Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্বোধ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগা, অগা-কান্ত, অগা-মারা, অগা-রাম
(p. 6) agā, agā-kānta, agā-mārā, agā-rāma বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা। বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি। [ সং. অঞ্জ]। 24)
অনাত্মজ্ঞ
(p. 24) anātmajña বিণ. 1 আপনাকে অর্থাত্ নিজেকে জানে না এমন; 2 নিজের স্বভাব বা শক্তি বুঝে চলে না এমন; 3 নির্বোধ। [সং. ন + আত্মজ্ঞ]। ̃ তা বি. নিজেকে বুঝে না চলা; নিজের স্বভাব না বোঝা। 13)
অনির্বেদ
(p. 25) anirbēda বিণ. অনুতাপহীন, গ্লানিহীন ('অনির্বেদ অটহাসি হেসে': সু. দ.)। [সং. ন + নির্বেদ]। 55)
অবীর
(p. 50) abīra বিণ. বীরত্বহীন, নির্বীর্য, দুর্বল; বীরশূন্য। [সং. ন + বীর]। অবীরা বিণ. (স্ত্রী.) পতিপুত্রহীনা; অভিভাবক নেই এমন; অনাথা। 3)
অবুঝ,
(p. 50) abujha, (কথ্য) অবুজ বিণ. বোঝে না এমন, বোধশক্তি নেই বা বোঝানো যায় না এমন; নির্বোধ, অবোধ। [বাং. অ + বুঝ]। 4)
অবুদ্ধি
(p. 50) abuddhi বিণ. বুদ্ধিহীন, বোকা। বি. বুদ্ধির অভাব; বুদ্ধিহীনতা। [সং. ন + বুদ্ধি]। ̃ মান বিণ. বুদ্ধিমান নয় এমন, নির্বোধ। বিণ. (স্ত্রী.) ̃ মতী। 5)
অবোধ
(p. 50) abōdha বিণ. 1 বোধহীন (অবোধ পশু), বোধ নেই এমন, নির্বোধ; 2 অজ্ঞান; 3 অবুঝ (অবোধ শিশু)। [সং. ন + বোধ]। অবোধের গোবধে আনন্দ অবোধ ব্যক্তির খারাপ কাজ করেও আনন্দ। 16)
আহাম্মক, আহাম্মুক
(p. 111) āhāmmaka, āhāmmuka বিণ. নিরেট মূর্খ, নির্বোধ, বেঅকুফ, বোকা। [আ. আহ্মক্]। 19)
উদো, উধো
(p. 127) udō, udhō বিণ. নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন; হাবাগবা। [দেশি]। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একজনের কাজের দায় অন্যায়ভাবে বা অজ্ঞাতসারে আর একজনের উপর আরোপ করা। ̃ মাদা বিণ. বোকাসোকা, হাবাগবা। 22)
উল্লুক
(p. 139) ulluka বি. 1 সর্বাঙ্গে কালো লোমযুক্ত লেজহীন বনমানুষজাতীয় বানর, gibbon; 2 গালিবিশেষ, নির্বোধ বা অভদ্র লোক, বেকুব। [ধ্বন্যা.]। 2)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গোবর
(p. 256) gōbara বি. গোময়, গোরুর মল। [সং. গোবিট্]। ̃ গণেশ বিণ. বি. (ব্যঙ্গে) গোবরে তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য, ব্যক্তিত্বহীন ও নির্বোধ। ̃ গঙ্গা বি. গোবরের স্তূপ। ̃ ছড়া বি. জলে গোলা গোবরের ছিটে। ̃ ভরা মাথা বি. 1 যার মাথায় একটুও বুদ্ধি নেই; 2 যে মাথা বাজে জিনিসে বোঝাই। গোবরে পদ্মফুল নিকৃষ্ট স্হানে উত্পন্ন উত্কৃষ্ট বস্তু; হীনকুলজাত মহত্ বা অপূর্ব সুন্দর ব্যক্তি। 108)
চতুষ্পদ
(p. 277) catuṣpada বি. 1 চারটি পা-বিশিষ্ট প্রাণী; 2 জন্তু, পশু। বিণ. 1 চারপেয়ে; 2 (আল.) পশুর মতো নির্বোধ বা মূর্খ। [সং. চতুঃ + পদ]। চতুষ্পদী বি. (স্ত্রী.) চৌপদী কবিতা। 31)
চীর্ণ
(p. 290) cīrṇa বিণ. 1 ছিন্ন, খণ্ডিত; 2 বিদীর্ণ ('সংসারের নির্বোধ আঘাতে চীর্ণ, দীর্ণ হৃদয় আমার': সু. দ.)। [সং. √চর্ + ন]। 62)
দুর্বুদ্ধি
(p. 414) durbuddhi বি. 1 মন্দ বা অসত্ বুদ্ধি, কুবুদ্ধি; 2 দুষ্ট বুদ্ধি (হঠাত্ মাথায় একটা দুর্বুদ্ধি খেলে গেল); 3 মূর্খতা, নির্বুদ্ধিতা। বিণ. 1 কুবুদ্ধিযুক্ত; 2 মূর্খ, বোকা। [সং. দুর্ + বুদ্ধি]। 55)
নাশ-বন্দি
(p. 454) nāśa-bandi বি. পুরুষের নির্বীজীকরণের অস্ত্রোপচার। [হি.]। 91)
নির্বিণ্ণ
(p. 468) nirbiṇṇa বিণ. 1 নির্বেদযুক্ত, কোনো বিষয়ের প্রতি আসক্তি নেই এমন; 2 দুঃখিত, অনুতপ্ত। [সং. নির্ + √ বিদ্ + ত]। 103)
নির্বীজ
(p. 468) nirbīja বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। ̃ ন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। ̃ সমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন ('হাসপাতালের নির্বীজিত কামরা': বুদ্ধ)। 112)
নির্বীর
(p. 468) nirbīra বিণ. বীরশূন্য, বীরহীন। [সং. নির্ + বীর]। নির্বীরা বিণ. (স্ত্রী.) 1 বীরহীনা (নির্বীরা অযোধ্যা); 2 পতিপুত্রহীনা স্ত্রী, অবীরা। 113)
নির্বীর্য
(p. 468) nirbīrya বিণ. পৌরুষহীন, বীর্যহীন; কাপুরুষ। [সং. নির্ + বীর্য]। বি. ̃ তা। 114)
নির্বুদ্ধি
(p. 468) nirbuddhi বিণ. বুদ্ধিহীন, মূর্খ ('নির্বুদ্ধি তাঁতির ছেলে দুর্বুদ্ধি গজাল': ছড়া)। ̃ তা বি. বোকামি। 115)
নির্বৃতি
(p. 468) nirbṛti বি. 1 সুখ, শান্তি; 2 স্বস্তি; 3 মুক্তি; 4 মৃত্যু। [সং. নির্ + √ বৃ + তি]। নির্বৃত বিণ. 1 সুখী, সুখপূর্ণ, শান্তিময়; 2 স্বস্তিপূর্ণ; 3 মুক্ত; 4 মৃত। 116)
নির্বৃত্ত1
(p. 468) nirbṛtta1 বিণ. 1 সম্পাদিত, নিষ্পন্ন; 2 সুসম্পন্ন; 3 উত্পন্ন। [সং. নির্ + √ বৃত্ + ত]। নির্বৃত্তি বি. সম্পাদন, নিষ্পত্তি; উত্পাদন। 117)
নির্বৃত্ত2
(p. 468) nirbṛtta2 বিণ. বৃত্তিহীন, জীবিকাহীন। [সং. নির্ + বৃত্তি সমাসান্ত]। 118)
নির্বেদ
(p. 468) nirbēda বি. 1 অনুতাপ, আত্মগ্লানি ('নেশা আজ কেটেছে নির্বেদে': সু. দ.); 2 নৈরাশ্য; 3 বৈরাগ্য, বিষয়বস্তু সম্পর্কে বৈরাগ্য। [সং. নির্ + √ বিদ্ + অ]। 119)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074893
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769075
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698197
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594764
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545456
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542340

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন