Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চালবাজ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
ওস্তাদি
(p. 153) ōstādi বি. 1 গুরুগিরি, শিক্ষকতা; 2 দক্ষতা, কেরামতি (ছেলেটার ওস্তাদি মানতেই হবে); 3 চালবাজি, অতিরিক্ত চালাকি। বিণ. ওস্তাদসম্বন্ধীয়; ওস্তাদের কৃত; যাতে ওস্তাদি আছে এমন (ওস্তাদি গান)। 70)
কলমা2
(p. 169) kalamā2 বি. (প্রধানত) পশ্চিমবঙ্গে উত্পন্ন চালবিশেষ। [দেশি]। 59)
কিস্তি৩
(p. 191) kisti3 বি. দাবাখেলায় বিপক্ষের রাজাকে সরাসরি আক্রমণ বা তার চলাচল রোধের জন্য চালবিশেষ। [ফা. কিশ্ত্]। ̃ মাত বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ। 19)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চালা2
(p. 281) cālā2 বিণ. তৃণাদির দ্বারা নির্মিত চাল বা ছাদবিশিষ্ট (চালাঘর)। বি. 1 চালবিশিষ্ট ঘর (আটচালা); 2 কুঁড়ে (কোনোমতে একটি চালা তৈরি করে তাতেই বাস করছে)। [বাং. চাল + আ]। 173)
চাল৩
(p. 281) cāla3 বি. 1 জীবনযাত্রার ধরন (বনেদি চাল); 2 প্রথা, কর্মপ্রণালী, আচারব্যবহার (চালচলন); 3 ফন্দি, কৌশল (চাল ফসকানো, বুদ্ধির চাল); 4 গতিভঙ্গি (গদাইলশকরি চাল); 5 দাবা লুডো পাশা প্রভৃতি খেলায় ঘুঁটির দান (এবার তুমি চাল দেবে); 6 মিথ্যা বা ফাঁকা বড়াই (চালবাজ, চাল মারা)। [দেশি-তু. সং. √চল্]। চাল কমানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর কমানো; ব্যয় সংকোচ করা। চাল চালা ক্রি. বি. ফন্দি খাটানো; 3 দাবা পাশা ইত্যাদি খেলায় দান দেওয়া। চাল বাড়ানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর বাড়ানো; ব্যয় বৃদ্ধি করা। চাল মারা বি. ক্রি. মিথ্যা বড়াই করা; ফাঁকি দেওয়া। ̃ চলন বি. রীতিনীতি; স্বভাবচরিত্র; আচারব্যবহার। ̃ বাজ বিণ. মিথ্যা বড়াইকারী; ফন্দিবাজ। ̃ বাজি বি. মিথ্যা বড়াই; ফাঁকিবাজি; ফন্দিবাজি। 163)
চৌ
(p. 299) cau বিণ. চার। [সং.চতুর্]। ̃ কাঠ, ̃ কাট বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম। [তু. হি. চৌখট্]। ̃ কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ। ̃ কোনা - চৌকো -র অনুরূপ। ̃ খণ্ড, ̃ খণ্ডি বি. 1 চারচালা ঘর; 2 চৌকি। ̃ খণ্ডিয়া বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)। ̃ খুপি বি. চৌকো খোপ, চেক। বিণ. চার খোপওয়ালা। ̃ গুণ ̃ গুনো বিণ. চারগুণ, চতুর্গুণ। ̃ গোঁপ্পা বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়। বিণ. এইরকম দাড়িওয়ালা। ̃ ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক। ̃ ঘুড়ি বি. চার ঘোড়ায় টানা গাড়ি। ̃ চাকা, ̃ চাক্কা বিণ. চার চাকাবিশিষ্ট। ̃ চাপটে, ̃ চাপড়ে ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)। ̃ চালা বি. চারটি চালবিশিষ্ট ঘর। ̃ চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)। ̃ ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের। ̃ তলা, ̃ তালা বিণ. চার তলাবিশিষ্ট। বি. চতুর্থ তল। ̃ তারা বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ ত্রিশ বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুস্ত্রিংশত্]। ̃ দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)। ̃ দিশে, ̃ দিশা - চৌদিক -এর অনুরূপ। ̃ দুলি বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ। ̃ দোলা বি. শিবিকা, চতুর্দোলা। ̃ পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা। বিণ. চার চরণবিশিষ্ট। ̃ পর বি. চার প্রহরকাল। ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)। ̃ পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা। ̃ পায়া বি. চৌকি। ̃ মাথা, ̃ মোহনা, ̃ রাস্তা বি. চারপথের মিলনস্হল। ̃ রাশি বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি। ̃ রি বিণ. চারখানি চালযুক্ত। বি. চারটি চালযুক্ত ঘর। ̃ ষাট্টি বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক। চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা। 5)
দাদ-খানি
(p. 402) dāda-khāni বি. (বাংলার সুলতান দাউদ খানের নামে প্রচলিত) অত্যুত্কৃষ্ট চালবিশেষ। [দাউদখান দাদখান + বাং. ই]। 63)
পিটালি, পিটুলি
(p. 520) piṭāli, piṭuli বি. জল দিয়ে চটকানো চালবাটা। [সং. পিষ্টতণ্ডুল]। 19)
ফাণ্টুস
(p. 564) phāṇṭusa বি. (কথ্য) শূন্যগর্ভ চালবাজ লোক। [দেশি-তু ফাঁট]। 20)
বালাম
(p. 602) bālāma বি. 1 বরিশালে উত্পন্ন ধান থেকে প্রস্তুত সরু চালবিশেষ; 2 (প্রধানত চাল বহনকারী) বড়ো নৌকাবিশেষ। [দেশি]। 73)
বাস-মতী
(p. 605) bāsa-matī বি. সুগন্ধযুক্ত চালবিশেষ। [সং. বাস3 +মতী]। 10)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079522
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770499
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368215
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721976
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699102
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595358
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542712

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন