Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোষণা)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আড়ি2
(p. 85) āḍ়i2 বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। 99)
উত্-কীর্তন
(p. 123) ut-kīrtana বি. 1 ঘোষণা; 2 প্রচার; 3 অতি প্রশংসা। [সং. উত্ + কীর্তন]। উত্-কীর্তিত বিণ. ঘোষণা বা প্রচার বা উচ্চ প্রশংসা করা হয়েছে এমন। 4)
উদীর্ণ
(p. 127) udīrṇa বিণ. 1 উদ্গত, নির্গত; 2 উত্পন্ন, জাত; 3 মহান, শ্রেষ্ঠ ('উদীর্ণ আবির্ভাব'); 4 দৃপ্ত, উদ্ধত (উদীর্ণ ঘোষণা)। [সং. উত্ + √ ঋ + ত]। 18)
খতিব
(p. 221) khatiba বি. খতবাপাঠক, যে খতবা পাঠ বা ঘোষণা করে। [আ. খতীব]। 63)
খ্যাপক
(p. 235) khyāpaka বিণ. ঘোষণাকারী, প্রচারক। [সং. √খ্যা + ণিচ্ + অক]। খ্যাপন বি. প্রচার, ঘোষণা; কীর্তন (নামখ্যাপন)। 18)
ঘুষা, ঘোষা
(p. 270) ghuṣā, ghōṣā ক্রি. 1 ঘোষণা করা; 2 উচ্চৈঃস্বরে আবৃত্তি করা (নামতা ঘোষা)। বি. উক্ত অর্থে। [সং. √ঘুষ্ (শব্দ করা) + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের দ্বারা) ঘোষিত করানো বা আবৃত্তি করানো (ছেলেটি ক্লাসের ছেলেদের নামতা ঘোষাচ্ছে)। বি. উক্ত অর্থে। 15)
ঘোষ
(p. 272) ghōṣa বি. 1 গম্ভীর শ্বদ বা ধ্বনি (তু. বজ্রনির্ঘোষ); 2 ঘোষণা ; 3 গোয়ালা (ঘোষের দুধ); 4 গোয়ালাদের পাড়া; 5 বাঙালি কায়স্হদের পদবিবিশেষ। [সং. √ঘুষ্ + অ]। ̃ ক বিণ. বি. ঘোষণাকারী। ̃ যাত্রা বি. (প্রধানত মহাভারতে বর্ণিত দুর্যোধনের গোধন পরিদর্শনের জন্য) গোপপল্লিতে যাওয়া। ̃ বর্ণ বি. বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য্ র্ ল্ ব্ হ্। 21)
ঘোষণ, ঘোষণা
(p. 272) ghōṣaṇa, ghōṣaṇā বি. 1 সর্বসাধারণকে জানানো, বিজ্ঞপ্তি প্রচার; 2 উচ্চ শব্দ। [সং. √+ ঘুষ্ + অন, + আ]। ঘোষ-পত্র, ঘোষণা-পত্র বি. বিজ্ঞাপন, ইস্তাহার। 22)
ঘোষিত
(p. 272) ghōṣita বিণ. ঘোষণা করা হয়েছে এমন, প্রচারিত (সরকারি সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষিত হয়েছে, সরকারের ঘোষিত নীতি)। [সং. √ঘুষ্ + ণিচ্ + ত]। 24)
চরম
(p. 279) carama বিণ. 1 চূড়ান্ত (চরম শাস্তি, চরম দুর্ভোগ); 2 অন্তিম, মৃত্যুকালীন (চরম দশা); 3 যত বেশি সম্ভব (চরম মূল্য); 4 সর্বশেষ (চরম পরিণতি, চরম লক্ষ্য)। বি. 1 অন্ত, শেষ (এ ব্যাপারে আমি চরম দেখে ছাড়ব); 2 সর্বশেষ অবস্হা বা কঠিনতম অবস্হা (অবস্হা চরমে উঠল)। [সং. √চর্ + অম]। ̃ পত্র বি. 1 ইষ্টিপত্র, ইচ্ছাপত্র, উইল, will; 2 (যুদ্ধঘোষণা ইত্যাদির পূর্বে) প্রতিপক্ষকে প্রেরিত শেষ সতর্কপত্র, ultimatum. ̃ পন্হা বি. (প্রধানত রাজনীতিতে) আপোশহীনতা, উগ্র মতামত, extremism. ̃ পন্হী বি. বিণ. চরমপন্হায় বিশ্বাসী। চরমোত্কর্ষ বি. পরম উন্নতি, উন্নতির পরাকাষ্ঠা। 29)
চিত্-কার
(p. 288) cit-kāra বি. 1 চেঁচানি, উচ্চ কণ্ঠস্বর (এটা হাসপাতাল এখানে চিত্কার কোরো না); 2 গোলমাল, হইচই (এখানে এক চিত্কার হচ্ছে কেন?)। [সং. চিত্ + √কৃ + অ]। চিত্-কৃত বিণ. চিত্কার করে বলা হয়েছে এমন (চিত্কৃত ঘোষণা); সরবে ঘোষিত। 32)
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
জয়
(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। 121)
ডঙ্কা
(p. 354) ḍaṅkā বি. জয়ঢাক, ঢেঁটরা। [সং. ডম্ + √ কৈ + অ + আ]। ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. 1 ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; 2 (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা। 10)
ডাকা
(p. 355) ḍākā ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। বি. উক্ত সব অর্থে। বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ̃ ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ̃ নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)। 18)
ড্যাং ড্যাং
(p. 359) ḍyā ṇḍyā বি. 1 ঢাকের আওয়াজ (ড্যাং ড্যাং বাদ্যি বাজে); 2 জয়সূচক ধ্বনি; জয়ঘোষণা (ড্যাং ড্যাং করে চলে যাব)। [ধ্বন্যা.]। 5)
ঢোল
(p. 362) ḍhōla বি. 1 চর্মবৃত বাদ্যযন্ত্রবিশেষ, ঢাকের চেয়ে ছোট আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ; 2 (আল.) ঢোলের মতো ফোলা বা ফাঁপা অবস্হা (ফুলে ঢোল হয়েছে)। [মুন্ডা.] ঢোল দেওয়া ক্রি. বি. 1 ঢেঁড়া পিটানো; 2 প্রচার করা। নিজের ঢোল নিজে পেটা আত্মপ্রশংসা করা। ̃ ক বি. ঢোল; ছোট ঢোল। ̃. শোহরত বি. ঢোল পি়টিয়ে প্রচার বা ঘোষণা। 26)
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
দাবি
(p. 405) dābi বি. 1 অধিকার, স্বত্ব (এ জমিতে তার কোনো দাবি নেই); 2 অধিকার, চাহিদা বা ন্যায্য পাওনা সম্পর্কে ঘোষণা (এ দাবি তুমি করতে পার না)। [আ. দাআবী]। ̃ দাওয়া বি. অধিকার ও তত্সম্পর্কিত ঘোষণা; অভাব-অভিযোগ। ̃ দার বি. বিণ. ওয়ারিশ; যে দাবি করে; দাবিসম্পন্ন লোক। ̃ পত্র বি. দাবি বা অধিকার সংবলিত পত্র বা নথি। 17)
দৈব
(p. 421) daiba বি. অদৃষ্ট, ভাগ্য ('প্রবাসে দৈবের বশে': মধু)। বিণ. 1 দেবতাসম্বন্ধীয় (দৈবঘটনা); 2 দেবকৃত (দৈববাণী); 3 বুদ্ধির অগম্য, অলৌকিক (দৈব শক্তি, দৈব চিকিত্সা)। [সং. দেব + অ]। স্ত্রী. দৈবী। ̃ ক্রমে, ̃ গতিকে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)। ̃ ঘটনা বি. অলৌকিক বা আকস্মিক ঘটনা। ̃ জ্ঞ বিণ. ভাগ্যগণনাকারী, জ্যোতিষী। ̃ ত বি. দেবতা ('সহায় দৈবত': সু.দ.)। ̃ দুর্বিপাক বি. যে ঘটনার জন্য মানুষ দায়ী নয়, প্রাকৃতিক দুর্ঘটনা। ̃ দোষ বি. অদৃষ্টের প্রতিকূলতা। ̃ বশত, ̃ বশে-দৈবক্রমে -র অনুরূপ। ̃ বাণী বি. আকাশ থেকে ধ্বনিত দেবতার বাণী, অলক্ষ্যে অবস্হিত দেবতার ঘোষণা। ̃ বিড়ম্বনা বি. দেবতার বা ভাগ্যের ছলনা বা প্রতিকূলতা। ̃ যোগে ক্রি-বিণ. দৈবক্রমে -র অনুরূপ। ̃ শক্তি বি. দেবতার আয়ত্ত বা অলৌকিক শক্তি; বিধিদত্ত ক্ষমতা। দৈবাত্ অব্য. 1 হঠাত্, সহসা (দৈবাত্ যদি কেউ চলে আসে); 2 দৈববশত। দৈবাদেশ বি. দেবতার নির্দেশ; অলৌকিক প্রেরণা। দৈবাধীন, দৈবায়ত্ত বিণ. দেবতা বা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। 63)
দ্বারা
(p. 426) dbārā অনু. অব্য. 1 সাহায্যে (পত্র দ্বারা নিমন্ত্রণ); 2 দিয়া, দিয়ে, যোগে (সংবাদপত্রের দ্বারা ঘোষণা, আমার দ্বারা একাজ হবে না); 3 মারফত (ভৃত্যের দ্বারা সংবাদপ্রেরণ)। [সং. দ্বার শব্দের 3য়া বিভক্তির 1বচন]। 19)
নকিব, (বর্জি.) নকীব
(p. 443) nakiba, (barji.) nakība বি. রাজসভার ঘোষক অর্থাত্ যে ব্যক্তি রাজার জয় ঘোষণা করে এবং সভায় আগত ব্যক্তিদের পরিচয় উচ্চকণ্ঠে জ্ঞাপন করে। [আ. নকীব্]। 23)
নকিব-দার
(p. 443) nakiba-dāra বি. 1 পাহারাওয়ালা; 2 রাত্রে যে পাহারা দেয় এবং উচ্চকণ্ঠে প্রহর ইত্যাদি ঘোষণা করে। [আ. নকীব্ + ফা. দার]। 24)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নির্দ্বিধ
(p. 468) nirdbidha বিণ. 1 দ্বিধা নেই এমন, সংকোচ নেই এমন; 2 সংশয় নেই এমন (নির্দ্বিধ উক্তি, নির্দ্বিধ ঘোষণা)। [সং. নির্ + দ্বিধা]। নির্দ্বিধা বি. (বাং.) নিঃসংশয়তা, দ্বিধাহীনতা (একথা নির্দ্বিধায় বলতে পারি)। 67)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074231
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768707
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366117
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545217
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন