Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোড়া; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশ্ব
(p. 66) aśba বি. ঘোড়া। [সং. অশ্ + ব]। স্ত্রী. অশ্বা, অশ্বী। ̃ .কোবিদ বিণ. ঘোড়া সম্বন্ধে জ্ঞানসম্পন্ন। ̃ .খুর বি. 1 ঘোড়ার খুর; 2 গন্ধদ্রব্যবিশেষ। ̃ .গন্ধা বি. ছোট গাছবিশেষ। ̃ .ডিম্ব বি. ঘোড়ার ডিম; কাল্পনিক বা অস্তিত্বহীন বস্তু। ̃ তর বি. ঘোড়া ও গাধার মিলনজাত প্রাণী, খচ্চর। স্ত্রী. ̃ তরী। ̃ পাল, ̃ রক্ষক বি. ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে যে; সহিস। ̃ বৈদ্য বি. ঘোড়ার চিকিত্সক। ̃ .মুখী বি. কিন্নরী। ̃ মেধ বি. ঘোড়া বলি দিয়ে সম্পন্ন হত এমন যজ্ঞবিশেষ। ̃ যান বি. ঘোড়ায়-টানা যাত্রিবাহী গাড়ী, ঘোড়ার গাড়ী। ̃ শালা বি. ঘোড়ার থাকার জায়গা, আস্তাবল। ̃ সাদী (-দিন্), অশ্বারোহী (-হিন্) বি. ঘোড়সওয়ার। 17)
অশ্বারূঢ়
(p. 66) aśbārūḍh় বিণ. ঘোড়ায় চড়ে আছে এমন। [সং. অশ্ব + আরূঢ়]।
অশ্বারোহণ
(p. 67) aśbārōhaṇa বি. ঘোড়ায় চড়া। [সং. অশ্ব + আরোহণ]। অশ্বারোহী (-হিন্) বি. ঘোড়সওয়ার (ছুটে এল অশ্বারোহীর দল)। ঘোড়ায় চড়ে আছে এমন (অশ্বারোহী সৈন্য)। 2)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আড়-গড়া
(p. 85) āḍ়-gaḍ়ā বি. 1 আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা; 2 অশ্বপালনের প্রতিষ্ঠান বা কেন্দ্র। [হি. অড়্গড়া]। 84)
আসোয়ার, আসোবার
(p. 110) āsōẏāra, āsōbāra বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]। 16)
আস্কন্দিত
(p. 110) āskandita বি. ঘোড়ার প্লুত গতি অর্থাত্ লাফিয়ে চলা ('আস্কন্দিতে নাচে বাজিরাজি': মধু)। [সং. আ + √ স্কন্দ্ + ণিচ্ + ত]। 17)
আস্তা-বল
(p. 110) āstā-bala বি. 1 ঘোড়ার আড্ডা, ঘোড়াশাল; 2 ঘোড়া বা হাতির থাকবার জায়গা। [আ. ইন্তবল্]। 21)
উরমাল, উরুমাল
(p. 133) uramāla, urumāla বি. 1 রুমাল; 2 ঘোড়ার ঊরুতে বা পায়ে বাঁধা হয় এমন ঊরুত্রাণ। [ফা. রুমাল: হি. উরমাল]। 142)
কচু
(p. 156) kacu বি. 1 মানুষের খাদ্য কন্দবিশেষ; 2 (অবজ্ঞায়) কিছুই না, ঘোড়ার ডিম (তুমি আমার কচু করবে)। [সং. √ কচ্ + উ, তু. হি. কচচূ]। ̃ কাটা বিণ. অবলীলাক্রমে ও সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে এমন। ̃ ঘেঁচু বি. আজেবাজে শাকসবজি; অখাদ্য বস্তু। ̃ পোড়া বি. অখাদ্য বস্তু; কিছুই নয়। 45)
কড়ি-য়ালি, কড়ি-য়াল2
(p. 159) kaḍ়i-ẏāli, kaḍ়i-ẏāla2 বি. লাগাম বা বলগার মতো যা ঘোড়ার মুখে লাগানো থাকে। [কড়ি (=কড়া1) + আল]। 11)
কদম1
(p. 160) kadama1 বি. 1 পা, চরণ; 2 পদক্ষেপ; 3 ঘোড়ার গতিভঙ্গি। [আ. কদ্ম্]। 22)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কাঙাল, কাঙালি
(p. 177) kāṅāla, kāṅāli 1 বিণ. দরিদ্র, নিঃস্ব; 2 দীন; 3 অতিশয় লোলুপ (যশের কাঙাল, অর্থের কাঙাল); 4 দুঃখী। বি. ভিক্ষুক (কাঙালের দল, কাঙালি বিদায়)। [দেশি]। স্ত্রী. কাঙালিনি। কাঙালের কথা বাসি হলে খাটে (প্র.) গৌরবহীন গুরুত্বহীন লোকের উক্তি অন্যের কাছে প্রথমে উপেক্ষার বস্তু হলেও পরে প্রমাণিত হয় যে তা-ই সত্য। কাঙালের ঘোড়ারোগ দরিদ্রের সাধ্যতীত ব্যয়বহুল শখ। ̃ খানা বি. অনাথ আশ্রম। ̃ পনা বি. দীনতা; কাঙালের মতো আচরণ; অতিশয় লোলুপতা; দীন যাচ্ঞা। কাঙাল বিদায়, কাঙালি বিদায় বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।
কিন্নর
(p. 190) kinnara বি. ঘোড়ার মতো মুখ এবং মানুষের মতো দেহবিশিষ্ট দেবলোকের গায়কজাতিবিশেষ; দেবযোনিবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + নর]। ̃ কণ্ঠ বিণ. (কিন্নরদের মতো) সুকণ্ঠবিশিষ্ট। বি. (স্ত্রী.) কিন্নরী। 14)
কেশর
(p. 207) kēśara বি. 1 ফুলের ভিতরের কেশতুল্য সূক্ষ বস্তু; 2 সিংহ ঘোড়া প্রভৃতি প্রাণীর ঘাড়ের দীর্ঘ লোমরাজি; 3 জাফরান; 4 নাগকেশর ফুল বা তার গাছ। [সং. কে (জলে) + শর]। কেশরী (-রিণ) বি. 1 সিংহ; 2 কেশরযুক্ত প্রাণী। বিণ. (সমাসে পরপদে) 1 শ্রেষ্ট বা প্রধান (পাঞ্জাবকেশরী); 2 জাফরান-এর রংবিশিষ্ট (কেশরী রং)। 26)
কোচ-ওয়ান, কোচোয়ান, কোচ-মান, কোচ-ম্যান
(p. 209) kōca-ōẏāna, kōcōẏāna, kōca-māna, kōca-myāna বি. ঘোড়ার গাড়ির গাড়োয়ান। [ইং. coachman]। 24)
খচ্চর
(p. 221) khaccara বি. 1 অশ্বতর, ঘোড়া ও গাধার মিলনজাত জীববিশেষ; 2 (আল.) দুর্বৃত্ত, বদমাশ লোক (আচ্ছা খচ্চর তো!)। [দেশি]। তিলে খচ্চর গায়ে তিলের মতো দাগযুক্ত খচ্চর; হাড়ে হাড়ে বদমাশ। 19)
খট, খট্
(p. 221) khaṭa, khaṭ অব্য. বি. কাঠ, শক্ত মেঝে প্রভৃতি কঠিন পদার্থে ধাক্কা খাওয়ার আওয়াজ (দরজায় খটখট আওয়াজ); শক্ত সোলের জুতো শক্ত মেঝেতে ঠোকার আওয়াজ; ঘোড়ার খুরের আওয়াজ। [দেশি]। খটখট, খটাখট অব্য. ক্রমাগত 'খট' শব্দ; অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)। খট-খটে বিণ. শুকনো, জলহীন (খটখটে মেঝে, খটখটে দিন)। 27)
খড়রা
(p. 221) khaḍ়rā বি. ঘোড়া, গোরু প্রভৃতির গা ঘষে পরিষ্কার করার জন্য লোহার চিরুনিবিশেষ। [হি. খরহরা]। 47)
খলিন, খলীন
(p. 224) khalina, khalīna বি. লাগাম; ঘোড়ার মুখে বল্গা বাঁধার লৌহদণ্ড। [সং. খ + লীন, মুখে সংলগ্ন এই অর্থে]। 36)
গাড়োয়ান
(p. 246) gāḍ়ōẏāna বি. গাড়ির চালক, (সাধারণত) ঘোড়ার গাড়ি, গোরুর গাড়ি ইত্যাদির চালক। [বাং. গাড়ি + ওয়ান-তু. হি. গাড়ীবান্]। 35)
ঘণ্টা
(p. 266) ghaṇṭā বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)। [সং. √ঘণ্ + ট + আ]। 5)
ঘর্ঘর
(p. 266) gharghara বি. চলন্ত গাড়ির চাকার শব্দ বা ওইজাতীয় শব্দ (ঘোড়ার গা়ড়ির ঘর্ঘর শব্দে কান পাতা যায় না)। [সং. ধ্বন্যা. ঘর্ঘর + অ (অস্ত্যর্থে)]। ঘর্ঘরিত বিণ. ঘর্ঘর শব্দে ধ্বনিত, মুখরিত বা পূর্ণ। 37)
ঘুড়ি2
(p. 269) ghuḍ়i2 বি. (স্ত্রী.) ঘোড়া, ঘোটকী। [বাং. ঘোড়া + ই (স্ত্রী.)]। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074059
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768663
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366053
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721048
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698045
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594635
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545155
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন