Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পিঁজা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আসন
(p. 108) āsana বি. 1 বসার স্হান (সিংহাসন, কাষ্ঠাসন); 2 বসার জন্য ছোট গালিচা বা ওইজাতীয় বস্তু; 3 পীঠ (দেবীর আসন); 4 যোগসাধনে বসার প্রণালী বা যোগব্যায়ামের প্রণালী (শবাসন, পদ্মাসন); 5 সম্মানের স্হান, মর্যাদা (বিদ্বানের আসন সর্বত্র, তাঁর আসন সবার হৃদয়ে)। [সং. √ আস্ + অন]। ̃ গ্রহণ বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন। ̃ পিঁড়ি বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)। 51)
উই
(p. 119) ui বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। ̃ ঢিপি, ̃ ঢিবি বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। ̃ ধরা, ̃ লাগা বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 3)
কটাশ, কটাত্
(p. 158) kaṭāśa, kaṭāt অব্য. শক্ত জিনিস দাঁত দিয়ে ভেঙে বা কেটে ফেলবার শব্দবিশেষ। [ধ্বন্যা.]। কটাশ কটাশ অব্য. তীব্র যন্ত্রণার শব্দ; পিঁপড়ের কামড়ের কল্পিত শব্দ। 5)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কাষ্ঠাসন
(p. 188) kāṣṭhāsana বি. চেয়ার, টুল, পিঁড়ি প্রভৃতি কাঠের তৈরি আসন। [সং. কাষ্ঠ + আসন]। 36)
চই
(p. 274) ci বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল। [সং. চবিকা]। 3)
চন্দন
(p. 278) candana বি. 1 সুগন্ধ কাঠবিশেষ বা তার গাছ; 2 বাটা চন্দন। [সং. √চন্দ্ (=আনন্দ) + অন]। ̃ চর্চিত বিণ. বাটা চন্দনে লিপ্ত (চন্দনচর্চিত মুখ)। ̃ পিঁড়ি বি. যে পীঠিকার উপর বা শিলের উপর চন্দন কাঠ ঘষা হয়। ̃ পুষ্প বি. লবঙ্গ। কুচন্দন বি. (গন্ধহীন বলে) রক্তচন্দন। হরি-চন্দন বি. পীতবর্ণ সুগন্ধযুক্ত কাঠবিশেষ, পীতচন্দন, শ্বেতচন্দন; গোশীর্ষনামক শ্বেতচন্দন। 12)
চাকি
(p. 281) cāki বি. 1 চাকতি; 2 গম ডাল প্রভৃতি পেষার যন্ত্র বা জাঁতা (আটার চাকি); 3 রুটি, লুচি প্রভৃতি বেলার গোল পীঠিকা বা পিঁড়ি। [বাং. চাক + ই]। ̃ বেলন বি. রুটি লুচি ইত্যাদি বেলার পীঠিকা ও গোল কাঠের দণ্ডবিশেষ। 67)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
ডেয়ে, ডেয়ো, ডেঁয়ে
(p. 357) ḍēẏē, ḍēẏō, ḍēm̐ẏē বি. দাড়াওয়ালা ব়ড় কালো পিঁপড়েবিশেষ। [দেশি]। 57)
থিক-থিক
(p. 392) thika-thika অব্য. বি. পোকামাকড় বা প্রাণীর প্রচুর সংখ্যায় অবস্হানসূচক (পিঁপড়ে থিকথিক করছে)। [দেশি]। 42)
দোলনা
(p. 421) dōlanā বি. ঝোলানো পিঁড়ি বা ঝুড়িবিশেষ যাতে চড়ে দোল খাওয়া হয়। [প্রাকৃ. √ দোল + বাং. না]। 112)
ধুনা2, ধোনা
(p. 439) dhunā2, dhōnā ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন সং. √ ধু (ণিজন্ত) √ ধুনি-তু. হি. ধুনকনা]। 3)
পট্ট
(p. 486) paṭṭa বি. 1 পাটা, তক্তা, ফলক (তাম্রপট্ট); 2 আসন, সিংহাসন (রাজপট্ট); 3 পিঁড়ি, কাষ্ঠাসন; 4 রাজকীয় সনদ, পাট্টা; 5 পাট বা রেশম (পট্টবস্ত্র); 6 গ্রাম বা নগর; 7 পাগড়ি; 8 উত্তরীয়, চাদর। [সং. √ পট্ + ত]। ̃ নায়ক বি. প্রধান নায়ক; মোড়লের উপাধিবিশেষ। ̃ মহিষী, ̃ দেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী। 23)
পিঁচুটি
(p. 519) pin̐cuṭi বি. নেত্রমল, চোখের নোংরা। [সং. পিচ্ছট]। 15)
পিঁজরা (কথ্য) পিঁজরে
(p. 519) pin̐jarā (kathya) pin̐jarē বি. খাঁচা। [সং. পিঞ্জর]। পিঁজরাপোল বি. বৃদ্ধ ও অকর্মণ্য পশু রাখার স্হান। 16)
পিঁজা, (চলিত) পেঁজা
(p. 519) pin̐jā, (calita) pēn̐jā ক্রি. বি. তুলো ইত্যাদির আঁশ ধুনে বা টেনে টেনে পৃথক করা। বিণ. উক্ত অর্থে। [সং. √ পিঞ্জ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তুলোর আঁশ ধুনে বা টেনে পৃথক করানো। বিণ. উক্ত অর্থে। 17)
পিঁড়া
(p. 519) pin̐ḍ়ā বি. 1 ঘরের দাওয়া (পিঁড়ায় বসে জিরোনো); 2 পিঁড়ি। [সং. পিণ্ড]। 18)
পিঁড়ি, (কথ্য) পিঁড়ে
(p. 519) pin̐ḍ়i, (kathya) pin̐ḍ়ē বি. 1 ছোটো ও নিচু কাঠের আসনবিশেষ; 2 আসন (লক্ষ্মীর পিঁড়ি)। [সং. পিণ়্ডি]। 19)
পিঁপড়া, (কথ্য) পিঁপড়ে
(p. 519) pim̐paḍ়ā, (kathya) pim̐paḍ়ē বি. দলবদ্ধভাবে বাস করে এমন অতি পরিশ্রমী ক্ষুদ্র কীটবিশেষ। [সং. পিপীলিকা]। 20)
পিঁপুল
(p. 519) pim̐pula বি. ওষুধে ব্যবহৃত ছোটো ফলবিশেষ বা তার গাছ। [সং. পিপ্পলী]। 21)
পিঞ্জর
(p. 520) piñjara বি. 1 খাঁচা, পিঁজরা ('ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি': রবীন্দ্র); 2 পঞ্জর, পাঁজরা। [সং. √ পিঞ্জ্ + অর]। 13)
পিপীলিকা
(p. 522) pipīlikā বি. পিঁপড়ে। [সং. পিপীলক, পিপীলিক + আ]। 3)
পিপ্পলি
(p. 522) pippali বি. ওষুধে ব্যবহৃত ছোটো ঝাল ফলবিশেষ বা তার গাছ, পিঁপুল। [সং. পিপ্পল + ই]। 6)
পিল-পিল
(p. 522) pila-pila অব্য. পিঁপ়ড়ের মতো অনেকের সমাবেশ বা একত্র চলাচলের ভাবপ্রকাশক (পিলপিল করে লোক যাচ্ছে)। [ধ্বন্যা.]। 23)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075467
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769267
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366658
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721247
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698296
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594845
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545937
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542382

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন