Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছদ্মবেশ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আম৩
(p. 99) āma3 বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায় (উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। 55)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কাপ2
(p. 181) kāpa2 বি. 1 বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; 2 ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী ('ঐ এল শিব বুড়া কাপ': ভা. চ.)। [সং. কপট]। 55)
গুপ্ত
(p. 253) gupta বিণ. 1 অপ্রকাশ্য, লুকানো (গুপ্তধন, গুপ্তব্যাধি); 2 অদৃশ্য, প্রচ্ছন্ন ('কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচরে': ঈ. গু.); 3 (প্রায় অপ্রচলিত) রক্ষিত; 4 বৈদ্য বা বৈশ্য জাতির পদবিবিশেষ। [সং. √গুপ্ + ত]। স্ত্রী. গুপ্তা। ̃ কথা বি. গোপন কথা; গোপনীয় কথা; অজ্ঞাত কাহিনী। ̃ ঘাতক বি. গোপনে হত্যাকারী (গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন)। ̃ চর বি. যে গোপনে সংবাদ সংগ্রহ করে; গোয়েন্দা। ̃ ধন বি. সবার অজ্ঞাতে ও অগোচরে লুকানো ধন। ̃ বেশ বি. ছদ্মবেশ। ̃ ভোট, গুপ্ত মত বি. ব্যালট ভোট, গোপন ভোট, secret ballot. গুপ্তি বি. 1 গোপনে রক্ষণ (মন্ত্রগুপ্তি); 2 ফাঁপা লাঠির মধ্যে লুকিয়ে রাখা সরু তরবারি। 5)
ছদ্ম
(p. 301) chadma (-দ্মন্) বিণ. 1 কপট, ছলনাকারী; 2 আচ্ছাদক। [সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]। ̃ নাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম। ̃ বেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ। ̃ বেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী। স্ত্রী. ̃ বেশিনী। 33)
জাল1
(p. 324) jāla1 বিণ. 1 কৃত্রিম, মেকি (জাল টাকা, জাল ওষুধ); 2 ছদ্মবেশী, কপট (জাল সন্ন্যাসী)। [আ. জাল]। জাল করা ক্রি. বি. ঠকানোর জন্য কৃত্রিম বা নকল জিনিস তৈরি করা ('আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে': সু. রা.)। 5)
বিড়াল
(p. 611) biḍ়āla বি. ইঁদুর-শিকারে দক্ষ গৃহপালিত নরম লোকে সারা শরীর ঢাকা চতুষ্পদ প্রাণীবিশেষ, মার্জার। [সং. √ বিড়্ + আল]। স্ত্রী. বিড়ালী।̃ তপস্বী (আল.)বি. সাধুর ছদ্মবেশে শয়তান, ভণ্ড ব্যক্তি। বিড়ালাক্ষী বিণ. (স্ত্রী.) বিড়ালের মতো যার কটা চোখ। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ক্রি. বি. (আল.) কোনো প্রয়োজনীয় কিন্তু আপাত-অসম্ভব বা বিপজ্জনক কাজের গোড়াপত্তন করা। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া ক্রি. বি. (আল.) ভাগ্যক্রমে ঈপ্সিত সুযোগ মেলা। 67)
বেশ2
(p. 642) bēśa2 বি. সজ্জা, পোশাক। [সং. √ বিশ্ + অ]। ̃ ধারী (রিন্) বিণ. বেশ ধারণ করেছে বা পরেছে এমন (বিচিত্র বেশধারী লোক)। ̃ বাস, ̃ ভূষা বি. সাজসজ্জা, বসনভূষণ (বিচিত্র বেশভূষা)। ̃ বিন্যাস বি. সাজসজ্জাকরণ। ̃ বেশী (-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)। স্ত্রী. -বেশিনী। 36)
ভেক1
(p. 670) bhēka1 বি. 1 সন্ন্যাসী বা বৈরাগীর ধর্ম; 2 বৈরাগীর বেশ; 3 ছদ্মবেশ (ভেক ধরা)। [ সং. ভৈক্ষ্য]। ̃ .ধারী (-রিন্) বিণ. 1 ছদ্মবেশ ধারণকারী; 2 সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে এমন। 17)
ভোল1
(p. 670) bhōla1 বি. 1 সাজপোষাক, বেশ বা বেশভূষা (ভোল বদলানো); 2 চেহারা (ঘরের ভোল পালটে গেছে'); 3 ছদ্মবেশ (ভোল ধরা)।[তু. ভেল]। 90)
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
রূপ
(p. 747) rūpa বি. 1 মূর্তি, শরীর ('অরূপের রূপ দিক': রবীন্দ্র); 2 আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); 3 সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); 4 প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); 5 বর্ণ, রং ('কাল রূপ ছাড়া আন রূপ দেখব না'); 6 (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); 7 (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। ̃ .কার বি. 1 রূপদাতা; 2 শিল্পী; 3 যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। ̃ .চর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। ̃ জ বিণ. রূপজনিত। ̃ .দক্ষ বিণ. 1 রূপধারণে দক্ষ; 2 রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist. ̃ .ধারণ বি. 1 মূর্তিপরিগ্রহ; 2 (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান। ̃ .ধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. ̃ .বতী। ̃ .ভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম। ̃ .মাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা। ̃ .মোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা। ̃ .সজ্জা বি. 1 সাজগোজ; 2 অভিনয়াদির জন্য সাজসজ্জা। রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী। রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ। 19)
লম্ব
(p. 756) lamba বি. 1 দীর্ঘ রেখা; 2 সমকোণে অবস্হিত সরলরেখা, perpendicular বিণ. 1 দোলায়মান, লম্বাভাবে ঝুলেছে এমন; 2 দীর্ঘ; 3 খাড়া, ঋজু; 4 সমকোণে অবস্হিত।[সং. √ লম্ব্ + অ]। ̃ .কর্ণ বিণ. লম্বা কানবিশিষ্ট। বি. (লম্বা কানযুক্ত বলে) গাধা খরগোশ হাতি প্রভৃতি জীব। ̃ চ্ছেদ বি. লম্বালম্বি কাটা। ̃ ন বি. 1 ঝুলন, দোলন; 2 অবলম্বন। ̃ .মান বিণ. 1 দোলায়মান, ঝুলছে এমন; 2 (ব্যঙ্গে) শুয়ে আছে এমন (বিকেল বেলায় বিছানায় লম্বমান হয়ে আছ কেন?)। ̃ .শাট বি. বঞ্চনা বা প্রতারণার জন্য ছদ্মবেশ। ̃ .শাট-পটাবৃত বিণ. জমকালো পোশাক পরিহিত। 17)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074422
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768765
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366198
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721094
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698139
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594693
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545301
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন