Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তরঙ্গিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরঙ্গ
(p. 32) antaraṅga বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। ̃ তা বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 32)
অব-লোহিত রশ্মি
(p. 46) aba-lōhita raśmi বি. দৃশ্যমান বর্ণালির লাল রশ্মির চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের কিন্তু বেতার তরঙ্গের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি, infrared rays. 17)
উত্-কলিত
(p. 119) ut-kalita বিণ. 1 উদ্বিগ্ন; 2 তরঙ্গিত; 3 গৃহীত, উদ্ধৃত (পঙ্ক্তিটি কোন কবিতা থেকে উত্কলিত?)। [সং. উত্ + √ কল্ + ত]।
উত্তরঙ্গ
(p. 125) uttaraṅga বিণ. তরঙ্গময়, তরঙ্গবিক্ষুব্ধ (উত্তরঙ্গ সমুদ্র)। [সং. উত্ + তরঙ্গ]। 4)
উত্তাল
(p. 125) uttāla বিণ. 1 অতি উঁচু (উত্তাল তরঙ্গ); 2 অতি তরঙ্গময়; 3 বিক্ষুব্ধ, আলোড়িত (উত্তাল সমুদ্র)। [সং. উত্ + √ তল্ + অ]। 23)
ঊর্মি
(p. 140) ūrmi বি. ঢেউ, তরঙ্গ। [সং. √ ঋ + মি]। ̃ ভঙ্গ বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে। ̃ মালা বি. পর পর অনেক ঢেউ। ̃ মালী (-লিন্) বি. সমুদ্র। ̃ লা বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)। ̃ লা বি. লক্ষ্মণের পত্নী। 13)
করোগেট
(p. 167) karōgēṭa বি. দস্তার কলাই-করা লোহার তরঙ্গায়িত পাত বা চাদরবিশেষ। [ইং. corrugated]। 44)
চাটা2
(p. 281) cāṭā2 ক্রি. বি. লেহন করা, জিভের সাহায্যে খাওয়া বা স্বাদ নেওয়া। বিণ. উক্ত অর্থে। [হি. √চাট]। ̃ চাটি বি. 1 পরস্পরকে লেহন; 2 বারবার চাটা; 3 (ব্যঙ্গে) অন্তরঙ্গতা; 4 পরস্পর পরস্পরের প্রশংসা। ̃ নো ক্রি. বি. লেহন করানো। বিণ. উক্ত অর্থে। চেটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে চেটে (দইটা চেটেপুটে খেয়ে নাও)। 82)
ছল-ছল, ছলচ্ছল
(p. 301) chala-chala, chalacchala বি. 1 জলপ্রবাহের বা ঢেউয়ের ছলাত্ ছলাত্ শব্দ (ছলছল করে বয়ে চলেছে); 2 অশ্রুপূর্ণতার লক্ষণ প্রকাশ (চোখ ছলছল করছে)। বিণ. 1 ছলাত্ ছলাত্ শব্দযুক্ত ('ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা': ভা. চ.); 2 অশ্রূপূর্ণ, সজল (ছলছল চোখে)। [ধ্বন্যা.]। 52)
ঝিলি-মিলি2
(p. 338) jhili-mili2 বিণ. ঈষত্ ঝলমলে; ঝিলমিলে ও তরঙ্গায়িত ('সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা': রবীন্দ্র)। [ঝিলমিল2 দ্র]। 24)
ঢলা
(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ̃ ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি। ̃ নে বিণ. কেলেঙ্কারি করে এমন। ̃ নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা। 17)
ঢেউ
(p. 362) ḍhēu বি. 1 জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল ('ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো'): রবীন্দ্র); 2 তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউ-খেলানো, ̃. তোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা। 5)
তরঙ্গ
(p. 367) taraṅga বি. ঊর্মি, লহরী, জলের ঢেউ; কোনোকিছুর ঢেউ বা ঢেউয়ের মতো প্রবাহ (চিন্তাতরঙ্গ, বায়ুতরঙ্গ, বিদ্যুত্-তরঙ্গ)। [সং. √ তৃ + অঙ্গ]। ̃ ভঙ্গ বি. ঢেউয়ের খেলা। ̃ মালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ। তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা। তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)। তরঙ্গাভি-ঘাত বি. ঢেউয়ের ধাক্কা। তরঙ্গায়িত বিণ. ঢেউ-খেলানো, কুঞ্চিত। তরঙ্গিণী বি. নদী. স্রোতস্বিনী। তরঙ্গিত বিণ. ঢেউয়ে পূর্ণ; আন্দোলিত। তরঙ্গিম বিণ. (অপ্র.) তরঙ্গপূর্ণ; ভঙ্গিমাপূর্ণ ('অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম': গো. দা.)। তরঙ্গোচ্ছ্বাস বি. ঢেউয়ের উত্থান-পতন। 93)
দহ-রম
(p. 402) daha-rama বি. ঘনিষ্ঠ মেলামেশা বা বন্ধুত্ব। [ফা. দর্হম্]। দহরম মহরম বি. গভীর অন্তরঙ্গতা; অত্যন্ত মাখামাখি। [ফা. দর্হম্-বর্হম্ + আ. মহ্রম্]। 15)
নদী
(p. 444) nadī বি. পর্বত, হ্রদ বা অন্য কোনো জলপ্রবাহ থেকে উত্পন্ন এবং হ্রদ উপসাগর সমুদ্র বা অন্য কোনো নদীতে মেশে এমন স্বাভাবিক জলপ্রবাহ; স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিণী। [সং. √ নদ্ + অ + ঈ]। ̃ কূল বি. নদীর তীর। ̃ গর্ভ বি. নদীর দুই তীরের মধ্যবর্তী জলভাগ বা তার তলদেশ, নদীর খাত। ̃ তট বি. নদীর তীরভূমি। ̃ পথ বি. জাহাজ নৌকা প্রভৃতি জলযানের চলাচলের উপযোগী পথরূপ নদী (নদীপথে রওনা হল)। ̃ বহুল বিণ. বহু নদীবিশিষ্ট। ̃ বন্দর বি. নদীর তীরে অবস্হিত বন্দর। ̃ মাতৃক বিণ. নদীই যার মাতার মতো অর্থাত্ কেবলমাত্র নদীজলের সাহায্যে উত্পন্ন শস্যে পালিত। ̃ মুখ বি. নদীর মোহনা। 54)
নিস্তরঙ্গ
(p. 475) nistaraṅga বিণ. 1 তরঙ্গহীন, ঢেউ নেই এমন (নিস্তরঙ্গ নদী); 2 স্হির, অচঞ্চল; 3 (আল.) বৈচিত্র্যহীন (নিস্তরঙ্গ জীবন)। [সং. নির্ + তরঙ্গ]। 52)
পরমানন্দ
(p. 488) paramānanda বি. গভীর আনন্দ ('সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ': রবীন্দ্র)। [সং. পরম + আনন্দ]। 171)
প্রহত
(p. 552) prahata বিণ. আঘাতপ্রাপ্ত, আহত (তড়িত্প্রহত, তরঙ্গপ্রহত পর্বত, ঝঞ্ঝাপ্রহত)। [সং. প্র + √ হন্ + ত]। 37)
বিভঙ্গ
(p. 621) bibhaṅga বি. 1 বিন্যাস, সুশৃঙ্খলভাবে স্হাপন বা রচনা; 2 ভঙ্গি (ভ্রুবিভঙ্গ, তরঙ্গবিভঙ্গ)। [সং. বি + ভঙ্গ]। 24)
ভঙ্গ
(p. 655) bhaṅga বি. 1 ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); 2 রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); 3 লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); 4 নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ); 5 সমাপ্তি (সভাভঙ্গ); 6 বক্রতা (ত্রিভঙ্গ); 7 ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); 8 পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); 9 বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); 1 বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ̃ .কুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ̃ .পয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ̃ .প্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো। 20)
মাখা
(p. 692) mākhā ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। ̃ .নো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 3 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ .মাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা। 49)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
হিল্লোল
(p. 869) hillōla বি. 1 তরঙ্গ; 2 দোলন ('চঞ্চল হিল্লোলে কল্লোলময়')। [সং. হিল্লোল + অ]। হিল্লোলিত বিণ. আন্দোলিত, তরঙ্গিত। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074223
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768700
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366108
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721067
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698070
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594660
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545202
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542308

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন