রি-বিণ. দাম-বাবদ রুপো বা টাকা দিয়ে, রুপো বা টাকার বিনিময়ে। রৌপ্যালং-কার বি. রুপোর গয়না। 60)
হার1
(p. 867) hāra1 বি. 1 কণ্ঠাভরণবিশেষ, যে গয়না গলায় ঝুলিয়ে পরতে হয়; 2 মালা; 3 (গণি.) হরণ, ভাগ; 4 (বাং.) দর, অনুপাত (শতকরা পাঁচ টাকা হারে)। [সং. হৃ + অ]। ̃ ক বিণ. হরণকারী। বি. ভাজক, divisor. হারা-হারি বি. অনুপাত-অনুযায়ী ভাগবাঁটোয়ারা। বিণ. ক্রি-বিণ. গড়পড়তা বা অনুপাত-অনুযায়ী (হারাহারি ভাগ, হারাহারি ভাগ করা)। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086008
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773048
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370749
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723020
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700396
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596198
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551043
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543233

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন