Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চন্দন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চন্দন এর বাংলা অর্থ হলো -

(p. 278) candana বি. 1 সুগন্ধ কাঠবিশেষ বা তার গাছ; 2 বাটা চন্দন।
[সং. √চন্দ্ (=আনন্দ) + অন]।
চর্চিত
বিণ. বাটা চন্দনে লিপ্ত (চন্দনচর্চিত মুখ)।
পিঁড়ি
বি. যে পীঠিকার উপর বা শিলের উপর চন্দন কাঠ ঘষা হয়।
পুষ্প
বি. লবঙ্গ।
কুচন্দন বি. (গন্ধহীন বলে) রক্তচন্দন।
হরি-চন্দন বি. পীতবর্ণ সুগন্ধযুক্ত কাঠবিশেষ, পীতচন্দন, শ্বেতচন্দন; গোশীর্ষনামক শ্বেতচন্দন।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চেলি
চম্পট
(p. 279) campaṭa বি. পলায়ন; তাড়াতাড়ি সরে পড়া (তাকে দেখেই চম্পট দিলাম)। [তু. হি. চম্পত্]। 17)
চাওয়া1
(p. 281) cāōẏā1 ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ̃ নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)। 25)
চিকন1, (বর্জি.) চিকণ
চ-বর্গ
(p. 279) ca-barga বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ। 4)
চারা1
(p. 281) cārā1 বি. পশু বা মাছের খাদ্য বা টোপ। [হি. চারা]। 149)
চোকলা
(p. 297) cōkalā বি. প্রধানত ফল আনাজ প্রভৃতির খোসা বা আবরণ। [তু. সং. চোলক]। 2)
চারক
(p. 281) cāraka বিণ. যে চরায় (গোচারক, পশুচারক)। [সং. √চর্ + ণিচ্ + অক]। 141)
চুলা, চুলো
(p. 294) culā, culō বি. 1 উনুন; 2 চিতা। [সং. চুল্লী]। চুলা ধরানো ক্রি. বি. উনুনে বা চিতায় আগুন দেওয়া; উনুন বা চিতা জ্বালা। চুলোয় যাওয়া ক্রি. বি. (গালিবিশেষ) চিতায় ওঠা, মরা; (আল.) দূর হওয়া (চুলোয় যাক ওসব ব্যাপার)। চুলোর দোরে যাওয়া - চুলোয় যাওয়া -র অনুরূপ। 29)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যামধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চণ্ডু
(p. 278) caṇḍu বি. আফিং থেকে প্রস্তুত মাদকবিশেষ। [হি. চণ্ডু]। ̃ খোর বি. চণ্ডু খেয়ে যে ব্যক্তি নেশা করে। 9)
চীনা2, চিনা2
(p. 290) cīnā2, cinā2 বি. চীনদেশের অধিবাসী। বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ̃ মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain. 59)
চলচ্চিত্র
চার৩
(p. 281) cāra3 বি. 1 মাছকে আকর্ষণ করার মশলা (পুকুরে চার ফেলা); 2 জলাশয়ের যেখানে ওই মশলা ফেলা হয়েছে (চারে মাছ এসেছে)। [হি. চারা1]। 139)
চার-চাকা
চালচিত্র
(p. 281) cālacitra দ্র চাল2। 166)
চক2
চেহারা
(p. 294) cēhārā বি. 1 আকৃতি, আকার (এখনও বইটার চেহারাই দেখলাম না); 2 অবয়ব, শরীর (তোমার চেহারা বেশ খারাপ হয়েছে)। [ফা. চেহরা]। 88)
চতুর্বিংশ
চোপা2
(p. 298) cōpā2 ক্রি. চোপানো। [চোপ1 দ্র]। ̃ নো ক্রি. ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, চোপ মারা। বি. বিণ. উক্ত অর্থে। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619856

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us